কলকাতা, 10 অগস্ট: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী শনিবার জোর দিয়ে জানান, তাঁর সরকার একজন মহিলা স্নাতকোত্তর শিক্ষানবিশ ডাক্তারের উপর যৌন নির্যাতন এবং হত্যায় অভিযুক্তের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডই চাইবে ৷ একই সঙ্গে, সিবিআই-সহ অন্য কোনও সংস্থা মামলার তদন্ত করতে চাইলেও রাজ্যের আপত্তি নেই বলেও জানান মুখ্যমন্ত্রী।
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যজুড়ে ৷ শনিবারই এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ দাবি, জেরায় সে খুনের কথা স্বীকারও করেছে ৷ এদিন ওই যুবককে আদালতে পেশ করা হলে বিচারক তাকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ সেই ঘটনা প্রসঙ্গ এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় আরও জানান, তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের জানিয়েছেন, যাতে মামলাটি দ্রুত আদালতে বিচার করা হয় তা নিশ্চিত করতে হবে।
শুক্রবার সকালে কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালের সেমিনার হলে ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, ওই তরুণী চিকিৎসককে হত্যার আগে তাঁর উপর যৌন নির্যাতন চালানো হয়েছিল ৷ সেই খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন চিকিৎসক এবং পড়ুয়ারা ৷ কলকাতা তো বটেই এমনকী রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ, হাসপাতালে এদিন লাগাতার বিক্ষোভ অবস্থানও চালান চিকিৎসক ও পড়ুয়ারা ৷
সেই প্রসঙ্গে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী এদিন বলেন, "অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ ও মিছিল ন্যায়সঙ্গত। আমি জুনিয়র ডাক্তারদের দাবিগুলিকেও সমর্থন করি ৷" ঘটনাটিকে ভয়ানক এবং ঘৃণ্য বলে বর্ণনা করে, মুখ্যমন্ত্রী হাসপাতালের জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক করারও আবেদন জানিয়েছেন।অন্যদিকে, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, "মামলার যারাই অভিযুক্ত, দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি পাবে।"
(পিটিআই)