ETV Bharat / state

'একটা শৌচালয় করতে পারে না...', পূর্ত দফতরের কাজের কড়া সমালোচনা প্রধান বিচারপতির - Calcutta High Court - CALCUTTA HIGH COURT

Calcutta High Court: রাজ্য সরকারের পূর্ত দফতরের কাজের কড়া সমালোচনা করল প্রধান বিচারপতির বেঞ্চ ৷ পূর্ত দফতরের কাজে চরম অসন্তোষও প্রকাশ করলেন প্রধান বিচারপতি ৷

Calcutta High Court
পূর্ত দফতরের সমালোচনা প্রধান বিচারপতির (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2024, 6:40 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: রাজ্য সরকারের পূর্ত দফতরের কাজে অসন্তুষ্ট আদালত। এর আগে রাজ্যের চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে একাধিকবার অসন্তোষ ব্যক্ত করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম। এবার রাজ্য পূর্ত দফতরের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, "হাইকোর্টের একটা শৌচাগার রক্ষণাবেক্ষণ করতে পারে না, আর আমাদের বিশ্বাস করতে হবে যে তারা মর্ডানাইজ সোসাইটি করবে ! যেদিন প্রথম এই হাইকোর্টে এসেছিলাম তখন থেকে এই কাজ পড়ে আছে। আমি বিশ্বাস করি না পূর্ত দফতর (PWD) আদৌ এই কাজ করতে পারবে ৷"

এখানেই শেষ নয়, প্রধান বিচারপতির আরও মন্তব্য, "শুধু কলকাতা হাইকোর্টেই নয়, শিলিগুড়িও আদালতেও একই অবস্থা। কোনও কিছু নির্দেশ দিলেই অজুহাত দেওয়া হয় মেগা প্রজেক্ট তাই প্রশাসনের অনুমতি লাগবে !" মামলাকারীর আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান, হাওড়ার জগাছায় একটি এলাকায় 15 বছর ধরে জল জমে। গত 23 ডিসেম্বর ওই এলাকা ঘুড়ে দেখে রিপোর্ট জমা দেওয়া হয় কোনও জল জমা নেই ! জনস্বার্থ মামলায় সেই রিপোর্ট দেখেই বিরক্তি প্রকাশ করে আদালত।

এরপরই প্রধান বিচারপতির কড়া পর্যবেক্ষণ, " যে দফতর একটা শৌচালয় করতে পারে না সে জমি অধিগ্রহণ, দমকলের অনুমতি ইত্যাদি নিয়ে কাজ করবে এটা বিশ্বাস হচ্ছে না। দায়িত্বহীন মন্তব্য করছে। একটা ছোট কাজ করলেও আদালতের আত্মবিশ্বাস বাড়ে ৷" একই সঙ্গে, এই বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশ, জেলাশাসককে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। জেলাশাসককে জানাতে হবে কোনও দফতর এই কাজ করতে সক্ষম। সেই অনুযায়ী জেলাশাসক ব্যাবস্থা নেবেন।

কলকাতা, 12 সেপ্টেম্বর: রাজ্য সরকারের পূর্ত দফতরের কাজে অসন্তুষ্ট আদালত। এর আগে রাজ্যের চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে একাধিকবার অসন্তোষ ব্যক্ত করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম। এবার রাজ্য পূর্ত দফতরের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, "হাইকোর্টের একটা শৌচাগার রক্ষণাবেক্ষণ করতে পারে না, আর আমাদের বিশ্বাস করতে হবে যে তারা মর্ডানাইজ সোসাইটি করবে ! যেদিন প্রথম এই হাইকোর্টে এসেছিলাম তখন থেকে এই কাজ পড়ে আছে। আমি বিশ্বাস করি না পূর্ত দফতর (PWD) আদৌ এই কাজ করতে পারবে ৷"

এখানেই শেষ নয়, প্রধান বিচারপতির আরও মন্তব্য, "শুধু কলকাতা হাইকোর্টেই নয়, শিলিগুড়িও আদালতেও একই অবস্থা। কোনও কিছু নির্দেশ দিলেই অজুহাত দেওয়া হয় মেগা প্রজেক্ট তাই প্রশাসনের অনুমতি লাগবে !" মামলাকারীর আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান, হাওড়ার জগাছায় একটি এলাকায় 15 বছর ধরে জল জমে। গত 23 ডিসেম্বর ওই এলাকা ঘুড়ে দেখে রিপোর্ট জমা দেওয়া হয় কোনও জল জমা নেই ! জনস্বার্থ মামলায় সেই রিপোর্ট দেখেই বিরক্তি প্রকাশ করে আদালত।

এরপরই প্রধান বিচারপতির কড়া পর্যবেক্ষণ, " যে দফতর একটা শৌচালয় করতে পারে না সে জমি অধিগ্রহণ, দমকলের অনুমতি ইত্যাদি নিয়ে কাজ করবে এটা বিশ্বাস হচ্ছে না। দায়িত্বহীন মন্তব্য করছে। একটা ছোট কাজ করলেও আদালতের আত্মবিশ্বাস বাড়ে ৷" একই সঙ্গে, এই বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশ, জেলাশাসককে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। জেলাশাসককে জানাতে হবে কোনও দফতর এই কাজ করতে সক্ষম। সেই অনুযায়ী জেলাশাসক ব্যাবস্থা নেবেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.