ETV Bharat / state

সন্দেশখালিকাণ্ডে হাইকোর্টে তদন্ত রিপোর্ট জমা দিল সিবিআই, রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট প্রধান বিচারপতি - Sandeshkhali Case - SANDESHKHALI CASE

HC on Sandeshkhali: সন্দেশখালির ঘটনায় সিবিআইয়ের তদন্ত রিপোর্ট জমা পড়ল হাইকোর্টে ৷ প্রধান বিচারপতি এদিন রাজ্যকে সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন ৷

CBI on Sandeshkhali Case
সন্দেশখালি কাণ্ডে রিপোর্ট জমা দিল সিবিআই
author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 1:01 PM IST

Updated : May 2, 2024, 1:44 PM IST

সন্দেশখালি কাণ্ডে মামলাকারীর আইনজীবী আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল

কলকাতা, 2 মে: রিপোর্ট জমা দিল সিবিআই ৷ সন্দেশখালির মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সিবিআই তদন্তের রিপোর্ট জমা দিলেন কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী ৷ বৃহস্পতিবার বন্ধখামে এই রিপোর্ট প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের হাতে তুলে দেন তিনি ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন রাজ্য জমি দখল করে নেওয়ার ঘটনায় হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে ৷ তবে রাজ্য সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করছে না বলেও জানান কেন্দ্রের আইনজীবী ৷

সন্দেশখালির ঘটনায় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জেলাশাসকদের নির্দেশ দিয়েছিল সন্দেশখালির রাস্তায় এলইডি লাইট ও সিসিটিভি লাগানোর ব্যাবস্থা করতে হবে ৷ এদিকে সেই ব্যাপারে রাজ্য এখনও কোনও পদক্ষেপ করেনি ৷ তাই এদিন মামলার শুনানিতে প্রধান বিচারপতি হুঁশিয়ারি দিলেন, আগামী শুনানির আগে যদি রাজ্য প্রশাসন এই বিষয়ে ব্যবস্থা না নেয়, তাহলে আদালত অবমাননার রুল ইস্যু করা হবে ৷ 13 জুন এই মামলার পরবর্তী শুনানি ৷

এদিন প্রধান বিচারপতি জানিয়েছেন, সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে, তা অত্যন্ত গোপনীয় রিপোর্ট ৷ তবে রাজ্যকে জমি দখলের তদন্তে সিবিআইয়ের সঙ্গে সব রকমভাবে সহযোগিতা করতে হবে ৷ সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে এখনই রিপোর্ট নিয়ে জনসমক্ষে যেন উল্লেখ করা না-হয় ৷ কারণ তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে ৷ রাজ্য অসহযোগিতা করলে তদন্ত আরও দীর্ঘায়িত হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম রাজ্য সরকারকে নির্দেশে জানিয়েছেন, সিবিআইকে সহযোগিতা করতে রাজ্য সরকারকে আধিকারিকদের নিযুক্ত করতে হবে । এদিকে মামলাকারী পক্ষের আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এদিন আরও একটি হলফনামা জমা দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চে ৷ জাতীয় মানবাধিকার কমিশন এই মামলায় পক্ষভুক্ত হওয়ার আবেদন জানিয়েছিল, তা গ্রহণ করলেন প্রধান বিচারপতি ৷ প্রিয়াঙ্কা টিব্রেওয়াল অভিযোগ করেন, জমি দখলের অভিযোগ পুলিশ গ্রহণ করলেও নারী নির্যাতনের ঘটনায় অভিযোগ নিচ্ছে না ৷ মহিলারা এখনও নিজেদের কথা বলতে ভয় পাচ্ছে ৷

প্রধান বিচারপতির নির্দেশ, সিবিআইকে নিজেদের কৌশল প্রয়োগ করে সন্দেশখালির ঘটনায় সাক্ষীদের থেকে সঠিক তথ্য বের করে আনতে হবে ৷ তার জন্য তাদের আত্মবিশ্বাস বাড়ানোর দায়িত্ব নিতে হবে সিবিআইকে ৷ প্রয়োজনে মহিলা অফিসারদের নিযুক্ত করতে নির্দেশ দিয়েছে আদালত । পরবর্তী শুনানি 13 জুন সিবিআইকে ফের তাদের পরবর্তী রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে ।

উল্লেখ্য সন্দেশখালিতে সাধারণ মানুষের জমি জোর করে দখল করে নিয়ে ভেড়ি বানানোর অভিযোগ উঠেছিল ৷ একইসঙ্গে নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগও উঠেছিল ৷ সেই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ এই মামলাতেই আজ প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে সিবিআই ৷

আরও পড়ুন:

  1. কয়েকজনের ব্যক্তিগত স্বার্থরক্ষায় কেন পিটিশন রাজ্যের ? সন্দেশখালি মামলায় বিস্মিত সুপ্রিম কোর্ট
  2. সন্দেশখালি: সিবিআই তদন্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, শুনানি পিছিয়ে জুলাইয়ে
  3. সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য

সন্দেশখালি কাণ্ডে মামলাকারীর আইনজীবী আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল

কলকাতা, 2 মে: রিপোর্ট জমা দিল সিবিআই ৷ সন্দেশখালির মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সিবিআই তদন্তের রিপোর্ট জমা দিলেন কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী ৷ বৃহস্পতিবার বন্ধখামে এই রিপোর্ট প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের হাতে তুলে দেন তিনি ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন রাজ্য জমি দখল করে নেওয়ার ঘটনায় হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে ৷ তবে রাজ্য সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করছে না বলেও জানান কেন্দ্রের আইনজীবী ৷

সন্দেশখালির ঘটনায় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জেলাশাসকদের নির্দেশ দিয়েছিল সন্দেশখালির রাস্তায় এলইডি লাইট ও সিসিটিভি লাগানোর ব্যাবস্থা করতে হবে ৷ এদিকে সেই ব্যাপারে রাজ্য এখনও কোনও পদক্ষেপ করেনি ৷ তাই এদিন মামলার শুনানিতে প্রধান বিচারপতি হুঁশিয়ারি দিলেন, আগামী শুনানির আগে যদি রাজ্য প্রশাসন এই বিষয়ে ব্যবস্থা না নেয়, তাহলে আদালত অবমাননার রুল ইস্যু করা হবে ৷ 13 জুন এই মামলার পরবর্তী শুনানি ৷

এদিন প্রধান বিচারপতি জানিয়েছেন, সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে, তা অত্যন্ত গোপনীয় রিপোর্ট ৷ তবে রাজ্যকে জমি দখলের তদন্তে সিবিআইয়ের সঙ্গে সব রকমভাবে সহযোগিতা করতে হবে ৷ সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে এখনই রিপোর্ট নিয়ে জনসমক্ষে যেন উল্লেখ করা না-হয় ৷ কারণ তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে ৷ রাজ্য অসহযোগিতা করলে তদন্ত আরও দীর্ঘায়িত হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম রাজ্য সরকারকে নির্দেশে জানিয়েছেন, সিবিআইকে সহযোগিতা করতে রাজ্য সরকারকে আধিকারিকদের নিযুক্ত করতে হবে । এদিকে মামলাকারী পক্ষের আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এদিন আরও একটি হলফনামা জমা দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চে ৷ জাতীয় মানবাধিকার কমিশন এই মামলায় পক্ষভুক্ত হওয়ার আবেদন জানিয়েছিল, তা গ্রহণ করলেন প্রধান বিচারপতি ৷ প্রিয়াঙ্কা টিব্রেওয়াল অভিযোগ করেন, জমি দখলের অভিযোগ পুলিশ গ্রহণ করলেও নারী নির্যাতনের ঘটনায় অভিযোগ নিচ্ছে না ৷ মহিলারা এখনও নিজেদের কথা বলতে ভয় পাচ্ছে ৷

প্রধান বিচারপতির নির্দেশ, সিবিআইকে নিজেদের কৌশল প্রয়োগ করে সন্দেশখালির ঘটনায় সাক্ষীদের থেকে সঠিক তথ্য বের করে আনতে হবে ৷ তার জন্য তাদের আত্মবিশ্বাস বাড়ানোর দায়িত্ব নিতে হবে সিবিআইকে ৷ প্রয়োজনে মহিলা অফিসারদের নিযুক্ত করতে নির্দেশ দিয়েছে আদালত । পরবর্তী শুনানি 13 জুন সিবিআইকে ফের তাদের পরবর্তী রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে ।

উল্লেখ্য সন্দেশখালিতে সাধারণ মানুষের জমি জোর করে দখল করে নিয়ে ভেড়ি বানানোর অভিযোগ উঠেছিল ৷ একইসঙ্গে নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগও উঠেছিল ৷ সেই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ এই মামলাতেই আজ প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে সিবিআই ৷

আরও পড়ুন:

  1. কয়েকজনের ব্যক্তিগত স্বার্থরক্ষায় কেন পিটিশন রাজ্যের ? সন্দেশখালি মামলায় বিস্মিত সুপ্রিম কোর্ট
  2. সন্দেশখালি: সিবিআই তদন্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, শুনানি পিছিয়ে জুলাইয়ে
  3. সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য
Last Updated : May 2, 2024, 1:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.