ETV Bharat / state

আরজি করের সুপারের ঘর থেকে বাজেয়াপ্ত নথি, নজরে চিকিৎসকদের ডিউটি রস্টার - RG Kar financial scam probe - RG KAR FINANCIAL SCAM PROBE

RG Kar financial scam probe: আরজি করের সুপারের ঘর থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করল সিবিআই ৷ পাশাপাশি এমএসভিপি-র থেকে গত তিন মাসে চিকিৎসকদের ডিউটি রস্টার সংগ্রহ করার পাশাপাশি লালবাজারের সিটের সদস্যদেরও ডেকে পাঠিয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা ৷

ETV BHARAT
আরজি করের সুপারের ঘর থেকে বাজেয়াপ্ত নথি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2024, 5:20 PM IST

কলকাতা, 25 অগস্ট: আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে নেমে হাসপাতালের সুপারের দফতর থেকে একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করল সিবিআই । পাশাপাশি গত তিন মাসে, কোন চিকিৎসক কোথায় ও কখন ডিউটি করেছেন, তার রস্টারও ইতিমধ্যেই সংগ্রহ করেছেন সিবিআইয়ের গোয়েন্দারা । এছাড়াও আরজি কর হাসপাতালের একাধিক অন্যান্য আধিকারিকের সঙ্গেও আজ কথা বলেন সিবিআইয়ের আর্থিক দুর্নীতি দমন শাখার আধিকারিকরা ।

আজ সকালে একসঙ্গে শহর ও শহরতলির মোট 15টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালান সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা । এর মধ্যে উল্লেখযোগ্য হল বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ি । তবে আজ বেলেঘাটায় তাঁর বাড়িতে ঢোকার আগে সিবিআই আধিকারিকদের প্রায় এক ঘণ্টা বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে সন্দীপের বিরুদ্ধে । সিবিআই অধিকারিকরা একাধিকবার সন্দীপ ঘোষের বাড়ির কলিংবেল বাজালেও বাড়ির ভেতর থেকে দীর্ঘক্ষণ কেউ সাড়া দেননি বলে জানা গিয়েছে ৷ প্রায় এক ঘণ্টা পর নীচে নেমে এসে দরজা খোলেন সন্দীপ ঘোষ ৷ এরপর তিনি সিবিআই গোয়েন্দাদের সঙ্গে কথা বলার পর দরজা খুলে দিলে ভেতরে ঢোকেন সিবিআইয়ের গোয়েন্দারা ৷

মূলত আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং অন্যান্য চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তাঁরা হাসপাতালে আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন । এই ঘটনায় কলকাতা পুলিশের তরফ থেকে যে দল গঠন করা হয়েছিল, সেই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্যদের ডেকে পাঠিয়েছে সিবিআই । ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন কলকাতা পুলিশের বেশ কয়েকজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং সাব-ইনস্পেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিকরা ।

এদিকে, আজ সন্দীপ ঘোষ ছাড়াও আরজি কর হাসপাতালের আরেক চিকিৎসক দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে যায় সিবিআইয়ের অপর একটি প্রতিনিধি দল । এন্টালিতে সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও হানা দেয় সিবিআই । একযোগে শহরের বিভিন্ন জায়গায় হানা দিয়ে আরজি করে দুর্নীতি-কাণ্ডের জোরদার তদন্ত শুরু করেছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা ৷

কলকাতা, 25 অগস্ট: আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে নেমে হাসপাতালের সুপারের দফতর থেকে একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করল সিবিআই । পাশাপাশি গত তিন মাসে, কোন চিকিৎসক কোথায় ও কখন ডিউটি করেছেন, তার রস্টারও ইতিমধ্যেই সংগ্রহ করেছেন সিবিআইয়ের গোয়েন্দারা । এছাড়াও আরজি কর হাসপাতালের একাধিক অন্যান্য আধিকারিকের সঙ্গেও আজ কথা বলেন সিবিআইয়ের আর্থিক দুর্নীতি দমন শাখার আধিকারিকরা ।

আজ সকালে একসঙ্গে শহর ও শহরতলির মোট 15টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালান সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা । এর মধ্যে উল্লেখযোগ্য হল বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ি । তবে আজ বেলেঘাটায় তাঁর বাড়িতে ঢোকার আগে সিবিআই আধিকারিকদের প্রায় এক ঘণ্টা বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে সন্দীপের বিরুদ্ধে । সিবিআই অধিকারিকরা একাধিকবার সন্দীপ ঘোষের বাড়ির কলিংবেল বাজালেও বাড়ির ভেতর থেকে দীর্ঘক্ষণ কেউ সাড়া দেননি বলে জানা গিয়েছে ৷ প্রায় এক ঘণ্টা পর নীচে নেমে এসে দরজা খোলেন সন্দীপ ঘোষ ৷ এরপর তিনি সিবিআই গোয়েন্দাদের সঙ্গে কথা বলার পর দরজা খুলে দিলে ভেতরে ঢোকেন সিবিআইয়ের গোয়েন্দারা ৷

মূলত আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং অন্যান্য চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তাঁরা হাসপাতালে আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন । এই ঘটনায় কলকাতা পুলিশের তরফ থেকে যে দল গঠন করা হয়েছিল, সেই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্যদের ডেকে পাঠিয়েছে সিবিআই । ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন কলকাতা পুলিশের বেশ কয়েকজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং সাব-ইনস্পেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিকরা ।

এদিকে, আজ সন্দীপ ঘোষ ছাড়াও আরজি কর হাসপাতালের আরেক চিকিৎসক দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে যায় সিবিআইয়ের অপর একটি প্রতিনিধি দল । এন্টালিতে সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও হানা দেয় সিবিআই । একযোগে শহরের বিভিন্ন জায়গায় হানা দিয়ে আরজি করে দুর্নীতি-কাণ্ডের জোরদার তদন্ত শুরু করেছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.