কলকাতা, 29 ফেব্রুয়ারি: সন্দেশখালি বেতাজ বাদশা শেখ শাহজাহান বিরুদ্ধে জামিন অযোগ্য-সহ একাধিক ধারায় মামলা রুজু পুলিশের ৷ মোট 34 ধারায় মামলা রুজু হয়েছে ৷ ন্যাজাট থানার ডাকাতি থেকে শুরু করে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে সন্দেশ খালির এই নেতার বিরুদ্ধে । আপাতত সন্দেশখালির 'বাঘ' শেখ শাহজাহানকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ।
দীর্ঘ 56 দিনের নাটক শেষে শুক্রবার সকালে সন্দেশখালির বাঘ শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বর্তমানে ভবানী ভবনে সিআইডি-র হেফাজতে রয়েছে । রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রের খবর, ইতিমধ্যেই শেখ শাহজাহানের বিরুদ্ধে মোট 34টি ধারায় মামলা রুজু করা হয়েছে । আগামী 10দিন তাকে রাখা হবে ভবানী ভবনেই । তাঁর বিরুদ্ধে যাবতীয় অভিযোগের তদন্ত করবে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ।
এই প্রসঙ্গেই নাম প্রকাশে অনিচ্ছুক সিআইডির এক আধিকারিক বলেন, শাহজাহানের বিরুদ্ধে যে ধারাগুলিতে মামলা রুজু হয়েছে সেগুলি হল,
- 325 (ইচ্ছাকৃত ভাবে গুরুতর আঘাত করা)
- 326 (ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা)
- 333 (সরকারি আধিকারিকের কাজে বাধা দেওয়া এবং ইচ্ছাকৃত ভাবে আঘাত করা)
- 189 (সরকারি আধিকারিককে হুমকি দেওয়া, ভয় দেখানো)
- 397 (ডাকাতির সময়ে কাউকে গুরুতর আঘাত করা)
- 426 এবং 440 (অনিষ্ট করা এবং তা করতে গিয়ে কাউকে আঘাত, কারও মৃত্যুর কারণ হওয়া)
- 342 (কাউকে জোর করে আটকে রাখা)
- 143 (কোনও বেআইনি সংগঠনের সদস্য হওয়া), 109 (অপরাধে প্ররোচনা দেওয়া) ।
এ ছাড়াও 392, 307, 326, 333-এর মতো জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে ।
শেখ শাহজাহানকে গ্রেফতারের পরপর বৃহস্পতিবারই আমির আলি গাজি নামে এক ব্যক্তিকে ঝাড়খণ্ড সীমানা থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। কিন্তু কে এই আমির আলি গাজি ? ভবানী ভবন সূত্রের খবর, এই আমির আলি গাজি মূলত শাহজাহানের ডান হাত বলে পরিচিত ৷ সন্দেশখালিতে অত্যাচার নির্যাতন চালানোর যে অভিযোগ সেখানকার মহিলারা করেছে বারবার, সেটা শেখ শাহজাহানের সঙ্গে একইভাবে চালাতো আমির আলি গাজিও।
আরও পড়ুন: