কলকাতা, 9 এপ্রিল: বিগত কয়েকদিন টানা উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে প্রচার করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মাঝে কয়েক দিনের বিরতিতে ইদ এবং বাংলা নববর্ষের পর দ্বিতীয় দফার উত্তরবঙ্গে যাবেন মুখ্যমন্ত্রী। কিন্তু এসবের মাঝেই মঙ্গলবার নিজের বিধানসভা এলাকায় একটি ইফতার মজলিসে যোগ দেন মুখ্যমন্ত্রী।
প্রত্যেক বছর কলকাতার পার্ক সার্কাসে পৌরনিগম আয়োজিত ইফতার মজলিসে যোগ দেন মুখ্যমন্ত্রী। এবার নির্বাচনী বিধি থাকার কারণে পৌরনিগমের তরফ থেকে সেই আয়োজন সম্ভব হয়নি ৷ তার বদলে অন্য একটি সংস্থা এবার পার্ক সার্কাসে ইফতারের আয়োজন করেছিল। সেখানেও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। এরপর মঙ্গলবার দ্বিতীয়বার কোনও ইফতারে উপস্থিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বিধানসভা ক্ষেত্রের মধ্যেই খিদিরপুরের নবাব আলি পার্কে এই ইফতার আয়োজন করা হয়েছিল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন সপরিবারে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার বিদায় সংসদ তথা তৃণমূল প্রার্থী মালা রায় ছিলেন, দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দেবাশীষ কুমার, সুব্রত বক্সী প্রমূখ।
এদিন সম্ভবত ইদের আগে শেষ ইফতার মজলিস ছিল। ফলে মুসলিম ধর্মাবলম্বিদের সঙ্গে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুসলিম সমাজের মানুষদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। যদিও এই দিন আলাদা করে কোনও বক্তব্য রাখেননি তিনি। তবে সেখানে উপস্থিত সংখ্যালঘু মানুষজনের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী। এই বছরটা তাৎপর্যপূর্ণ ভাবে নির্বাচনের বছর আর এই নির্বাচনের বছরে নিজের বিধানসভা ক্ষেত্রে ইফতার মজলিসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণই বলে মনে করছে রাজনৈতিক মহল। আসলে এই যোগদানের মাধ্যমে একদিকে যেমন বছরভর বিভিন্ন সম্প্রদায়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যান সেই পরম্পরা বজায় রাখলেন একইসঙ্গে জনসংযোগও সারলেন তিনি।
আরও পড়ুন