ETV Bharat / state

দুর্ঘটনার কবলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়ি, আহত 7 পড়ুয়া

HS Examinees Car Accident: পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনার মুখে উচ্চমাধ্যমিক পড়ুয়াদের গাড়ি ৷ চালকের অবস্থা আশঙ্কাজনক ৷ ঘটনায় আহত 7 পরীক্ষার্থী ৷

Etv Bharat
দুর্ঘটনার কবলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়ি
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 5:02 PM IST

Updated : Feb 16, 2024, 7:27 PM IST

দুর্ঘটনার কবলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়ি

ঝাড়গ্রাম, 16 ফেব্রুয়ারি: প্রথম দিনের পরীক্ষা শেষে গাড়িতে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা । শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার অন্তর্গত ফেকো নয়াগ্রাম 9 নম্বর রাজ্য সড়কের উপর বাহারুনা এলাকায় এই পথ দুর্ঘটনা ঘটে । ঘটনায় গাড়িতে থাকা 7 জন পরীক্ষার্থী আহত হয়েছেন । গাড়ি চালকের অবস্থা আশঙ্কাজনক ।

জানা গিয়েছে, জামবনি ব্লকের চিঁচিড়া হাইস্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের তপসিয়া বিদ্যাসাগর বিদ্যায়তন হাইস্কুলে । পরীক্ষা শেষে একটি মারুতি গাড়িতে 4 জন ছাত্রী ও 3 জন ছাত্র মিলে মোট 7 জন পরীক্ষার্থী বাড়ি ফিরছিল । সেই সময় বাহারুনা জঙ্গলের কাছে ফেকোর দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি মুখোমুখি ধাক্কা মারে পরীক্ষার্থীদের গাড়িতে ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলিয়াবেড়া থানার পুলিশ ৷ পরীক্ষার্থী ও গাড়ির চালককে উদ্ধার করে তপসিয়া গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় । জানা গিয়েছে, গাড়ির চালক এবং একজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে তপসিয়া গ্রামীণ হাসপাতাল থেকে স্থানান্তর করা হয়েছে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । অন্য পরীক্ষার্থীরা বলেন,"পরীক্ষার শেষে আমাদের স্কুলের কিছুজন একটি মারুতি গাড়িতে করে বাড়ি যাচ্ছিল । সেই সময় অপরদিক থেকে একটি চারচাকা গাড়ি এসে মুখোমুখি ধাক্কা মারে । চারচাকা গাড়ি চালক অত্যাধিক পরিমাণে মদ্যপান করেছিল এবং ওই চারচাকা গাড়ির ভিতরে প্রচুর পরিমাণে মদ রয়েছে ।"

ঝাড়গ্রাম জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার জয়েন্ট কনভেনার অরুনাংশু ঘোষ বলেন,"বাহারুনার কাছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর একটি গাড়ি দুর্ঘটনাগ্রস্থ হয়েছে । তাদের উদ্ধার করে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে এবং গাড়ির চালককে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । আশা করা যায় তারা সকলেই সুস্থ হয়ে উঠবে এবং আগামী সোমবার পরীক্ষা দিতে পারবে । যদি কেউ ভর্তি থাকে তাহলে হাসপাতালেই তাদের পরীক্ষার ব্যবস্থা করা হবে ।"

আরও পড়ুন :

  1. মোবাইল ফোন দেখে লিখতে গিয়ে হাতেনাতে পাকড়াও মাধ্যমিক পরীক্ষার্থী
  2. উচ্চমাধ্যমিক শুরুর এক ঘন্টার মধ্যেই উদ্ধার ফোন, তদারকিতে খোদ সভাপতি
  3. মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও প্রশ্নফাঁস রুখতে নয়া নিয়ম, কড়া পদক্ষেপ সংসদের

দুর্ঘটনার কবলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়ি

ঝাড়গ্রাম, 16 ফেব্রুয়ারি: প্রথম দিনের পরীক্ষা শেষে গাড়িতে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা । শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার অন্তর্গত ফেকো নয়াগ্রাম 9 নম্বর রাজ্য সড়কের উপর বাহারুনা এলাকায় এই পথ দুর্ঘটনা ঘটে । ঘটনায় গাড়িতে থাকা 7 জন পরীক্ষার্থী আহত হয়েছেন । গাড়ি চালকের অবস্থা আশঙ্কাজনক ।

জানা গিয়েছে, জামবনি ব্লকের চিঁচিড়া হাইস্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের তপসিয়া বিদ্যাসাগর বিদ্যায়তন হাইস্কুলে । পরীক্ষা শেষে একটি মারুতি গাড়িতে 4 জন ছাত্রী ও 3 জন ছাত্র মিলে মোট 7 জন পরীক্ষার্থী বাড়ি ফিরছিল । সেই সময় বাহারুনা জঙ্গলের কাছে ফেকোর দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি মুখোমুখি ধাক্কা মারে পরীক্ষার্থীদের গাড়িতে ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলিয়াবেড়া থানার পুলিশ ৷ পরীক্ষার্থী ও গাড়ির চালককে উদ্ধার করে তপসিয়া গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় । জানা গিয়েছে, গাড়ির চালক এবং একজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে তপসিয়া গ্রামীণ হাসপাতাল থেকে স্থানান্তর করা হয়েছে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । অন্য পরীক্ষার্থীরা বলেন,"পরীক্ষার শেষে আমাদের স্কুলের কিছুজন একটি মারুতি গাড়িতে করে বাড়ি যাচ্ছিল । সেই সময় অপরদিক থেকে একটি চারচাকা গাড়ি এসে মুখোমুখি ধাক্কা মারে । চারচাকা গাড়ি চালক অত্যাধিক পরিমাণে মদ্যপান করেছিল এবং ওই চারচাকা গাড়ির ভিতরে প্রচুর পরিমাণে মদ রয়েছে ।"

ঝাড়গ্রাম জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার জয়েন্ট কনভেনার অরুনাংশু ঘোষ বলেন,"বাহারুনার কাছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর একটি গাড়ি দুর্ঘটনাগ্রস্থ হয়েছে । তাদের উদ্ধার করে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে এবং গাড়ির চালককে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । আশা করা যায় তারা সকলেই সুস্থ হয়ে উঠবে এবং আগামী সোমবার পরীক্ষা দিতে পারবে । যদি কেউ ভর্তি থাকে তাহলে হাসপাতালেই তাদের পরীক্ষার ব্যবস্থা করা হবে ।"

আরও পড়ুন :

  1. মোবাইল ফোন দেখে লিখতে গিয়ে হাতেনাতে পাকড়াও মাধ্যমিক পরীক্ষার্থী
  2. উচ্চমাধ্যমিক শুরুর এক ঘন্টার মধ্যেই উদ্ধার ফোন, তদারকিতে খোদ সভাপতি
  3. মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও প্রশ্নফাঁস রুখতে নয়া নিয়ম, কড়া পদক্ষেপ সংসদের
Last Updated : Feb 16, 2024, 7:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.