ETV Bharat / state

'সিবিআই কী করছে ?' আরজি কর কাণ্ডের তদন্ত নিয়ে প্রশ্ন কল্য়াণের - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Kalyan Banerjee on RG Kar Investigation: আরজি কর কাণ্ডে কেন্দ্রীয় সংস্থা সিবিআই-এর তদন্ত নিয়ে এবার প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তদন্ত সম্পর্কে কেন কোনও মন্তব্য করছে না কেন্দ্রীয় সংস্থা, প্রশ্ন তুললেন শ্রীরামপুরের এই সাংসদ ৷

Kalyan Banerjee on RG Kar Investigation
আরজি কর কাণ্ডের তদন্তে প্রশ্ন কল্য়াণের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2024, 12:04 PM IST

Updated : Sep 1, 2024, 1:40 PM IST

বৈদ্যবাটি, 31 অগস্ট: আরজি কর কাণ্ডে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় সুবিচারের আশায় দিন গুণছে সমগ্র রাজ্যবাসী ৷ রাজনৈতিক নেতা, চলচ্চিত্র যগতের ব্যক্তিত্ব থেকে সাধারণ মানুষ সকলে এখনও আন্দোলনরত । এই আবহে সিবিআই-এর তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় ।

সিবিআই তদন্ত নিয়ে সরব তৃণমূল সাংসদ (ইটিভি ভারত)

শনিবার চন্ডীতলা ও বৈদ্যবাটিতে দোষীদের শাস্তির দাবি তোলেন শ্রীরামপুরের এই সাংসদ ৷ রাস্তায় নেমে স্লোগান তোলেন তিনি ৷ কেন্দ্রীয় সংস্থার তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন, "17 দিন হওয়ার পরও কেউ গ্রেফতার হল না কেন ? তিলোত্তমার নির্মম মৃত্যুর তদন্তের উন্নতি নেই কেন? সামাজিক মাধ্যম থেকে সংবাদ মাধ্যমে কোনও তথ্যই দিচ্ছে না সিবিআই ।" এদিন এক কথায় সিবিআইকে কাঠগোড়ায় তোলেন কল্যাণ ৷

আরজি করের পড়ুয়া চিকিৎসকের হত্যাকারীর ফাঁসির দাবিতে, এদিন শেওড়াফুলি ফাঁড়ির মোর থেকে বৈদ্যবাটি জোড়াশ্বত্থতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল ৷ মিছিলে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ, চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন ও অন্যান্য তৃণমূল নেতারা ৷ সেখানে সাংসদ তথা আইনিজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "12 ঘণ্টার মধ্যে পুলিশ একজনকে গ্রেফতার করেছিল ৷ 17 দিন পেরিয়ে গেল সিবিআই কী করছে ? সিবিআই তদন্তের কোনও অগ্রগতি নেই । কোনও কিছুই বলছে না ৷ আর কেউ যুক্ত আছে কিনা, তা-ও জানা যাচ্ছে না ৷ এদিক ওদিক করে নিউজ ফ্লাশ করছে ।"

তিনি আরও বলেন, "অন্যান্য মামলার তদন্তের সময় সিবিআই সাংবাদিক বৈঠক করে । এক্স হ্যান্ডলে পোস্ট করে । এই ক্ষেত্রে কেন কিছু দেখতে পাওয়া যাচ্ছে না ? সিবিআই তাহলে কী করছে ! তার মানে কোনও কাজ করছে না । আমরা দ্রুততার সঙ্গে এর বিচার চাই । সিবিআই যেভাবে কাজ করছে, তাতে ঘটনার তদন্তে দু'আড়াই বছর লেগে যাবে ।" এরপরই মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশের স্বপক্ষে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় 5-6 দিন সময় চেয়েছিলেন ।" তিনি আরও বলেন, "মহিলাদের সুষ্ঠ আন্দোলনকে হাইজ্যাক করে নিতে চাইছে সিপিএম এবং বিজেপি । গণ আন্দোলন মানে সাধারণ মানুষের আন্দোলন ৷ এই আন্দোলন তো রাজনৈতিক হতে পারে না ৷"

কল্যাণের দাবি, "প্রতিটি যৌন নিগ্রহ এবং ধর্ষণের ঘটনার পিছনে একটি বিকৃত মনস্ক পুরুষ থাকেন । যারা অত্যাচারিত তারা এগিয়ে এসে এই বিকৃত মানুষদের চিহ্নিত করুন । সমাজ থেকে এদের বিচ্ছিন্ন করতে হবে । পারিবারিক হিংসার শিকার কেবল মহিলারাই নন, পুরুষরাও রয়েছেন সেই তালিকায় ৷ সেই আন্দোলন হোক ভারতবর্ষে জনজাগরণ হোক ৷"

বৈদ্যবাটি, 31 অগস্ট: আরজি কর কাণ্ডে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় সুবিচারের আশায় দিন গুণছে সমগ্র রাজ্যবাসী ৷ রাজনৈতিক নেতা, চলচ্চিত্র যগতের ব্যক্তিত্ব থেকে সাধারণ মানুষ সকলে এখনও আন্দোলনরত । এই আবহে সিবিআই-এর তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় ।

সিবিআই তদন্ত নিয়ে সরব তৃণমূল সাংসদ (ইটিভি ভারত)

শনিবার চন্ডীতলা ও বৈদ্যবাটিতে দোষীদের শাস্তির দাবি তোলেন শ্রীরামপুরের এই সাংসদ ৷ রাস্তায় নেমে স্লোগান তোলেন তিনি ৷ কেন্দ্রীয় সংস্থার তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন, "17 দিন হওয়ার পরও কেউ গ্রেফতার হল না কেন ? তিলোত্তমার নির্মম মৃত্যুর তদন্তের উন্নতি নেই কেন? সামাজিক মাধ্যম থেকে সংবাদ মাধ্যমে কোনও তথ্যই দিচ্ছে না সিবিআই ।" এদিন এক কথায় সিবিআইকে কাঠগোড়ায় তোলেন কল্যাণ ৷

আরজি করের পড়ুয়া চিকিৎসকের হত্যাকারীর ফাঁসির দাবিতে, এদিন শেওড়াফুলি ফাঁড়ির মোর থেকে বৈদ্যবাটি জোড়াশ্বত্থতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল ৷ মিছিলে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ, চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন ও অন্যান্য তৃণমূল নেতারা ৷ সেখানে সাংসদ তথা আইনিজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "12 ঘণ্টার মধ্যে পুলিশ একজনকে গ্রেফতার করেছিল ৷ 17 দিন পেরিয়ে গেল সিবিআই কী করছে ? সিবিআই তদন্তের কোনও অগ্রগতি নেই । কোনও কিছুই বলছে না ৷ আর কেউ যুক্ত আছে কিনা, তা-ও জানা যাচ্ছে না ৷ এদিক ওদিক করে নিউজ ফ্লাশ করছে ।"

তিনি আরও বলেন, "অন্যান্য মামলার তদন্তের সময় সিবিআই সাংবাদিক বৈঠক করে । এক্স হ্যান্ডলে পোস্ট করে । এই ক্ষেত্রে কেন কিছু দেখতে পাওয়া যাচ্ছে না ? সিবিআই তাহলে কী করছে ! তার মানে কোনও কাজ করছে না । আমরা দ্রুততার সঙ্গে এর বিচার চাই । সিবিআই যেভাবে কাজ করছে, তাতে ঘটনার তদন্তে দু'আড়াই বছর লেগে যাবে ।" এরপরই মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশের স্বপক্ষে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় 5-6 দিন সময় চেয়েছিলেন ।" তিনি আরও বলেন, "মহিলাদের সুষ্ঠ আন্দোলনকে হাইজ্যাক করে নিতে চাইছে সিপিএম এবং বিজেপি । গণ আন্দোলন মানে সাধারণ মানুষের আন্দোলন ৷ এই আন্দোলন তো রাজনৈতিক হতে পারে না ৷"

কল্যাণের দাবি, "প্রতিটি যৌন নিগ্রহ এবং ধর্ষণের ঘটনার পিছনে একটি বিকৃত মনস্ক পুরুষ থাকেন । যারা অত্যাচারিত তারা এগিয়ে এসে এই বিকৃত মানুষদের চিহ্নিত করুন । সমাজ থেকে এদের বিচ্ছিন্ন করতে হবে । পারিবারিক হিংসার শিকার কেবল মহিলারাই নন, পুরুষরাও রয়েছেন সেই তালিকায় ৷ সেই আন্দোলন হোক ভারতবর্ষে জনজাগরণ হোক ৷"

Last Updated : Sep 1, 2024, 1:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.