ETV Bharat / state

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে দেদার বিক্রি পুত্র-কন্যা, দাম শুনে চোখ কপালে সিআইডির

শিশু পাচার চক্রের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য এল সিআইডির হাতে। গোয়েন্দারা জানতে পারলেন ফেসবুকে পেজ খুলে লাখ লাখ টাকায় বিক্রি হত পুত্র ও কন্য।

CHILD TRAFFICKING
শিশু পুত্রের দাম 12 লক্ষ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 22 hours ago

কলকাতা, 13 নভেম্বর: বাংলায় শিশু পাচার চক্রের তদন্তে নেমে সিআইডির গোয়েন্দাদের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই শিশু পাচারের অভিযোগে মানিক হালদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে জেরা করে রাজ্য পুলিশের গোয়েন্দারা জানতে পেরেছেন, লাখ লাখ টাকার বিনিময়ে নিঃসন্তান দম্পতিদের হাতে সন্তান তুলে দেওয়া হয়েছে। এর জন্য খরচ 3 থেকে 12 লক্ষ টাকা। কোনও দম্পতি পুত্র সন্তান চাইলে খরচ 12 লক্ষ টাকা। তার জন্য 6 লক্ষ টাকা নগদ নিতেন মানিক।

শিশু পাচারের ঘটনায় বিহার-যোগ

ঘটনায় বিহার যোগও খুঁজে পেয়েছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। জানা গিয়েছে, বিহারের অনুমোদনহীন নার্সিংহোম থেকে সদ্যোজাত শিশু কিনে এনে বাংলায় বিক্রি করা হত। এই কাজটাই করতেন মানিক হালদার। শিশু পাচার করতে সোশাল মিডিয়ার সাহায্য় নেওয়া হত। সেখানেই চলত শিশু বিক্রি। সিআইডি'র এক উচ্চ পদস্থ আধিকারিক জানান, তাঁরা বিহার পুলিশের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। বিহারের নার্সিংহোমের সঙ্গেও এই বিষয়ে কথা বলা হবে। এছাড়াও অভিযুক্তরা সত্যি কথা বলছে কি না, তা জানতে আরও বিস্তারিত জেরা এবং তদন্ত করা অত্যন্ত প্রয়োজনীয় বলেও মনে করছেন ওই আধিকারিক।

কে এই মানিক?

সিআইডি সূত্রে খবর, তদন্তে নেমে মানিককে জেরা করে গোয়েন্দারা জানতে পারেন, মানিক আগে একটি IVF সেন্টারে কাজ করতেন। সেখানে তিনি দেখেছিলেন যাঁদের সন্তান নেই তাঁরা যে কোনও মূল্যে সন্তান দত্তক নিতে চান। তারপর থেকেই মানিক ঠিক করেন সন্তান বিক্রির কাজ শুরু করলে মোটা টাকা রোজগার করা যেতে পারে। ফেসবুকে একটি পেজ খোলেন। সেখানে নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের পথ দেখান। নিজের ফোন নম্বরও দেন। ইতিমধ্যেই ফেসবুক পেজটি সনাক্ত করতে পেরেছে সিআইডি। রবিবার শালিমার স্টেশনের বাইরে থেকে মানিক হালদার-সহ এক মহিলাকে গ্রেফতার করেছেন রাজ্য গোয়ান্দা সংস্থার আধিকারিকরা।

কলকাতা, 13 নভেম্বর: বাংলায় শিশু পাচার চক্রের তদন্তে নেমে সিআইডির গোয়েন্দাদের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই শিশু পাচারের অভিযোগে মানিক হালদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে জেরা করে রাজ্য পুলিশের গোয়েন্দারা জানতে পেরেছেন, লাখ লাখ টাকার বিনিময়ে নিঃসন্তান দম্পতিদের হাতে সন্তান তুলে দেওয়া হয়েছে। এর জন্য খরচ 3 থেকে 12 লক্ষ টাকা। কোনও দম্পতি পুত্র সন্তান চাইলে খরচ 12 লক্ষ টাকা। তার জন্য 6 লক্ষ টাকা নগদ নিতেন মানিক।

শিশু পাচারের ঘটনায় বিহার-যোগ

ঘটনায় বিহার যোগও খুঁজে পেয়েছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। জানা গিয়েছে, বিহারের অনুমোদনহীন নার্সিংহোম থেকে সদ্যোজাত শিশু কিনে এনে বাংলায় বিক্রি করা হত। এই কাজটাই করতেন মানিক হালদার। শিশু পাচার করতে সোশাল মিডিয়ার সাহায্য় নেওয়া হত। সেখানেই চলত শিশু বিক্রি। সিআইডি'র এক উচ্চ পদস্থ আধিকারিক জানান, তাঁরা বিহার পুলিশের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। বিহারের নার্সিংহোমের সঙ্গেও এই বিষয়ে কথা বলা হবে। এছাড়াও অভিযুক্তরা সত্যি কথা বলছে কি না, তা জানতে আরও বিস্তারিত জেরা এবং তদন্ত করা অত্যন্ত প্রয়োজনীয় বলেও মনে করছেন ওই আধিকারিক।

কে এই মানিক?

সিআইডি সূত্রে খবর, তদন্তে নেমে মানিককে জেরা করে গোয়েন্দারা জানতে পারেন, মানিক আগে একটি IVF সেন্টারে কাজ করতেন। সেখানে তিনি দেখেছিলেন যাঁদের সন্তান নেই তাঁরা যে কোনও মূল্যে সন্তান দত্তক নিতে চান। তারপর থেকেই মানিক ঠিক করেন সন্তান বিক্রির কাজ শুরু করলে মোটা টাকা রোজগার করা যেতে পারে। ফেসবুকে একটি পেজ খোলেন। সেখানে নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের পথ দেখান। নিজের ফোন নম্বরও দেন। ইতিমধ্যেই ফেসবুক পেজটি সনাক্ত করতে পেরেছে সিআইডি। রবিবার শালিমার স্টেশনের বাইরে থেকে মানিক হালদার-সহ এক মহিলাকে গ্রেফতার করেছেন রাজ্য গোয়ান্দা সংস্থার আধিকারিকরা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.