কলকাতা, 18 জুন: স্নাতক স্তরে ভর্তি এখন আরও সহজ হতে চলেছে ৷ এবার আর লাইন দিয়ে ফর্ম তুলতে হবে না ৷ বরং অনলাইনেই ভর্তি হওয়ার সুযোগ পাবেন পড়ুয়ারা ৷ উদ্বোধন হতে চলেছে কেন্দ্রীয়ভাবে স্নাতক স্তরে ভর্তির পোর্টাল। মঙ্গলবার অর্থাৎ 19 জুন বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই পোর্টাল উদ্বোধন করবেন। ওই দিন দুপুর 1টা নাগাদ বিকাশ ভবনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এই পোর্টালের। শিক্ষামন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষা সচিব এবং বিকাশ ভবনের বিভিন্ন আধিকারিকরা। পোর্টাল উদ্বোধন হওয়ার পরেই কলেজগুলিতে শুরু হবে ভর্তি প্রক্রিয়া।
সম্প্রতি একটি শিক্ষামেলায় যোগ দিয়ে শিক্ষামন্ত্রী জানান, মঙ্গল অথবা বুধবার কলেজে ভর্তির অনলাইন পোর্টাল উদ্বোধন হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শেষ মুহূর্তের বৈঠক নাকি হয়েছে ৷ সেখান থেকে সবুজ সংকেত পেলেই পোর্টালের উদ্বোধন হবে। এরপরেই জানা যায়, বুধবার শিক্ষা দফতরের পোর্টাল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী।
এই পোর্টাল আসার ফলে একাধিক সুযোগ-সুবিধা পাবেন ছাত্র-ছাত্রীরা। ভর্তির জন্য আর কলেজে কলেজে ফর্ম তুলতে হবে না। এই পোর্টালের মাধ্যমেই 25টি কলেজের ফর্ম পূরণ করতে পারবেন পড়ুয়ারা। তার সঙ্গে এই পোর্টালের মাধ্যমেই টাকা জমা দিতে পারবেন পড়ুয়ারা। জানা গিয়েছে, একটি হেল্প লাইন নম্বর দেওয়া থাকবে। যদি কোনও পড়ুয়ার সমস্যা হয় তাহলে সে ওই নম্বরে যোগাযোগ করে নিজের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। এছাড়াও এই পোর্টাল সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য কলেজে দেয়া থাকবে স্টান্ডি এবং ব্যানার।
কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। স্নাতক স্তরে ভর্তির জন্য এই পোর্টাল উদ্বোধন না হওয়ার জন্য কোথাওই ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। শিক্ষা দফতরর সূত্রে প্রথমে জানানো হয়েছিল নির্বাচনের পর এই পোর্টালের উদ্বোধন হবে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ৷