ETV Bharat / state

ক্লাসরুমের ফ্যান খারাপ, টক-টু মেয়রে সরাসরি গৌতম দেবকে অভিযোগ ষষ্ঠ শ্রেণির ছাত্রীর - Siliguri Talk to Mayor - SILIGURI TALK TO MAYOR

Siliguri Talk to Mayor: শিলিগুড়ি পুরনিগমে টক-টু মেয়রে ফোন করে স্কুলে নতুন ফ্যান চাইল ষষ্ঠ শ্রেণির ছাত্রী ৷ প্রচণ্ড গরমে ক্লাসে বসতে পারছে না পড়ুয়ারা ৷ এই অভিযোগ পেয়ে স্কুলে গিয়ে নতুন ফ্যান লাগিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মেয়রও ৷

Siliguri Talk To Mayor
শিলিগুড়ি পুরনিগমে টক-টু মেয়রে ক্লাসরুমের ফ্যান খারাপের অভিযোগ ছাত্রী ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 27, 2024, 7:53 PM IST

শিলিগুড়ি, 27 জুলাই: তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা শিলিগুড়ির বাসিন্দাদের ৷ অস্বস্তিকর গরমেই স্কুলে যেতে হচ্ছে পড়ুয়াদের ৷ এরই মাঝে শিলিগুড়ি পুরনিগমে টক-টু মেয়রে ক্লাসরুমের ফ্যান খারাপের অভিযোগ জানিয়ে ফোন এল শনিবার ৷ আর ফোনটি করেছিল ষষ্ঠ শ্রেণির এক খুদে পড়ুয়া ৷ ফোন করে সাহায্যের আর্তি জানাল সে ৷ ওই ছাত্রীর আর্জি শোনা মাত্র পদক্ষেপের আশ্বাস দিলেন মেয়র গৌতম দেব ৷

শিলিগুড়ি পুরনিগমে টক-টু মেয়রে ক্লাসরুমের ফ্যান খারাপের অভিযোগ ছাত্রীর (ইটিভি ভারত)

শিলিগুড়ি শহরের সমস্যা, অভাব-অভিযোগ শুনতে প্রতি সপ্তাহের শনিবার টক-টু মেয়র অনুষ্ঠান করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ৷ ওই অনুষ্ঠানের মাধ্যমে শিলিগুড়ির বাসিন্দারা নানান ছোট-বড় সমস্যার কথা মেয়রের কাছে তুলে ধরেন ৷ তবে, এতদিন পর্যন্ত নাগরিক পরিষেবা সংক্রান্ত ফোনই আসছিল মেয়রের কাছে ৷ কিন্তু, এদিন এক খুদে পড়ুয়ার ফোন আসতেই, পরিবেশ বদলে যায় গোটা পুর ভবনের। খুদে পড়ুয়া যে ফোন করে এহেন আর্জি জানাবেন, তা হয়তো ধারণাই কর‍তে পারেননি শিলিগুড়ির মেয়র গৌতম দেব ৷

এনজেপি এলাকার 34 নম্বর ওয়ার্ডের দেশপ্রিয় সরণির বাসিন্দা হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী শ্রেয়সী বণিক ফোন করে টক-টু মেয়রে ৷ তার অভিযোগ, প্রচণ্ড গরমে ফ্যান খারাপ থাকায় তারা ক্লাস করতে পারছে না ৷ ক্লাস করতে বেশ কষ্ট হচ্ছে ৷ অনেক ছাত্রী অসুস্থ হয়ে পড়ছে ৷ যদি, ফ্যানের ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে খুব ভালো হয় ৷ তা শুনেই মেয়র তাকে একপ্রকার কথা দেন, সোমবার নিজে গিয়ে বিদ্যালয়ে ফ্যান লাগিয়ে আসবেন তিনি ৷ তা শুনে মেয়রকে ধন্যবাদ জানিয়ে ফোন রাখে ওই ছাত্রী ৷

ছাত্রীর ফোন আসায় খুশি মেয়র গৌতম দেব ৷ তিনি বলেন, "আমি নিজে গিয়ে সোমবার ফ্যান লাগিয়ে আসব ৷ আমার কাছে ওই খুদেকে সাহায্য এখন সবথেকে গুরুত্বপূর্ণ ৷ সত্যিই তো, যা গরম পড়েছে তাতে ফ্যান না থাকলে ওদের শরীর খারাপ হবে ৷ চিন্তা নেই, এই ধরনের ছোটখাটো সাহায্য চাওয়াটা বড় নয় ৷ ভালোবাসায় আমাকে ফোন করেছে এটাই বড় ব্যাপার ৷"

কিন্তু প্রশ্ন উঠছে, কেন স্কুলের ছাত্রীকে ফোন করে একথা টক-টু মেয়রে জানাতে হল ? স্কুল কর্তৃপক্ষ কেন খারাপ থাকা ফ্যান সারায়নি বা বদল করেনি ? যা নিয়ে হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অবশ্য অন্য কথা বলছেন ৷ প্রধান শিক্ষিকা শুভ্রা চক্রবর্তীর দাবি, "ফ্যান খারাপ হয়নি ৷ সব ক্লাসরুমে ফ্যান আছে ৷ স্কুলে বেশ কয়েকটি অতিরিক্ত ফ্যানও আছে ৷ খারাপ হলেই লাগিয়ে দেওয়া হবে ৷ এই ধরনের কথা মেয়রকে বলায় স্কুলের ভাবমূর্তি নষ্ট হল ৷"

শিলিগুড়ি, 27 জুলাই: তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা শিলিগুড়ির বাসিন্দাদের ৷ অস্বস্তিকর গরমেই স্কুলে যেতে হচ্ছে পড়ুয়াদের ৷ এরই মাঝে শিলিগুড়ি পুরনিগমে টক-টু মেয়রে ক্লাসরুমের ফ্যান খারাপের অভিযোগ জানিয়ে ফোন এল শনিবার ৷ আর ফোনটি করেছিল ষষ্ঠ শ্রেণির এক খুদে পড়ুয়া ৷ ফোন করে সাহায্যের আর্তি জানাল সে ৷ ওই ছাত্রীর আর্জি শোনা মাত্র পদক্ষেপের আশ্বাস দিলেন মেয়র গৌতম দেব ৷

শিলিগুড়ি পুরনিগমে টক-টু মেয়রে ক্লাসরুমের ফ্যান খারাপের অভিযোগ ছাত্রীর (ইটিভি ভারত)

শিলিগুড়ি শহরের সমস্যা, অভাব-অভিযোগ শুনতে প্রতি সপ্তাহের শনিবার টক-টু মেয়র অনুষ্ঠান করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ৷ ওই অনুষ্ঠানের মাধ্যমে শিলিগুড়ির বাসিন্দারা নানান ছোট-বড় সমস্যার কথা মেয়রের কাছে তুলে ধরেন ৷ তবে, এতদিন পর্যন্ত নাগরিক পরিষেবা সংক্রান্ত ফোনই আসছিল মেয়রের কাছে ৷ কিন্তু, এদিন এক খুদে পড়ুয়ার ফোন আসতেই, পরিবেশ বদলে যায় গোটা পুর ভবনের। খুদে পড়ুয়া যে ফোন করে এহেন আর্জি জানাবেন, তা হয়তো ধারণাই কর‍তে পারেননি শিলিগুড়ির মেয়র গৌতম দেব ৷

এনজেপি এলাকার 34 নম্বর ওয়ার্ডের দেশপ্রিয় সরণির বাসিন্দা হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী শ্রেয়সী বণিক ফোন করে টক-টু মেয়রে ৷ তার অভিযোগ, প্রচণ্ড গরমে ফ্যান খারাপ থাকায় তারা ক্লাস করতে পারছে না ৷ ক্লাস করতে বেশ কষ্ট হচ্ছে ৷ অনেক ছাত্রী অসুস্থ হয়ে পড়ছে ৷ যদি, ফ্যানের ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে খুব ভালো হয় ৷ তা শুনেই মেয়র তাকে একপ্রকার কথা দেন, সোমবার নিজে গিয়ে বিদ্যালয়ে ফ্যান লাগিয়ে আসবেন তিনি ৷ তা শুনে মেয়রকে ধন্যবাদ জানিয়ে ফোন রাখে ওই ছাত্রী ৷

ছাত্রীর ফোন আসায় খুশি মেয়র গৌতম দেব ৷ তিনি বলেন, "আমি নিজে গিয়ে সোমবার ফ্যান লাগিয়ে আসব ৷ আমার কাছে ওই খুদেকে সাহায্য এখন সবথেকে গুরুত্বপূর্ণ ৷ সত্যিই তো, যা গরম পড়েছে তাতে ফ্যান না থাকলে ওদের শরীর খারাপ হবে ৷ চিন্তা নেই, এই ধরনের ছোটখাটো সাহায্য চাওয়াটা বড় নয় ৷ ভালোবাসায় আমাকে ফোন করেছে এটাই বড় ব্যাপার ৷"

কিন্তু প্রশ্ন উঠছে, কেন স্কুলের ছাত্রীকে ফোন করে একথা টক-টু মেয়রে জানাতে হল ? স্কুল কর্তৃপক্ষ কেন খারাপ থাকা ফ্যান সারায়নি বা বদল করেনি ? যা নিয়ে হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অবশ্য অন্য কথা বলছেন ৷ প্রধান শিক্ষিকা শুভ্রা চক্রবর্তীর দাবি, "ফ্যান খারাপ হয়নি ৷ সব ক্লাসরুমে ফ্যান আছে ৷ স্কুলে বেশ কয়েকটি অতিরিক্ত ফ্যানও আছে ৷ খারাপ হলেই লাগিয়ে দেওয়া হবে ৷ এই ধরনের কথা মেয়রকে বলায় স্কুলের ভাবমূর্তি নষ্ট হল ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.