ETV Bharat / state

বডি ক্যামেরায় আরজি করে নিরাপত্তায় বিশেষ নজর সিআইএসএফের - RG Kar doctor rape and murder Case

CISF deploys 150 personnel at RG Kar hospital for security: কলকাতা আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তায় রয়েছেন প্রায় 185 জন সিআইএসএফ জওয়ান ৷ হাসপাতালে নিরাপত্তার বিশেষ নজর দিতে এবার বডি ক্যামেরা ও জরুরিভিত্তিক একটি নম্বর ব্যবহার করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷

CISF deploys 150 personnel at RG Kar hospital
আরজি করে সিআইএসএফ জওয়ানরা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 7:07 AM IST

কলকাতা, 28 অগস্ট: সুপ্রিম কোর্টের নির্দেশের পরই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিরপত্তার দায়িত্ব নিয়েছে সিআইএসএফ ৷ হাসপাতালের বিভিন্ন জায়গায় নিযুক্ত রয়েছেন দেড়শোর বেশি সিআইএসএফ জওয়ান ৷ হাসপাতালে নিরাপত্তার বিশেষ নজর দিতে এবার বডি ক্যামেরা ও জরুরিভিত্তিক একটি নম্বর ব্যবহার করা হচ্ছে ৷

সিআইএসএফের তরফে প্রায় 60টি 'বডি কেম' চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আরজি করে মোতায়েন রয়েছেন সিআইএসএফ জওয়ানরা ৷ 185 জন সিআইএসএফ জওয়ান শিফট অনুযায়ী মোতায়েন রয়েছেন আরজি কর হাসপাতালের বিভিন্ন প্রান্তে ৷ নিরাপত্তার দায়িত্ব নেওয়ার পরই হাসপাতাল কর্তৃপক্ষর সঙ্গে একটি বৈঠক করেছিলেন সিআইএসএফের উচ্চপদস্থ কর্তারা। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সিআইএসএফ-এর আইজি ও ডিআইজি ৷ পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখে হাসপাতালের বিভিন্ন জায়গায় নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ ও সিআইএসএফ ৷ পরিস্থিতি মোকাবিলা করার জন্য কী কী প্রয়োজন, সেই কথাও বৈঠকে জানানো হয় ৷

হাসপাতাল সূত্রে খবর, সিআইএসএফ-এর তরফে 60টি বডি ক্যামেরা চাওয়া হয়েছে ৷ যাতে কোন অশান্তিমূলক পরিস্থিতির তৈরি হলে, তার যথাযথ প্রমাণ রাখা যায় ৷ তাই এই বডি ক্যামেরার পরিকল্পনা। যা নিয়ে ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যভবনের সঙ্গে যোগাযোগ করেছে ৷ তবে শুধুমাত্র বডি ক্যামেরা নয়, হাসপাতালে নিরাপত্তা বাড়ানোর জন্য সিআইএসএফের তরফে একটি নম্বরের ব্যবস্থা করার কথাও বলা হয়েছে। সেই নম্বর হাসপাতালের চারিদিকে ব্যানারের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে ৷ যাতে জরুরি পরিস্থিতিতে যে কেউ এই নম্বরে ফোন করতে পারেন ৷

হাসপাতাল সূত্রে খবর, রোগীর পরিবার, হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা, জুনিয়র ও সিনিয়র চিকিৎসক, নার্স সকলে সেই নম্বরে যোগাযোগ করতে পারবেন। কেউ কোন ধরনের সমস্যায় পড়লে, ওই নম্বরে একবার ফোন করলেই সেই ফোন সোজা চলে যাবে সিআইএসএফের কাছে ৷ ফোন করার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যাবেন সিআইএসএফ জওয়ানরা ৷ ইতিমধ্যেই সেই সিমকার্ড হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা করেছে ৷ পরিষেবা খুব শীঘ্রই শুরু হবে বলেও জানা গিয়েছে ৷

কলকাতা, 28 অগস্ট: সুপ্রিম কোর্টের নির্দেশের পরই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিরপত্তার দায়িত্ব নিয়েছে সিআইএসএফ ৷ হাসপাতালের বিভিন্ন জায়গায় নিযুক্ত রয়েছেন দেড়শোর বেশি সিআইএসএফ জওয়ান ৷ হাসপাতালে নিরাপত্তার বিশেষ নজর দিতে এবার বডি ক্যামেরা ও জরুরিভিত্তিক একটি নম্বর ব্যবহার করা হচ্ছে ৷

সিআইএসএফের তরফে প্রায় 60টি 'বডি কেম' চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আরজি করে মোতায়েন রয়েছেন সিআইএসএফ জওয়ানরা ৷ 185 জন সিআইএসএফ জওয়ান শিফট অনুযায়ী মোতায়েন রয়েছেন আরজি কর হাসপাতালের বিভিন্ন প্রান্তে ৷ নিরাপত্তার দায়িত্ব নেওয়ার পরই হাসপাতাল কর্তৃপক্ষর সঙ্গে একটি বৈঠক করেছিলেন সিআইএসএফের উচ্চপদস্থ কর্তারা। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সিআইএসএফ-এর আইজি ও ডিআইজি ৷ পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখে হাসপাতালের বিভিন্ন জায়গায় নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ ও সিআইএসএফ ৷ পরিস্থিতি মোকাবিলা করার জন্য কী কী প্রয়োজন, সেই কথাও বৈঠকে জানানো হয় ৷

হাসপাতাল সূত্রে খবর, সিআইএসএফ-এর তরফে 60টি বডি ক্যামেরা চাওয়া হয়েছে ৷ যাতে কোন অশান্তিমূলক পরিস্থিতির তৈরি হলে, তার যথাযথ প্রমাণ রাখা যায় ৷ তাই এই বডি ক্যামেরার পরিকল্পনা। যা নিয়ে ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যভবনের সঙ্গে যোগাযোগ করেছে ৷ তবে শুধুমাত্র বডি ক্যামেরা নয়, হাসপাতালে নিরাপত্তা বাড়ানোর জন্য সিআইএসএফের তরফে একটি নম্বরের ব্যবস্থা করার কথাও বলা হয়েছে। সেই নম্বর হাসপাতালের চারিদিকে ব্যানারের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে ৷ যাতে জরুরি পরিস্থিতিতে যে কেউ এই নম্বরে ফোন করতে পারেন ৷

হাসপাতাল সূত্রে খবর, রোগীর পরিবার, হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা, জুনিয়র ও সিনিয়র চিকিৎসক, নার্স সকলে সেই নম্বরে যোগাযোগ করতে পারবেন। কেউ কোন ধরনের সমস্যায় পড়লে, ওই নম্বরে একবার ফোন করলেই সেই ফোন সোজা চলে যাবে সিআইএসএফের কাছে ৷ ফোন করার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যাবেন সিআইএসএফ জওয়ানরা ৷ ইতিমধ্যেই সেই সিমকার্ড হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা করেছে ৷ পরিষেবা খুব শীঘ্রই শুরু হবে বলেও জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.