কলকাতা, 15 মার্চ: মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল ৷ তবে তাঁর গুরুতর আহত হওয়ার পিছনে 'পুশ ফ্রম বিহাইন্ড' তত্ত্ব প্রকাশ্যে আসার পর থেকেই নিরাপত্তা বাড়ানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ৷ রাতেই কালীঘাট থানার বাড়তি পুলিশ ফোর্স মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মোতায়েন ছিল । এছাড়া তাঁর দেখভালের জন্য ছিলেন একজন ডাক্তার ৷ শুক্রবার সকাল থেকেই একের পর এক পুলিশকর্তারা মুখ্যমন্ত্রীর বাড়িতে আসেন । কলকাতার নগরপাল বিদ্যুৎ গোয়েল থেকে শুরু করে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান ওয়াকার রাজা, ডিসি সাউথ প্রিয়ব্রত রায়-সহ অনেকেই আসেন । তাৎপর্যপূর্ণভাবে দলীয় অনুশাসন মেনে এখানে দেখা যায়নি কোনও রাজনৈতিক নেতাকেও ।
প্রসঙ্গত, গতকাল 'পুশ ফ্রম বিহাইন্ড' তত্ত্ব প্রকাশ্যে আসার পর লালবাজারে তরফ থেকে 8 সদস্যের একটি তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে । মূলত এরা এই ঘটনার পিছনে আসল কী ঘটেছিল তা তদন্ত করে দেখছে । শুক্রবার পুলিশের আধিকারিকরা মুখ্যমন্ত্রীর বাড়িতে এসে বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেছেন বলে খবর ৷ মুখ্যমন্ত্রীর দু'জন নিরাপত্তারক্ষী, একজন পরিবারের সদস্য আর এক পরিচারিকার বয়ান নেওয়া হয়েছে । যদিও পুলিশের তরফ থেকে এই ঘটনা নিয়ে একটি শব্দও খরচ করা হয়নি । বারংবার তাদের জিজ্ঞাসা করা হলে তারা এটাই জানিয়েছেন, তদন্ত চলছে ৷ তদন্তের পর যা বলার বলা হবে ।
রাতে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা এবং এম আর আই-সিটি স্ক্যানের পর এই মুহূর্তে তিনি বাড়িতেই রয়েছেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ছোট-বড়-মাঝারি নেতারা দলীয় কর্মসূচি সামাল দিচ্ছেন । এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আজ তাঁর নির্দিষ্ট কর্মসূচিতে যোগ দিতে গিয়েছেন । তবে এদিন বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসতে দেখা গিয়েছে অভিষেককে ।
গতকাল প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি থেকে শুরু করে জাতীয়ক্ষেত্রে একের পর এক নেতা তাঁকে দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছিলেন । এদিন দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সোশ্যাল মিডিয়ায় তাদের একে একে শুভেচ্ছাও জানিয়েছেন । এদিকে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার সকালেও চিকিৎসকদের একটা দল মুখ্যমন্ত্রীকে পরীক্ষা করে গিয়েছেন । তাঁরা মনে করছেন, আরও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে । বিকেলে বা সন্ধ্যার পরে তাঁকে ফের একবার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে ৷ যদিও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাসপাতালে যাওয়ার পক্ষপাতী নন ৷ সেক্ষেত্রে তিনি শেষ পর্যন্ত হাসপাতালে যান কি না, সেটাই এখন দেখার ।
আরও পড়ুন: