ETV Bharat / state

সন্দেশখালিতে ক্যাম্প অফিস খুলল সিবিআই, সরাসরি অভিযোগ জানাতে পারবেন বাসিন্দারা - Sandeshkhali Incident - SANDESHKHALI INCIDENT

CBI Camp Office: সন্দেশখালি ঘটনার তদন্তে এবার অকুস্থলে অস্থায়ী ক্যাম্প অফিস খুলল সিবিআই ৷ ধামাখালিতে করা হয়েছে এই ক্যাম্প অফিস ৷

CBI Camp Office
সন্দেশখালিতে সিবিআই অফিস (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2024, 11:24 AM IST

Updated : May 17, 2024, 12:00 PM IST

সন্দেশখালি, 17 মে: সন্দেশখালিতে এবার পৃথক ক্যাম্প অফিস খুলে তদন্ত চালাতে চাইছে সিবিআই ৷ আর সেখান থেকেই এবার সন্দেশখালি ঘটনার তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেই মতো প্রস্তুতিও শুরু করে দিয়েছে সিবিআই ৷ হাইকোর্টের নির্দেশের পর এবার সিবিআইয়ের কাছে সেই ক্যাম্প অফিসে গিয়ে সরাসরি জানানো যাবে অভিযোগ ৷ এর আগে আদালতের নির্দেশে পোর্টাল খুলেছিল সিবিআই ৷ সেখানেও একাধিক অভিযোগ জমা পড়েছে বলে খবর ৷ এবার সরাসরি সন্দেশখালিতে বসে তদন্ত করতে চলেছে সিবিআই ৷ জানা গিয়েছে সন্দেশখালির ধামাখালিতে এই ক্যাম্প খুলেছে সিবিআই ৷ মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও ৷

গত 5 জানুয়ারি এনপোর্টমেন্ট ডিরেক্টরেট-এর গোয়েন্দারা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে এসে প্রহৃত হয়েছিলেন। সেই ঘটনার পর থেকে রাজ্য-রাজনীতি তোলপাড় হয় ৷ শেখ শাহজাহান এবং তার ভাই আলমগিরকে গ্রেফতার করে সিবিআই । এরপরেই অভিযোগ ওঠে যে শাহজাহানের ওপর এক ভাই বর্তমানে পলাতক মিরাজ এবং তার দলবল এখনও ভয় দেখাচ্ছে । পাশাপাশি এর আগে শেখ শাহজাহানের দলবল তার অনুগামীরা নিরীহ মানুষকে কীভাবে অত্যাচার করেছিল তা জানার জন্য এবার সন্দেশখালিতে একটি অস্থায়ী ক্যাম শুরু করল সিবিআই।

সূত্রের খবর, একজন পুলিশ সুপার পদমর্যাদার অধিকারী গতকাল সন্দেশখালি থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। আজ সকাল থেকেই সেই ক্যাম্প তৈরি হওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। এর আগে একটি ইমেল আইডি ক্রিয়েট করে এলাকায় যা অভিযোগ তারা যেন অভিযোগ করে । তবে তেমন একটা অভিযোগে সারা না-পেয়ে এবার সেখানে অস্থায়ী ক্যাম্প গড়ার সিদ্ধান্ত নিল সিবিআই ৷

জানা গিয়েছে, এক মাস ধরে ই-মেল আইডিতে অভিযোগ গ্রহণের পর সিবিআই ক্যাম্প বসানোর সিদ্ধান্ত নিল সন্দেশখালিতে। জমি, ভেড়ি দখল কিংবা চাষের জমিতে নোনাজল ঢুকিয়ে দেওয়ার মতো যাবতীয় অভিযোগ এই ক্যাম্পেই নেবে সিবিাই ৷ এমনকী, নারী নির্যাতনের অভিযোগও গ্রহণ করবে। সিবিআই সূত্রের দাবি, গত একমাস ধরে ই-মেল আইডিতে ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ জমা পড়েছে। সেই ই-মেল আইডি চালু রাখার পাশাপাশি সরাসরি ক্যাম্প করে অভিযোগ গ্রহণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সন্দেশখালির ধামাখালি ফেরিঘাট লাগোয়া এসবিআই ব্যাংক চত্ত্বরে অস্থায়ী ক্যাম্প তোলা হয়েছে। একইভাবে, এসবিআই ব্যাংকের উপরে গেস্ট হাউসও তৈরি করা হয়েছে। যেখানে সিবিআই অধিকারিকরা থাকবেন বলে জানা গিয়েছে। কারণ, কলকাতা থেকে সন্দেশখালিতে আসতে প্রায় দুই ঘণ্টা সময় লেগে যায়। সেই সময় আর নষ্ট হবে না বলেই জানাচ্ছে সিবিআই।

আরও পড়ুন

লক্ষ্য শান্তিপূর্ণ নির্বাচন, পঞ্চম দফায় রাজ্যে আসছে আরও 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

'মমতা তুমি কত টাকায় বিক্রি হও', অভিজিতের মন্তব্যে কমিশনের দ্বারস্থ তৃণমূল

সন্দেশখালি, 17 মে: সন্দেশখালিতে এবার পৃথক ক্যাম্প অফিস খুলে তদন্ত চালাতে চাইছে সিবিআই ৷ আর সেখান থেকেই এবার সন্দেশখালি ঘটনার তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেই মতো প্রস্তুতিও শুরু করে দিয়েছে সিবিআই ৷ হাইকোর্টের নির্দেশের পর এবার সিবিআইয়ের কাছে সেই ক্যাম্প অফিসে গিয়ে সরাসরি জানানো যাবে অভিযোগ ৷ এর আগে আদালতের নির্দেশে পোর্টাল খুলেছিল সিবিআই ৷ সেখানেও একাধিক অভিযোগ জমা পড়েছে বলে খবর ৷ এবার সরাসরি সন্দেশখালিতে বসে তদন্ত করতে চলেছে সিবিআই ৷ জানা গিয়েছে সন্দেশখালির ধামাখালিতে এই ক্যাম্প খুলেছে সিবিআই ৷ মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও ৷

গত 5 জানুয়ারি এনপোর্টমেন্ট ডিরেক্টরেট-এর গোয়েন্দারা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে এসে প্রহৃত হয়েছিলেন। সেই ঘটনার পর থেকে রাজ্য-রাজনীতি তোলপাড় হয় ৷ শেখ শাহজাহান এবং তার ভাই আলমগিরকে গ্রেফতার করে সিবিআই । এরপরেই অভিযোগ ওঠে যে শাহজাহানের ওপর এক ভাই বর্তমানে পলাতক মিরাজ এবং তার দলবল এখনও ভয় দেখাচ্ছে । পাশাপাশি এর আগে শেখ শাহজাহানের দলবল তার অনুগামীরা নিরীহ মানুষকে কীভাবে অত্যাচার করেছিল তা জানার জন্য এবার সন্দেশখালিতে একটি অস্থায়ী ক্যাম শুরু করল সিবিআই।

সূত্রের খবর, একজন পুলিশ সুপার পদমর্যাদার অধিকারী গতকাল সন্দেশখালি থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। আজ সকাল থেকেই সেই ক্যাম্প তৈরি হওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। এর আগে একটি ইমেল আইডি ক্রিয়েট করে এলাকায় যা অভিযোগ তারা যেন অভিযোগ করে । তবে তেমন একটা অভিযোগে সারা না-পেয়ে এবার সেখানে অস্থায়ী ক্যাম্প গড়ার সিদ্ধান্ত নিল সিবিআই ৷

জানা গিয়েছে, এক মাস ধরে ই-মেল আইডিতে অভিযোগ গ্রহণের পর সিবিআই ক্যাম্প বসানোর সিদ্ধান্ত নিল সন্দেশখালিতে। জমি, ভেড়ি দখল কিংবা চাষের জমিতে নোনাজল ঢুকিয়ে দেওয়ার মতো যাবতীয় অভিযোগ এই ক্যাম্পেই নেবে সিবিাই ৷ এমনকী, নারী নির্যাতনের অভিযোগও গ্রহণ করবে। সিবিআই সূত্রের দাবি, গত একমাস ধরে ই-মেল আইডিতে ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ জমা পড়েছে। সেই ই-মেল আইডি চালু রাখার পাশাপাশি সরাসরি ক্যাম্প করে অভিযোগ গ্রহণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সন্দেশখালির ধামাখালি ফেরিঘাট লাগোয়া এসবিআই ব্যাংক চত্ত্বরে অস্থায়ী ক্যাম্প তোলা হয়েছে। একইভাবে, এসবিআই ব্যাংকের উপরে গেস্ট হাউসও তৈরি করা হয়েছে। যেখানে সিবিআই অধিকারিকরা থাকবেন বলে জানা গিয়েছে। কারণ, কলকাতা থেকে সন্দেশখালিতে আসতে প্রায় দুই ঘণ্টা সময় লেগে যায়। সেই সময় আর নষ্ট হবে না বলেই জানাচ্ছে সিবিআই।

আরও পড়ুন

লক্ষ্য শান্তিপূর্ণ নির্বাচন, পঞ্চম দফায় রাজ্যে আসছে আরও 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

'মমতা তুমি কত টাকায় বিক্রি হও', অভিজিতের মন্তব্যে কমিশনের দ্বারস্থ তৃণমূল

Last Updated : May 17, 2024, 12:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.