ETV Bharat / state

হরিয়ানায় মৃত বাংলার শ্রমিকের পরিবারের পাশে মমতা, স্ত্রীকে দিলেন চাকরি - Mamata helps Migrant Worker Wife - MAMATA HELPS MIGRANT WORKER WIFE

Bengal Migrant Worker Death: হরিয়ানায় মৃত বাংলার শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী ৷ বুধবার নবান্নে সাবির মল্লিকের স্ত্রীর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Bengal Migrant Worker Death
হরিয়ানায় মৃত বাংলার শ্রমিকের স্ত্রীকে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2024, 4:50 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর: হরিয়ানায় গণপিটুনিতে মৃত বাংলার পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের স্ত্রীকে চাকরি দিল রাজ্য সরকার ৷ ওই পরিযায়ী শ্রমিকের স্ত্রী'র হাতে বুধবার নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

Bengal Migrant Worker Death
হরিয়ানায় বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদ আইএসএফের (নিজস্ব ছবি)

গত 27 অগস্ট হরিয়ানার চরখি দাদরি জেলার অন্তর্গত বধরা থানা এলাকায় সাবিরকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ । হরিয়ানা পুলিশ সূত্রে খবর, বধরার একটি বস্তিতে থাকতেন বাংলার ওই পরিযায়ী শ্রমিক ৷ আবর্জনা সংগ্রহের কাজ করতেন তিনি । অভিযোগ, গোমাংস খাওয়ার সন্দেহে তাঁর উপর হামলা চালানো হয় । তাতে মৃত্যু হয় সাবির মল্লিকের ।

আগেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মৃত ওই পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছিল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছিলেন । মমতার নির্দেশে দলের সাংসদ সামিরুল ইসলাম মৃত শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন । এরপরই রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল, এই অবস্থায় পরিবারের পাশে রয়েছে নবান্ন । সাবিরের পরিবারের তরফ থেকে একজনকে রাজ্য সরকার চাকরি দেবে । সেইমতো বুধবার নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন সাবিরের স্ত্রী শাকিলা সরদার মল্লিক এবং তাঁর চার বছরের শিশু কন্যা । তখনই মুখ্যমন্ত্রী নিয়োগপত্র তুলে দেন শাকিলার হাতে ।

সূত্রের খবর, রাজ্য সরকারের তরফ থেকে পরিয়ায়ী শ্রমিকের স্ত্রীকে বাসন্তীতে ভূমি ও ভূমি রাজস্ব দফতরে এক বছরের জন্য অ্যাটেন্ডডেন্টের চাকরি দেওয়া হয়েছে । এই এক বছর সম্পূর্ণ হওয়ার পর তাঁকে অন্য দফতরে গ্রুপ ডি-র চাকরি দেওয়া হবে । জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ কথা বলেছেন । তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন ।

এদিকে, হরিয়ানায় বাংলার পরিযায়ী শ্রমিকের পিটিয়ে হত্যার প্রতিবাদে ধর্মতলায় গান্ধি মূর্তির সামনে বিক্ষোভ করে আইএসএফ ৷ এই বিষয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করে তারা । এই অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ আইএসএফ নেতারা এ দিন আরজি কর এবং সাবির মল্লিকের ঘটনার সুবিচারের দাবি জানান ৷

কলকাতা, 4 সেপ্টেম্বর: হরিয়ানায় গণপিটুনিতে মৃত বাংলার পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের স্ত্রীকে চাকরি দিল রাজ্য সরকার ৷ ওই পরিযায়ী শ্রমিকের স্ত্রী'র হাতে বুধবার নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

Bengal Migrant Worker Death
হরিয়ানায় বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদ আইএসএফের (নিজস্ব ছবি)

গত 27 অগস্ট হরিয়ানার চরখি দাদরি জেলার অন্তর্গত বধরা থানা এলাকায় সাবিরকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ । হরিয়ানা পুলিশ সূত্রে খবর, বধরার একটি বস্তিতে থাকতেন বাংলার ওই পরিযায়ী শ্রমিক ৷ আবর্জনা সংগ্রহের কাজ করতেন তিনি । অভিযোগ, গোমাংস খাওয়ার সন্দেহে তাঁর উপর হামলা চালানো হয় । তাতে মৃত্যু হয় সাবির মল্লিকের ।

আগেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মৃত ওই পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছিল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছিলেন । মমতার নির্দেশে দলের সাংসদ সামিরুল ইসলাম মৃত শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন । এরপরই রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল, এই অবস্থায় পরিবারের পাশে রয়েছে নবান্ন । সাবিরের পরিবারের তরফ থেকে একজনকে রাজ্য সরকার চাকরি দেবে । সেইমতো বুধবার নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন সাবিরের স্ত্রী শাকিলা সরদার মল্লিক এবং তাঁর চার বছরের শিশু কন্যা । তখনই মুখ্যমন্ত্রী নিয়োগপত্র তুলে দেন শাকিলার হাতে ।

সূত্রের খবর, রাজ্য সরকারের তরফ থেকে পরিয়ায়ী শ্রমিকের স্ত্রীকে বাসন্তীতে ভূমি ও ভূমি রাজস্ব দফতরে এক বছরের জন্য অ্যাটেন্ডডেন্টের চাকরি দেওয়া হয়েছে । এই এক বছর সম্পূর্ণ হওয়ার পর তাঁকে অন্য দফতরে গ্রুপ ডি-র চাকরি দেওয়া হবে । জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ কথা বলেছেন । তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন ।

এদিকে, হরিয়ানায় বাংলার পরিযায়ী শ্রমিকের পিটিয়ে হত্যার প্রতিবাদে ধর্মতলায় গান্ধি মূর্তির সামনে বিক্ষোভ করে আইএসএফ ৷ এই বিষয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করে তারা । এই অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ আইএসএফ নেতারা এ দিন আরজি কর এবং সাবির মল্লিকের ঘটনার সুবিচারের দাবি জানান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.