কলকাতা, 14 অগস্ট: "আগামী রবিবারের মধ্যে সিবিআইকে ফাঁসির ব্যবস্থা করতে হবে ৷ পুলিশ 90 শতাংশ কাজ করে দিয়েছে", বুধবার সন্ধ্যায় বেহালায় একটি অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই দাবিতে তিনি নিজেই 16 অগস্ট ওই দিন আরজি করে মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুতে দোষীদের ফাঁসির দাবিতে মৌলালি থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন মুখ্যমন্ত্রী ৷
এর মধ্যে তৃণমূল কংগ্রেসও মহিলা চিকিৎসক খুনে দোষীদের ফাঁসির দাবিতে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি ঘোষণা করেছেন দলনেত্রী ৷ প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকেই এদিন 16 থেকে 19 অগস্ট পর্যন্ত টানা তিন দিন ধরে চলবে কর্মসূচি ৷
তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি ঘোষণা করেছেন তা হল 16 অগস্ট বিকেল 4টে থেকে দোষীদের ফাঁসির দাবিতে মৌলালির মোড় থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মিছিল হবে ৷ 17 অগস্ট রাজ্যজুড়ে প্রত্যেক ব্লক, জেলা মিউনিসিপ্যালিটি ওয়ার্ডে ওয়ার্ডে দুপুর 2 থেকে 4 টে পর্যন্ত রাম-বামের চক্রান্তের বিরুদ্ধে ধর্না-মিছিল ৷ 18 অগস্ট বাংলাজুড়ে ব্লকে ব্লকে ধরনা কর্মসূচি হবে ৷ 19 অগস্ট রাখি বন্ধনের দিন বাংলা ভাগের বিরোধিতা এবং দোষীদের ফাঁসির দাবিতে তৃণমূলের মিছিল-মিটিং হবে ৷
চিকিৎসকদের প্রতি কাজে ফেরার আর্জি
বিরোধীদের আন্দোলনের প্রতিবাদের পাশাপাশি মমতা বলেন, "জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সমর্থন আছে আগেও বলেছি এখনও বলছি ৷ তবে আপনাদের পায়ে ধরছি, কাজে ফিরে আসুন ৷ যে চিকিৎসকরা কাজে যোগ দেননি, আমি তাঁদের বলতে চাই, ইতিমধ্যে একজন শিশু ও একজন গর্ভবতী মহিলা-সহ 3 জন বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে ৷ চিকিৎসকরা জনগণের সেবা করতে বাধ্য ৷ আমি তাদের অনুরোধ করছি, আমি তাদের কাছে আবেদন করছি, আমি আপনাদের পায়ে পড়ি - এখন, আসুন জনগণের জন্য কাজ করি এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করি ৷ তিনি বলেন, ডাক্তারদের এই কারণেই ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া হয়। আপনি ৪-৫ দিন প্রতিবাদ করেছেন কেউ বিরোধিতা করেননি। এখন, কাজ শুরু করা যাক। এটা আমার আবেদন ৷ তিনি বলেন, "গতকাল একই আবেদন করেন রাজ্যের স্বাস্থ্য সচিব। আজ আমি এ বিষয়ে একটি পাবলিক আপিল করছি ৷ জরুরি পরিস্থিতিতে জনগণের সেবা করা সিনিয়র ডাক্তারদের প্রতি আমি কৃতজ্ঞ ৷"
গত 9 অগস্ট কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চারতলার সেমিনার হল থেকে চিকিৎসকের অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় ৷ এই ঘটনায় তাঁকে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ এর তদন্ত পুলিশের হাতে থাকলেও মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই ৷ এদিন সন্ধ্যায় সিবিআই তদন্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা ৷ রাজ্যজুড়ে চিকিৎসকরা তো বটেই, বিভিন্ন রাজনৈতিক দলও প্রতিবাদ মিছিল করছে ৷ বুধ-বৃহস্পতি মধ্যরাতে 'মহিলারা, রাত দখল করো' শীর্ষক একটি কর্মসূচি হবে ৷