কলকাতা, 24 জুন: বেআইনি আধার কার্ড বাতিলের দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিল কেন্দ্রীয় সরকার ৷ সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে হলফনামা জমা দেয় কেন্দ্র ।
হলফনামায় কেন্দ্র জানিয়েছে কাদের আধার কার্ড বাতিল হচ্ছে :
যে সব বিদেশি নাগরিক এ দেশে থাকার জন্যে পর্যাপ্ত তথ্য দিচ্ছেন না, তাদের আধার বাতিল হচ্ছে । দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে । পর্যাপ্ত নথি ছাড়া বেআইনিভাবে থেকে যাওয়া বিদেশী নাগরিকদের জন্য এই ব্যবস্থা নিচ্ছে সরকার । আধার ডেটাবেস থেকেই সনাক্ত করার কাজ করা হচ্ছে । যারা বেআইনিভাবে দেশে আছেন তাদের নিজেদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়াও করা হচ্ছে। জাল নথি দিয়ে যারা আধার কার্ড বানিয়ে ভারতে রয়ে গিয়েছেন, তাদের অনুসন্ধান চালাচ্ছে ভারত সরকারের গোয়েন্দা বিভাগ ।
জেরক্সের দোকানের আড়ালে অবৈধ টেলিফোন এক্সচেঞ্জ-আধার কার্ড তৈরির ব্যবসা
দেশের প্রতিটি রাজ্যকে প্রত্যেক বিদেশী নাগরিকের আধার সম্পর্কিত তথ্য, বায়োমেট্রিক, জাল নথি দিয়ে আধার বানিয়েছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ আগেই দিয়েছিল কেন্দ্র ৷ একইভাবে তারা বেআইনি পথে আধার কার্ড পেয়েছে কি না, তাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে এবার ৷ এই কাজে তাদের সহযোগিতা করবে গোয়েন্দা সংস্থা ।
উল্লেখ্য, আধার কার্ড বাতিল করা নিয়ে কয়েকমাস আগে বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল । যদিও কেন্দ্রের তরফে এক বিবৃতি জারি করে বলা হয় কারও আধার কার্ড বাতিল করা হয়নি । আধার ডেটাবেস যাতে নির্ভুল থাকে তার জন্য UIDAI নথি এবং আধার তথ্য আপডেট করার কাজ হয়েছে । কোনও আধার নম্বর বাতিল হয়নি । অন্যদিকে, রাজ্যের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আধার কার্ড বাতিল হলে বিকল্প দেবে বাংলার সরকার ।
ভুয়ো আধার নিয়ে ঢুকতে গিয়ে গ্রেফতার 3, ফের প্রশ্নের মুখে সংসদের নিরাপত্তা