কলকাতা, 15 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালটি কলকাতার টালা থানা এলাকার মধ্যে অবস্থিত ৷ সেই কারণেই চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের মামলাটি টালা থানার অধীনেই প্রাথমিকভাবে দায়ের হয় ৷ তাই ওই থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলকে তলব করল সিবিআই ৷ কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর তলব পেয়ে বৃহস্পতিবার দুপুরেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দফতরে গিয়ে হাজিরা দেন টালা থানার অফিসার ইনটার্জ ৷
উল্লেখ্য, গত শুক্রবার (9 অগস্ট) সকালে আরজি করের ওই চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধার হয়েছিল ৷ তার পর হাসপাতাল কর্তৃপক্ষ টালা থানার পুলিশকেই খবর দেওয়া দেওয়া হয়েছিল ৷ তার পর টালা থানায় প্রাথমিক তদন্ত শুরু করে ৷ পরে তদন্তের ভার যায় লালবাজারের তরফে গঠন করা সিটের (বিশেষ তদন্তকারী দল) হাতে ৷
মঙ্গলবার ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷ বুধবার থেকেই তদন্ত শুরু করেছেন সিবিআইয়ের আধিকারিকরা ৷ তারা তিন সদস্য়ের সিট গঠন করে তদন্ত শুরু করে ৷ বৃহস্পতিবার সিবিআই যায় নিহত নির্যাতিতার বাড়িতে ৷ পাঁচ চিকিৎসককেও তলব করা হয় ৷ একই সঙ্গে ডেকে পাঠানো হয় টালা থানার ওসি-কে ৷
সিবিআই সূত্রে খবর, তদন্তকারীরা টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলের কাছ থেকে জানতে চান যে তিনি ঘটনাটি কোন পুলিশ কর্মী থেকে শুনেছিলেন ? ঘটনা শোনার পর তিনি কী কী পদক্ষেপ করেছিলেন ? কখন তিনি তাঁর ডিভিশনাল ডিসিকে এই ঘটনার তথ্য দিয়েছিলেন ? ঘটনা ঘটার পর লালবাজারে তরফ থেকে তাঁর সঙ্গে কখন যোগাযোগ করা হয় ? যোগাযোগ করায় কী বার্তা দিয়েছিল লালবাজার ? কীভাবে পুরো তদন্ত প্রক্রিয়া হল ?