ETV Bharat / state

সন্দেশখালি ইস্যুতে শহরে বিদ্বজ্জনদের মিছিলে উত্তেজনা - বিদ্বজ্জনেদের মিছিল

Protest Rally for Sandeshkhali: সন্দেশখালি ইস্যুতে এবার পথে নামলেন বাম সমর্থিত বিদ্বজ্জনেরা ৷ কিন্তু মিছিলের শুরুতেই মাইক বাজানো নিয়ে পুলিশের সঙ্গে বচসা ৷

ETV Bharat
বিদ্বজ্জনেদের মিছিল
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2024, 9:54 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি: সন্দেশখালি ইস্যুতে বৃহস্পতিবার সিটিজেন ফোরামের মিছিলের শুরুতেই উত্তেজনা। মাইক বাজানো নিয়ে পুলিশ ও নাগরিক সমাজের মধ্যে বচসা বাঁধে। যদিও পরে মাইকে ঘোষণা করতে করতে মিছিল এগিয়ে যায় । দক্ষিণ কলকাতার লেক মল থেকে হাজরা মোড় পর্যন্ত এদিন মিছিল করেন বিদ্বজ্জনেরা । সেই মিছিলে উপস্থিত ছিলেন পবিত্র সরকার, বাদশা মৈত্র, বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ বহু বিশিষ্টজনেরা । সন্দেশখালির ঘটনার প্রতিবাদে এদিন তাঁরা মিছিল করেন ।

এই বিষয়ে বাম নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "পুলিশের বক্তব্য ছিল পরীক্ষা চলাকালীন মাইক বাজানো যাবে না । কিন্তু, কোর্টের ওই নোটিফিকেশনে কোথাও বলা নেই যে মাইকে ঘোষণা করা যাবে না । একজায়গায় দীর্ঘক্ষণ মাইক বাজালে সমস্যা হতে পারে । কিন্তু, এক জায়গা থেকে অন্য জায়গায় চলতে চলতে মাইকে ঘোষণায় বিশেষ সমস্যা নেই ।"

এদিকে, একই ঘটনার প্রতিবাদে এদিন শিয়ালদা বিগবাজার থেকে এন্টালি বাজার পর্যন্ত মিছিলের আয়োজন করা হয় । সিপিএমের মহিলা সমিত AIDWA ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটির পক্ষ থেকে এই মিছিল আয়োজিত হয়। সিপিএম রাজ্য কমিটির সদস্য ও AIDWA কণীনিকা ঘোষ বোস বলেন, "সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে লড়াকু নেতা নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তির দাবিতে আমাদের মিছিল । রাজ্যজুড়ে শিশু ও কিশোরীদের নির্যাতন ও হত্যা বাড়ছে । কেন পুলিশ প্রশাসন নিজের দায়িত্ব পালন করল না । সন্দেশখালিতে মহিলাদের উপরে যেভাবে নির্যাতন হচ্ছে তার জবাব পুলিশ প্রশাসন ও সরকারকে দিতে হবে ।"

আরও পড়ুন :

  1. 'আদালতে দেখা হবে', সন্দেশখালি যেতে বাধা পেয়ে সড়বেরিয়া থেকে হুঁশিয়ারি শুভেন্দুর
  2. চোপড়া-সন্দেশখালি কাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, রাজ্যপাল আশ্বাস দিয়েছেন; দাবি তৃণমূলের
  3. কৌশল বদলেও যাওয়া হল না সন্দেশখালি, রাস্তায় অবস্থান-বিক্ষোভ শুভেন্দু-সহ তিন বিজেপি বিধায়কের

কলকাতা, 15 ফেব্রুয়ারি: সন্দেশখালি ইস্যুতে বৃহস্পতিবার সিটিজেন ফোরামের মিছিলের শুরুতেই উত্তেজনা। মাইক বাজানো নিয়ে পুলিশ ও নাগরিক সমাজের মধ্যে বচসা বাঁধে। যদিও পরে মাইকে ঘোষণা করতে করতে মিছিল এগিয়ে যায় । দক্ষিণ কলকাতার লেক মল থেকে হাজরা মোড় পর্যন্ত এদিন মিছিল করেন বিদ্বজ্জনেরা । সেই মিছিলে উপস্থিত ছিলেন পবিত্র সরকার, বাদশা মৈত্র, বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ বহু বিশিষ্টজনেরা । সন্দেশখালির ঘটনার প্রতিবাদে এদিন তাঁরা মিছিল করেন ।

এই বিষয়ে বাম নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "পুলিশের বক্তব্য ছিল পরীক্ষা চলাকালীন মাইক বাজানো যাবে না । কিন্তু, কোর্টের ওই নোটিফিকেশনে কোথাও বলা নেই যে মাইকে ঘোষণা করা যাবে না । একজায়গায় দীর্ঘক্ষণ মাইক বাজালে সমস্যা হতে পারে । কিন্তু, এক জায়গা থেকে অন্য জায়গায় চলতে চলতে মাইকে ঘোষণায় বিশেষ সমস্যা নেই ।"

এদিকে, একই ঘটনার প্রতিবাদে এদিন শিয়ালদা বিগবাজার থেকে এন্টালি বাজার পর্যন্ত মিছিলের আয়োজন করা হয় । সিপিএমের মহিলা সমিত AIDWA ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটির পক্ষ থেকে এই মিছিল আয়োজিত হয়। সিপিএম রাজ্য কমিটির সদস্য ও AIDWA কণীনিকা ঘোষ বোস বলেন, "সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে লড়াকু নেতা নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তির দাবিতে আমাদের মিছিল । রাজ্যজুড়ে শিশু ও কিশোরীদের নির্যাতন ও হত্যা বাড়ছে । কেন পুলিশ প্রশাসন নিজের দায়িত্ব পালন করল না । সন্দেশখালিতে মহিলাদের উপরে যেভাবে নির্যাতন হচ্ছে তার জবাব পুলিশ প্রশাসন ও সরকারকে দিতে হবে ।"

আরও পড়ুন :

  1. 'আদালতে দেখা হবে', সন্দেশখালি যেতে বাধা পেয়ে সড়বেরিয়া থেকে হুঁশিয়ারি শুভেন্দুর
  2. চোপড়া-সন্দেশখালি কাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, রাজ্যপাল আশ্বাস দিয়েছেন; দাবি তৃণমূলের
  3. কৌশল বদলেও যাওয়া হল না সন্দেশখালি, রাস্তায় অবস্থান-বিক্ষোভ শুভেন্দু-সহ তিন বিজেপি বিধায়কের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.