ETV Bharat / state

একমাত্র বাংলা বন্যার টাকা থেকে বঞ্চিত, উত্তরবঙ্গে যাওয়ার আগে কেন্দ্রকে তোপ মমতার - Mamata Banerjee

author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

Updated : 54 minutes ago

Mamata Banerjee on North Bengal Visit: রবিবার উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে গিয়ে এ দিন বিকেলে প্রশাসনিক বৈঠক করবেন তিনি ৷ এ দিনও কেন্দ্রকে বন্যার ত্রাণ নিয়ে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী ৷

Mamata Banerjee
উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী (নিজস্ব ছবি)

কলকাতা, 29 সেপ্টেম্বর: উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি ৷ ধস নেমেছে বিভিন্ন জায়গায় ৷ সেখানে বন্যা পরিস্থিতি পরিদর্শনে কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবারও তিনি উত্তরবঙ্গে যাওয়ার আগে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন ৷ মমতা বলেন, "কেন্দ্রের তরফে রাজ্যের বন্যা পরিস্থিতির খবর নেওয়া হয়নি ৷ একমাত্র বাংলা বন্যার টাকা থেকে বঞ্চিত ৷"

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "দক্ষিণবঙ্গের সাত জেলা, যেখানে বন্যা হয়েছে, আমি ঘুরে দেখেছি । উত্তরবঙ্গেও বন্যা হয়েছে । পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছি ৷ ডিভিসি জল ছাড়ায় দক্ষিণবঙ্গ যেমন ভেসেছে, তেমন উত্তরবঙ্গে কোশী নদীর জল ছেড়ে দিয়েছে নেপাল ৷ 5 লক্ষ কিউসেক টন জল ছাড়া হয়েছে ৷ সেই জল বিহার হয়ে বাংলায় আসছে । এর ফলে সংকোশ নদীর জলে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার আক্রান্ত ৷ অন্যদিকে নেপাল জল ছাড়ার ফলে মালদা, মুর্শিদাবাদ ও দক্ষিণ দিনাজপুরে এর প্রভাব পড়বে ৷ বিহারও ভাসবে ৷ বাংলাও ভাসবে ৷ রাত থেকে পুলিশ মাইকিং করা শুরু করেছে ৷ সকলকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷"

উত্তরবঙ্গে যাওয়ার আগে কেন্দ্রকে তোপ মমতার (নিজস্ব ভিডিয়ো)

মুখ্যমন্ত্রী এ দিন বন্যার ত্রাণের টাকার পাশাপাশি ফরক্কা ব্যারেজের রক্ষণাবেক্ষণ নিয়েও মোদি সরকারকে তীব্র আক্রমণ শানান ৷ তিনি বলেন, "20 বছর ধরে ফরাক্কায় ড্রেজিং হয় না । ফলে তারাও জল ধরে রাখতে পারে না । সূতি, মালদায় বন্যা হত না ৷ ফরাক্কা ব্যারেজ কেন্দ্র দেখে । আগে 120 কিমি দেখভাল করত ৷ এখন মাত্র 20 কিমি দেখে ৷ নির্বাচনের সময় কেন্দ্রের সকলে বড় বড় কথা বলে । আসে আর চলে যায় ।"

বন্যা পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গ থেকে আজ বিকেলে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "মুখ্যসচিব মনোজ পন্থকে উত্তরবঙ্গে পাঠিয়েছি ৷ আজ বিকেল 5টায় প্রশাসনিক বৈঠক ডেকেছি । কালিম্পং ও দার্জিলিংয়ে ব্যাপক ধস নেমেছে ৷ সেনা আজকের এই বৈঠকে থাকতে পারে । না-থাকলে আমি কথা বলব সেনার সঙ্গে ৷ আমি রাস্তা নতুন করে বানিয়েছি । কেন্দ্র থেকে কেউ ফোন করেননি ৷ আর্থিক সাহায্যও করেননি ৷"

কলকাতা, 29 সেপ্টেম্বর: উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি ৷ ধস নেমেছে বিভিন্ন জায়গায় ৷ সেখানে বন্যা পরিস্থিতি পরিদর্শনে কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবারও তিনি উত্তরবঙ্গে যাওয়ার আগে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন ৷ মমতা বলেন, "কেন্দ্রের তরফে রাজ্যের বন্যা পরিস্থিতির খবর নেওয়া হয়নি ৷ একমাত্র বাংলা বন্যার টাকা থেকে বঞ্চিত ৷"

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "দক্ষিণবঙ্গের সাত জেলা, যেখানে বন্যা হয়েছে, আমি ঘুরে দেখেছি । উত্তরবঙ্গেও বন্যা হয়েছে । পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছি ৷ ডিভিসি জল ছাড়ায় দক্ষিণবঙ্গ যেমন ভেসেছে, তেমন উত্তরবঙ্গে কোশী নদীর জল ছেড়ে দিয়েছে নেপাল ৷ 5 লক্ষ কিউসেক টন জল ছাড়া হয়েছে ৷ সেই জল বিহার হয়ে বাংলায় আসছে । এর ফলে সংকোশ নদীর জলে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার আক্রান্ত ৷ অন্যদিকে নেপাল জল ছাড়ার ফলে মালদা, মুর্শিদাবাদ ও দক্ষিণ দিনাজপুরে এর প্রভাব পড়বে ৷ বিহারও ভাসবে ৷ বাংলাও ভাসবে ৷ রাত থেকে পুলিশ মাইকিং করা শুরু করেছে ৷ সকলকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷"

উত্তরবঙ্গে যাওয়ার আগে কেন্দ্রকে তোপ মমতার (নিজস্ব ভিডিয়ো)

মুখ্যমন্ত্রী এ দিন বন্যার ত্রাণের টাকার পাশাপাশি ফরক্কা ব্যারেজের রক্ষণাবেক্ষণ নিয়েও মোদি সরকারকে তীব্র আক্রমণ শানান ৷ তিনি বলেন, "20 বছর ধরে ফরাক্কায় ড্রেজিং হয় না । ফলে তারাও জল ধরে রাখতে পারে না । সূতি, মালদায় বন্যা হত না ৷ ফরাক্কা ব্যারেজ কেন্দ্র দেখে । আগে 120 কিমি দেখভাল করত ৷ এখন মাত্র 20 কিমি দেখে ৷ নির্বাচনের সময় কেন্দ্রের সকলে বড় বড় কথা বলে । আসে আর চলে যায় ।"

বন্যা পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গ থেকে আজ বিকেলে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "মুখ্যসচিব মনোজ পন্থকে উত্তরবঙ্গে পাঠিয়েছি ৷ আজ বিকেল 5টায় প্রশাসনিক বৈঠক ডেকেছি । কালিম্পং ও দার্জিলিংয়ে ব্যাপক ধস নেমেছে ৷ সেনা আজকের এই বৈঠকে থাকতে পারে । না-থাকলে আমি কথা বলব সেনার সঙ্গে ৷ আমি রাস্তা নতুন করে বানিয়েছি । কেন্দ্র থেকে কেউ ফোন করেননি ৷ আর্থিক সাহায্যও করেননি ৷"

Last Updated : 54 minutes ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.