ETV Bharat / state

সন্দেশখালি কাণ্ডে এই প্রথম নারী নি‌র্যাতনের অভিযোগ দায়ের সিবিআইয়ের - Sandeshkhali case

Sandeshkhali Case: সন্দেশখালি কাণ্ডে এই প্রথম নারী নি‌র্যাতনের অভিযোগ দায়ের করল সিবিআই ৷ এর আগে, রাজ্য পুলিশ সন্দেশখালির ঘটনায় ধর্ষণের দু'টি অভিযোগ দায়ের করেছিল ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 1:06 PM IST

Updated : Apr 25, 2024, 1:11 PM IST

কলকাতা, 25 এপ্রিল: রাজ্য পুলিশের পর এবার সন্দেশখালি কাণ্ডে নারী নির্যাতনের অভিযোগ দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । এর আগে সন্দেশখালিকাণ্ডে শেখ শাহজাহানের সহযোগী তথা ধৃত নেতা শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর বিরুদ্ধে ধর্ষণের দু'টি অভিযোগ দায়ের করেছিল পুলিশ । উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমা আদালতে এক অভিযোগকারিণীর গোপন জবানবন্দির ভিত্তিতে সেই মামলা দায়ের করা হয়েছিল । ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল শিবু-সহ মোট তিনজনের বিরুদ্ধে। এ বার সন্দেশখালিকাণ্ডে নারী নি‌র্যাতনের অভিযোগ দায়ের করল সিবিআইও ।

সন্দেশখালি কাণ্ডের মূল চক্রী শেখ শাহাজাহানকে প্রথমে রাজ্য পুলিশের গোয়েন্দা গ্রেফতার করে । পরে সিবিআই তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে গ্রেফতার করে । কয়েকদিন সিবিআই হেফাজতে কাটিয়ে ফের শেখ শাহাজাহানকে শোন অ্যারেস্ট করে ইডি । এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজত কাটিয়ে অবশেষে শাহাজাহান বর্তমানে সংশোধনাগারে আছেন ।

সন্দেশখালি কাণ্ডে শেখ শাহাজাহান এবং তাঁর অনুগামী ও দুই ভাইয়ের বিরুদ্ধে এলাকার মহিলারা শারীরিক অত্যাচার চালানোর অভিযোগ তুলে সরব হয়েছিলেন । সেই মতো তদন্ত শুরু করে পুলিশ একটি ধর্ষণের মামলা রুজু করেছিল । এবার সেই বিষয়ে তদন্তে নেমে সিবিআইয়ের তরফে শেখ শাহাজাহানের দলবলের বিরুদ্ধে নারী নি‌র্যাতনের অভিযোগ দায়ের করা হল ।

উল্লেখ্য, ইতিমধ্যেই শেখ শাহাজাহানের এক ভাই আলমগীরকে গ্রেফতার করেছে সিবিআই । কিন্তু এখনও এক ভাই ডাক্তার সিরাজ পলাতক । গতকালই তাঁর বিরুদ্ধে ল্যুকআউট সারক্যুলার জারি করেছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন:

  1. চিংড়ি চাষে 200 কোটির মুনাফা শেখ শাহজাহানের, চোখ কপালে ইডি আধিকারিকদের
  2. মেয়ের আব্বু ডাক শুনে আবেগী, প্রিজন ভ্যানে বসেই কাঁদল শাহজাহান
  3. অভিযুক্তদের নাম ফাঁস করেছে দিদার মোল্লা? সন্দেশখালিতে ফের সিবিআই হানা

কলকাতা, 25 এপ্রিল: রাজ্য পুলিশের পর এবার সন্দেশখালি কাণ্ডে নারী নির্যাতনের অভিযোগ দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । এর আগে সন্দেশখালিকাণ্ডে শেখ শাহজাহানের সহযোগী তথা ধৃত নেতা শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর বিরুদ্ধে ধর্ষণের দু'টি অভিযোগ দায়ের করেছিল পুলিশ । উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমা আদালতে এক অভিযোগকারিণীর গোপন জবানবন্দির ভিত্তিতে সেই মামলা দায়ের করা হয়েছিল । ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল শিবু-সহ মোট তিনজনের বিরুদ্ধে। এ বার সন্দেশখালিকাণ্ডে নারী নি‌র্যাতনের অভিযোগ দায়ের করল সিবিআইও ।

সন্দেশখালি কাণ্ডের মূল চক্রী শেখ শাহাজাহানকে প্রথমে রাজ্য পুলিশের গোয়েন্দা গ্রেফতার করে । পরে সিবিআই তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে গ্রেফতার করে । কয়েকদিন সিবিআই হেফাজতে কাটিয়ে ফের শেখ শাহাজাহানকে শোন অ্যারেস্ট করে ইডি । এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজত কাটিয়ে অবশেষে শাহাজাহান বর্তমানে সংশোধনাগারে আছেন ।

সন্দেশখালি কাণ্ডে শেখ শাহাজাহান এবং তাঁর অনুগামী ও দুই ভাইয়ের বিরুদ্ধে এলাকার মহিলারা শারীরিক অত্যাচার চালানোর অভিযোগ তুলে সরব হয়েছিলেন । সেই মতো তদন্ত শুরু করে পুলিশ একটি ধর্ষণের মামলা রুজু করেছিল । এবার সেই বিষয়ে তদন্তে নেমে সিবিআইয়ের তরফে শেখ শাহাজাহানের দলবলের বিরুদ্ধে নারী নি‌র্যাতনের অভিযোগ দায়ের করা হল ।

উল্লেখ্য, ইতিমধ্যেই শেখ শাহাজাহানের এক ভাই আলমগীরকে গ্রেফতার করেছে সিবিআই । কিন্তু এখনও এক ভাই ডাক্তার সিরাজ পলাতক । গতকালই তাঁর বিরুদ্ধে ল্যুকআউট সারক্যুলার জারি করেছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন:

  1. চিংড়ি চাষে 200 কোটির মুনাফা শেখ শাহজাহানের, চোখ কপালে ইডি আধিকারিকদের
  2. মেয়ের আব্বু ডাক শুনে আবেগী, প্রিজন ভ্যানে বসেই কাঁদল শাহজাহান
  3. অভিযুক্তদের নাম ফাঁস করেছে দিদার মোল্লা? সন্দেশখালিতে ফের সিবিআই হানা
Last Updated : Apr 25, 2024, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.