কলকাতা, 19 জুন: দলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট্ট অস্ত্রোপচার হয়েছে ৷ তারপর সোমবার তিনি কালীঘাটে ভাইপোর বাড়িতে গিয়েছিলেন ৷ অন্যদিকে মমতাও মঙ্গলবার কোচবিহারে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে গিয়েছিলেন ৷
এই মুহূর্তে গৃহবন্দি রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ৷ গত রবিবার, 16 জুন বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয় ৷ সেখানে থেকে ছাড়া পাওয়ার পর সেদিনই তিনি বাড়ি ফিরে আসেন ৷ তারপর সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা হয় ৷ এদিন উত্তরবঙ্গে যাওয়ার আগে অভিষেকের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী ৷
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকলে তাঁকেই নিজের বাড়িতে ডেকে নেন মুখ্যমন্ত্রী ৷ তবে যেহেতু এখন অভিষেক অসুস্থ ৷ তাই এখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের বাড়িতে গিয়েছেন ৷ সেখানে দীর্ঘক্ষণ ছিলেন তিনি ৷ তাই রাজনৈতিক মহলের একাংশের মতে, শুধু কুশল বার্তা বিনিময়ের জন্যই তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের বাড়িতে যাননি ৷ সেখানে রাজনৈতিক আলোচনাও হয়ে থাকতে পারে ৷
প্রসঙ্গত নির্বাচন মিটতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন, চিকিৎসাজনিত কারণে তিনি সাময়িক রাজনীতি থেকে বিরতি নিচ্ছেন ৷ তাও এনিয়ে জল্পনা চলে ৷ প্রবীণ নেতা তথা সাংসদ সৌগত রায় অভিষেকের এই বিরতি নেওয়াকে বিশ্বের তাবড় তাবড় রাজনীতিবিদদের সঙ্গে তুলনা করছেন ৷ অন্যদিকে কুণাল ঘোষের মতো অভিষেক-ঘনিষ্ঠ নেতারা আবার বলছেন সাময়িক বিরতির মধ্যেও রাজনৈতিক কাজকর্মের মধ্যে নিজেকে মগ্ন রেখেছেন অভিষেক ৷
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যাওয়ার আগে অভিষেকের সঙ্গে যে সাক্ষাৎ করেছিলেন, তখন তাঁদের মধ্যে রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হয়েছিল ৷ এবার লোকসভা নির্বাচনে তৃণমূলের সাফল্যের নেপথ্যে অন্যতম প্রধান মুখ অভিষেক, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সেনাপতি বলেই পরিচিত ৷