ETV Bharat / state

নৃশংস অত্যাচার, হাত-পা বেঁধে পিঁপড়ের চাকে ফেলা হল শিশুকে !

হাত-পা বেঁধে পিঁপড়ের চাকে ফেলা হল 5 বছরের এক শিশুকে ! নৃশংস অত্যাচারের অভিযোগ উঠেছে নদিয়ার শান্তিপুরে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

Updated : 1 hours ago

ETV BHARAT
হাত-পা বেঁধে পিঁপড়ের চাকে ফেলা হল শিশুকে ! (নিজস্ব চিত্র)

শান্তিপুর, 18 অক্টোবর: এ যেন মধ্যযুগীয় বর্বরতা ! 5 বছরের এক শিশুর উপর নৃশংস অত্যাচারের ঘটনা ! অভিযোগ, তার হাত-পা বেঁধে তাকে ফেলে দেওয়া হয় পিঁপড়ের চাকে ৷ দীর্ঘক্ষণ ওই অবস্থায় থাকায় শিশুটির সারা গায়ে কামড়ে ফুলিয়ে দিয়েছে পিঁপড়ে ৷ সে এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷

চরম অমানবিক এই ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুরে হরিপুর পঞ্চায়েত এলাকার একটি গ্রামে । শিশুটির কথায়, প্রতিবেশী এক যুবকের সঙ্গে ইয়ার্কি করার জন্য তাকে এই 'শাস্তি' দেওয়া হয়েছে ৷ এবিষয়ে থানায় অভিযোগ জানাতে গেলে, শিশুটির মাকে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ ৷ শিশুটির পরিবারের অভিযোগ, অভিযুক্ত এলাকায় প্রভাবশালী ৷

হাত-পা বেঁধে পিঁপড়ের চাকে ফেলা হল শিশুকে ! (নিজস্ব ভিডিয়ো)

গতকাল বিকাল তিনটে থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না হরিপুরের 5 বছরের শিশুটিকে ৷ সন্ধেবেলায় তার বাবা ও মা বাড়ি ফিরে ছেলেকে দেখতে না-পেয়ে খোঁজ শুরু করেন ৷ খুঁজতে খুঁজতে কাছের একটি মাঠের উপর দিয়ে যাওয়ার সময় তাঁরা দেখতে পান, নির্জন সেই এলাকায় তাঁদের ছেলে পিঁপড়ের চাকের উপর পড়ে রয়েছে ৷ তার হাত-পা বাঁধা ৷ যন্ত্রণায় আর্তনাদ করছে শিশুটি ৷

তাকে জিজ্ঞেস করা হলে শিশুটি তার বাবা-মাকে জানায়, প্রতিবেশী ইসমাইল ধাবক তার এই অবস্থা করেছে ৷ আর তাকে সেই কাজে সহযোগিতা করেছে সাইফুল নামে পাড়ারই আরেক যুবক । তবে সে সময় আরও বেশকিছু মানুষজন পাশে দাঁড়িয়ে গোটা ঘটনা দেখলেও অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় তাঁকে কেউ কিছু বলেনি বলে অভিযোগ ৷ গতকাল রাতেই বিষয়টি নিজেদের মধ্যে আলোচনা করে মীমাংসা করার চেষ্টা করেন এলাকাবাসীরা ৷

অভিযোগ, আজ সকালে ওই শিশুকে ঘরের দরজা আটকে গতকালের কথা কারওকে বলতে বারণ করেন ইসমাইল ৷ পাটকাঠির গাদায় হেলান দিয়ে দাঁড়ানোর জন্যই তার এই অবস্থা হয়েছে বলে শিশুটিকে বলতে বলা হয় । শিশুটির মা বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানান ৷ এরপর শান্তিপুর-সহ বিভিন্ন জায়গা থেকে আত্মীয়-স্বজনেরা দেখতে আসে ওই শিশুকে ৷ এবিষয়ে থানায় অভিযোগ জানাতে গেলে শিশুটির মায়ের গাড়ি আটকানো হয় বলে অভিযোগ ৷ এবিষয়ে শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে ।

শিশুটিকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ৷ বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন । শিশুর পরিবারের অভিযোগ, ইসমাইল প্রভাব খাটিয়ে স্থানীয় লোকজনকে জড়ো করে আজও শিশুটির বাড়িতে গিয়ে অশান্তি করেছে ৷ বিষয়টি খতিয়ে দেখতে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে ।

শান্তিপুর, 18 অক্টোবর: এ যেন মধ্যযুগীয় বর্বরতা ! 5 বছরের এক শিশুর উপর নৃশংস অত্যাচারের ঘটনা ! অভিযোগ, তার হাত-পা বেঁধে তাকে ফেলে দেওয়া হয় পিঁপড়ের চাকে ৷ দীর্ঘক্ষণ ওই অবস্থায় থাকায় শিশুটির সারা গায়ে কামড়ে ফুলিয়ে দিয়েছে পিঁপড়ে ৷ সে এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷

চরম অমানবিক এই ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুরে হরিপুর পঞ্চায়েত এলাকার একটি গ্রামে । শিশুটির কথায়, প্রতিবেশী এক যুবকের সঙ্গে ইয়ার্কি করার জন্য তাকে এই 'শাস্তি' দেওয়া হয়েছে ৷ এবিষয়ে থানায় অভিযোগ জানাতে গেলে, শিশুটির মাকে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ ৷ শিশুটির পরিবারের অভিযোগ, অভিযুক্ত এলাকায় প্রভাবশালী ৷

হাত-পা বেঁধে পিঁপড়ের চাকে ফেলা হল শিশুকে ! (নিজস্ব ভিডিয়ো)

গতকাল বিকাল তিনটে থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না হরিপুরের 5 বছরের শিশুটিকে ৷ সন্ধেবেলায় তার বাবা ও মা বাড়ি ফিরে ছেলেকে দেখতে না-পেয়ে খোঁজ শুরু করেন ৷ খুঁজতে খুঁজতে কাছের একটি মাঠের উপর দিয়ে যাওয়ার সময় তাঁরা দেখতে পান, নির্জন সেই এলাকায় তাঁদের ছেলে পিঁপড়ের চাকের উপর পড়ে রয়েছে ৷ তার হাত-পা বাঁধা ৷ যন্ত্রণায় আর্তনাদ করছে শিশুটি ৷

তাকে জিজ্ঞেস করা হলে শিশুটি তার বাবা-মাকে জানায়, প্রতিবেশী ইসমাইল ধাবক তার এই অবস্থা করেছে ৷ আর তাকে সেই কাজে সহযোগিতা করেছে সাইফুল নামে পাড়ারই আরেক যুবক । তবে সে সময় আরও বেশকিছু মানুষজন পাশে দাঁড়িয়ে গোটা ঘটনা দেখলেও অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় তাঁকে কেউ কিছু বলেনি বলে অভিযোগ ৷ গতকাল রাতেই বিষয়টি নিজেদের মধ্যে আলোচনা করে মীমাংসা করার চেষ্টা করেন এলাকাবাসীরা ৷

অভিযোগ, আজ সকালে ওই শিশুকে ঘরের দরজা আটকে গতকালের কথা কারওকে বলতে বারণ করেন ইসমাইল ৷ পাটকাঠির গাদায় হেলান দিয়ে দাঁড়ানোর জন্যই তার এই অবস্থা হয়েছে বলে শিশুটিকে বলতে বলা হয় । শিশুটির মা বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানান ৷ এরপর শান্তিপুর-সহ বিভিন্ন জায়গা থেকে আত্মীয়-স্বজনেরা দেখতে আসে ওই শিশুকে ৷ এবিষয়ে থানায় অভিযোগ জানাতে গেলে শিশুটির মায়ের গাড়ি আটকানো হয় বলে অভিযোগ ৷ এবিষয়ে শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে ।

শিশুটিকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ৷ বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন । শিশুর পরিবারের অভিযোগ, ইসমাইল প্রভাব খাটিয়ে স্থানীয় লোকজনকে জড়ো করে আজও শিশুটির বাড়িতে গিয়ে অশান্তি করেছে ৷ বিষয়টি খতিয়ে দেখতে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে ।

Last Updated : 1 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.