কলকাতা, 18 সেপ্টেম্বর: সকালেই আলোচনায় বসতে চেয়ে ইমেল পাঠিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা । আর এবার সেই ইমেলের জবাব পাঠিয়ে তাঁদের নবান্নে বৈঠকের জন্য আহ্বান জানালেন মুখ্যসচিব মনোজ পন্থ । মুখ্যসচিব যে ইমেলটি জুনিয়র ডাক্তারদের উদ্দেশে পাঠিয়েছেন, তাতে তিনি আজ সন্ধে সাড়ে ছটায় বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ।
এদিনের বৈঠকে জুনিয়র ডাক্তারদের 30 জন প্রতিনিধি উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছেন মুখ্যসচিব । একইসঙ্গে, দক্ষিণবঙ্গ জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় জুনিয়র ডাক্তারদের আরও একবার কাজে যোগদানের আহ্বান জানিয়েছেন তিনি ।
প্রসঙ্গত গত কয়েকদিন দফায় দফায় ইমেল পালটা ইমেল চলেছে । দীর্ঘ টানাপোড়েনের পর গত সোমবার রাতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গত দিন জুনিয়র ডাক্তারদের দাবির বড় অংশই মেনে নিয়েছে প্রশাসন । যদিও এরপরও জুনিয়র ডাক্তারদের তরফ থেকে বলা হচ্ছিল তাঁরা খুশি নন । কারণ তাঁদের দাবিসমূহের চার এবং পাঁচ নম্বর ক্ষেত্রে যে বিষয়গুলি রয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনার অবকাশ রয়েছে বলে জানান তাঁরা । বর্তমান স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ-সহ একাধিক বিষয়ে আলোচনা চান জুনিয়র ডাক্তাররা ।
সরাসরি মুখ্যসচিবকে আলোচনার জন্য চিঠি দিলেও, টাস্ক ফোর্স গঠন বা স্বাস্থ্যসচিবের অপসারণের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত এককভাবে কতটা মুখ্যসচিবের পক্ষে নেওয়া সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে ৷ এই দিন বৈঠক হলেও শেষ পর্যন্ত সেই বৈঠক থেকে সমাধানসূত্র উঠে আসবে কি না এবং কর্মবিরতি তুলে নেওয়া হবে কি না, তার উত্তর সময় দেবে ৷
প্রসঙ্গত, বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার কারণে এই মুহূর্তে জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী । দক্ষিণবঙ্গের বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণকার্য সরেজমিনে পর্যালোচনা করে দেখছেন তিনি ৷ এই পরিস্থিতিতে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক কতটা কার্যকরী হয় সেটাই দেখার ৷