কলকাতা, 7 মার্চ: খাবার নিয়ে হাজারো বায়না শেখ শাহাজাহানের ৷ আর তাতেই নাজেহাল অবস্থা সিবিআই আধিকারিকদের ৷ সন্দেশখালি কাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ডের বর্তমান অবস্থান নিজাম প্যালেসে। জেরার মুখোমুখি হওয়ার আগে অবশ্য সিবিআইয়ের কাছে গরম ভাতের সঙ্গে ঘি খেতে চাইল শাহজাহান ৷ যদিও শেষ পর্যন্ত তা দেওয়া হয়নি তাকে ৷
দীর্ঘ টালবাহানার পর অবশেষে বুধবার রাতে ভবানী ভবন থেকে শেখ শাহজাহানকে নিয়ে আসা হয় নিজাম প্য়ালেসে। সিবিআইকে হস্তান্তর করার আগে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ তরফ থেকে অবশ্য শেখ শাহজাহানকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় সিআইডি ৷ সেখানে একপ্রস্থ মেডিকেল চেক-আপের পর ফের সিবিআই ইএসআই হাসপাতালে শাহজাহানের শারীরিক পরীক্ষা করানোর জন্য নিয়ে যায় ৷ সিবিআই সূত্রে খবর, শেখ শাহজাহানের ইতিমধ্যেই দু'বার মেডিক্যাল চেক-আপ হয়েছে। জানা গিয়েছে, জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষায় শাহজাহানের ডায়াবেটিস ধরা পড়েছে ৷ সিবিআই সূত্রে জানা গিয়েছে, এসএসকেএম হাসপাতালের পরীক্ষাতেও অল্পবিস্তর ডায়াবেটিসের ইঙ্গিত মিলেছিল শাহাজাহানের ৷
সিবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে গরম ভাত আর ঘি খেতে চেয়েছিল শেখ শাহজাহান। সঙ্গে আলু সেদ্ধর বায়নাও করে শাহজাহান ৷ কিন্তু তার ডায়াবেটিসের কথা মাথায় রেখেই শেখ শাহজাহানকে সকালে তা দেওয়া হয়নি ৷ সিবিাইয়ের দাবি, তাকে খেতে দেওয়া হয়েছে রুটি, তরকারি। আর তাতেই বেজায় চটে যায় সন্দেশখালির বেতাজ। তবে পরে অবশ্য বাধ্য ছেলের মতো ভাত না পেয়ে রুটি এবং তরকারিতেই মনোনিবেশ করে শাহজাহান।
প্রসঙ্গত, গত 5 জানুয়ারি ন্যাজাট থানার অন্তর্গত শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালানোর সময় ইডি আধিকারিকদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছিল ৷ সেই ঘটনায় ব্লু প্রিন্ট কারা সাজিয়েছিল শেখ শাহজানকে জেরা করে সেই তথ্যই জানতে চাইছে সিবিআই আধিকারিকরা। পাশাপাশি সিবিআই শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেওয়ার আগের মুহূর্তই মোট তিনটি অভিযোগ দায়ের করেছে। দুটি এফআইআর শেখ শাহজাহানের নামে এবং একটি এফআইআর হয়েছে শংকর আঢ্যের নামে ৷
আরও পড়ুন
দীর্ঘ টালবাহানার পর সিবিআই হেফাজতে শাহজাহান
শাহজাহানকে আজই সওয়া চারটের মধ্যে সিবিআইকে হস্তান্তর করতে নির্দেশ হাইকোর্টের