ETV Bharat / state

সিএএ লাগু হওয়ার পর মমতার প্রথম বিরোধী মিছিল, শিলিগুড়ির রাজপথে সামিলের ডাক - Mamata Banerjee on CAA

Mamata Banerjee: এবার সিএএ'র বিরুদ্ধে আন্দোলনের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ বুধে শিলিগুড়িতে সিএএ'র বিরুদ্ধে মিছিলে জনগণকে সামিলের ডাক দিলেন বিভিন্ন উন্নয়ন বোর্ড ও সম্প্রদায়ের সদস্যদের বৈঠকে ৷ সেইসঙ্গে বিজেপিকেও একহাত নেন তৃণমূল নেত্রী ৷ সিএএ নিয়ে সকলকে অনুরোধ করলেন, আবেদন না-করতে ৷ বললেন, নাগরিকত্ব চলে গেলে আর লক্ষীর ভাণ্ডার, কন্যাশ্রী পাওয়া যাবে না ৷

সবাইকে আন্দোলনে সামিলের ডাক
Mamata Banerjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 6:05 PM IST

Updated : Mar 12, 2024, 7:30 PM IST

শিলিগুড়ির রাজপথে সামিলের ডাক

দার্জিলিং, 12 মার্চ: সিএএ'র বিরুদ্ধে এবার আন্দোলন শুরু হতে চলেছে ৷ উত্তরবঙ্গের মাটি থেকে আগামিকাল, বুধবার সিএএ'র বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছেন মমতা ৷ মঙ্গলবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে পাহাড় ও উত্তরবঙ্গের 21টি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকের পরই সিএএ'র বিরুদ্ধে প্রতিবাদের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার সকালে শিলিগুড়ির মাল্লাগুড়ি মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত সিএএ'র বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, উদয়ন গুহ, বুলুচিক বরাইক-সহ অন্যান্যরা। দেশের মধ্যে প্রথম বাংলায় সিএএ'র বিরুদ্ধে সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সম্মুখ সমরে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শিলিগুড়িতে প্রতিবাদের মধ্যে দিয়ে সিএএ'র বিরুদ্ধে আন্দোলনের সূত্রপাত করবেন তৃণমূল সুপ্রিমো।

লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে গেরুয়ার গড় থেকে সিএএকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রীর আন্দোলনের ডাকে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। এদিনের বৈঠকেও মুখ্যমন্ত্রী সিএএ নিয়ে সরব হন। সিএএ'র নিয়ম জানিয়ে তা সাধারণ মানুষের জন্য কতটা ক্ষতিকর তানিয়েও অবগত করেন। সেইসঙ্গে বারণ করেন সিএএ'তে আবদেন করতে ৷ জানান, আবেদন করলেই নাগরিকরা অনুপ্রবেশকারী হয়ে যাবেন ৷ আগামিকালের ওই আন্দোলনের সমাজের সর্বস্তরের জনগণকে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে নিয়েও কথা বলেন ৷ বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে ৷ একটা বাচ্চা ছেলে, কিছু তো করে খেতে হবে ওর সব সম্পত্তি অ্যাটাচ করে নিয়েছে ৷" তবে মুখ্যমন্ত্রী কারও নাম উল্লখ করেননি অভিষেকের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে ৷

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বরাবরই সিএএ-র বিরোধিতা করে এসেছেন। হাবড়ার বাণীপুরের প্রশাসনিক সভা থেকে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পরই সিএএ ইস্যুতে লাগাতার কেন্দ্রকে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দেশজুড়ে কার্যকর হয়েছে সিএএ। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে ভাঁওতা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া এদিন শিলিগুড়ি থেকেও মমতা বলেন, সিএএ'‌র সঙ্গে এনআরসি'‌র যোগ আছে ৷" তাই তাঁর হুঙ্কার, "‌যদি সিএএ দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারও নাগরিকত্ব বাতিল করা হয় তাহলে আমরা কঠোর প্রতিবাদ করব। আমি জীবন দেব, বাংলায় ডিটেনশান ক্যাম্প করতে দেব না।"‌

আরও পড়ুন:

  1. আবেদন করলেই নাগরিকত্ব হারাবেন, সিএএ নিয়ে সতর্কবার্তা মমতার
  2. বাংলার নাগরিকদের অধিকার রক্ষায় জীবন দিতেও তৈরি, সিএএ নিয়ে হুংকার 'পাহারাদার' মমতার
  3. আজ মতুয়া গড়েই সিএএ নিয়ে জবাব দেবেন মমতা

শিলিগুড়ির রাজপথে সামিলের ডাক

দার্জিলিং, 12 মার্চ: সিএএ'র বিরুদ্ধে এবার আন্দোলন শুরু হতে চলেছে ৷ উত্তরবঙ্গের মাটি থেকে আগামিকাল, বুধবার সিএএ'র বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছেন মমতা ৷ মঙ্গলবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে পাহাড় ও উত্তরবঙ্গের 21টি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকের পরই সিএএ'র বিরুদ্ধে প্রতিবাদের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার সকালে শিলিগুড়ির মাল্লাগুড়ি মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত সিএএ'র বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, উদয়ন গুহ, বুলুচিক বরাইক-সহ অন্যান্যরা। দেশের মধ্যে প্রথম বাংলায় সিএএ'র বিরুদ্ধে সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সম্মুখ সমরে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শিলিগুড়িতে প্রতিবাদের মধ্যে দিয়ে সিএএ'র বিরুদ্ধে আন্দোলনের সূত্রপাত করবেন তৃণমূল সুপ্রিমো।

লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে গেরুয়ার গড় থেকে সিএএকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রীর আন্দোলনের ডাকে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। এদিনের বৈঠকেও মুখ্যমন্ত্রী সিএএ নিয়ে সরব হন। সিএএ'র নিয়ম জানিয়ে তা সাধারণ মানুষের জন্য কতটা ক্ষতিকর তানিয়েও অবগত করেন। সেইসঙ্গে বারণ করেন সিএএ'তে আবদেন করতে ৷ জানান, আবেদন করলেই নাগরিকরা অনুপ্রবেশকারী হয়ে যাবেন ৷ আগামিকালের ওই আন্দোলনের সমাজের সর্বস্তরের জনগণকে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে নিয়েও কথা বলেন ৷ বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে ৷ একটা বাচ্চা ছেলে, কিছু তো করে খেতে হবে ওর সব সম্পত্তি অ্যাটাচ করে নিয়েছে ৷" তবে মুখ্যমন্ত্রী কারও নাম উল্লখ করেননি অভিষেকের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে ৷

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বরাবরই সিএএ-র বিরোধিতা করে এসেছেন। হাবড়ার বাণীপুরের প্রশাসনিক সভা থেকে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পরই সিএএ ইস্যুতে লাগাতার কেন্দ্রকে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দেশজুড়ে কার্যকর হয়েছে সিএএ। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে ভাঁওতা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া এদিন শিলিগুড়ি থেকেও মমতা বলেন, সিএএ'‌র সঙ্গে এনআরসি'‌র যোগ আছে ৷" তাই তাঁর হুঙ্কার, "‌যদি সিএএ দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারও নাগরিকত্ব বাতিল করা হয় তাহলে আমরা কঠোর প্রতিবাদ করব। আমি জীবন দেব, বাংলায় ডিটেনশান ক্যাম্প করতে দেব না।"‌

আরও পড়ুন:

  1. আবেদন করলেই নাগরিকত্ব হারাবেন, সিএএ নিয়ে সতর্কবার্তা মমতার
  2. বাংলার নাগরিকদের অধিকার রক্ষায় জীবন দিতেও তৈরি, সিএএ নিয়ে হুংকার 'পাহারাদার' মমতার
  3. আজ মতুয়া গড়েই সিএএ নিয়ে জবাব দেবেন মমতা
Last Updated : Mar 12, 2024, 7:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.