কলকাতা, 1 নভেম্বর: এবার একাধিক হাসপাতালে চালু হল সেন্ট্রাল রেফারেল সিস্টেম । এর মধ্যে কলকাতায় চারটি সরকারি হাসপাতালে চালু হল এই পরিষেবা । আরজি কর, কলকাতা মেডিক্যাল কলেজ, এনআরএস ও ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু হয়েছে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা । এরইসঙ্গে উত্তর 24 পরগনার কামারহাটিতে সাগর দত্ত মেডিক্যাল কলেজেও শুরু হয়েছে এই ব্যবস্থা । অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে দীপাবলি থেকেই 5টি সরকারি হাসপাতালে শুরু হল সেন্ট্রাল রেফারেল সিস্টেম ।
এই সেন্ট্রাল রেফারেল সিস্টেম প্রসঙ্গে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ অঞ্জন অধিকারী ইটিভি ভারতকে বলেন, "কম্পিউটারের সাহায্যে আমরা এটা করছি । এই বিষয়টি আইটি-র লোকেরা পর্যবেক্ষণ করবেন । আমরা আজ থেকে চালু করছি । ইমারজেন্সি বিভাগে সিনিয়র চিকিৎসকেরা থাকবেন ৷ তাঁরা দেখবেন সমস্ত কিছু । আজকে থেকেই আমরা খানিকটা ট্রায়াল পদ্ধতিতে এগোচ্ছি । কারণ যত দিন যাবে, ততই বুঝতে পারব যে আর কী আপডেট করার দরকার রয়েছে । সেইভাবে স্বাস্থ্য দফতরকে জানাব । অবশ্যই আমরা এটার আরও আপডেট পদ্ধতি নিয়ে আসব । কারণ এর ফলে রোগীদের সমস্যার অনেকটাই সমাধান হবে ।"
এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের দাবি ছিল, বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে । যা কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শুরু করা হয়েছে । তবে স্বাস্থ্য দফতর সূত্রে খবর, যদি সেন্ট্রাল রেফারেল সিস্টেমে সামগ্রিকভাবে সাফল্য আসে, তাহলে পরবর্তী ধাপে বেড ভ্যাকেন্সি মনিটর রিয়েল টাইম আপডেটের সঙ্গে পরীক্ষামূলকভাবে চালু করা হবে ।
বিভিন্ন হাসপাতালে সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু নিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এখনই কোনও মন্তব্য করতে চায়নি । তাদের তরফে জানানো হয়েছে, তারা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে । যদি কোথাও মনে হয় সমস্যা রয়েছে তাহলে তৎক্ষণাৎ তারা জানাবে ৷
উল্লেখ্য, গত 15 অক্টোবর রাজ্যে শুরু হয়েছিল সেন্ট্রাল রেফারেল সিস্টেমের পাইলট প্রজেক্ট ৷ সেদিন সোনারপুর গ্রামীণ হাসপাতাল থেকে এক রোগীকে এই কেন্দ্রীয় রেফারেল ব্য়বস্থার মাধ্যমে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয় ৷
সেন্ট্রাল রেফারেল সিস্টেম কী ? গ্রামীণ হাসপাতাল থেকে কোনও রোগীকে শহরের মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার জন্য এই ব্যবস্থায় একটি পোর্টাল ব্যবহার করা হবে । সেটি হল হেল্থ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ এইচএমআইএস পোর্টাল । তার মাধ্যমেই রোগীদের রেফার করার ব্যবস্থা করা হবে ।
এই সেন্ট্রাল রেফারাল সিস্টেমের মেসেজ চলে যাবে প্রতিটি হাসপাতালের এইচএমআইএস পোর্টালে । যে হাসপাতালে বেড খালি থাকবে, সেই হাসপাতাল কর্তৃপক্ষ রেফার হওয়া রোগীকে ভর্তি নিতে আবেদন গ্রহণ করবে ৷ ফলে একাধিক রোগীর পরিবার এই ব্যবস্থার মাধ্যমে লাভবান হবে । পাশাপাশি হাসপাতালে রোগী ভর্তির ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে দালাল চক্র । পাশাপাশি বন্ধ হবে বাইরে থেকে সুপারিশের মাধ্যমে রোগী ভর্তি ।