কলকাতা, 17 জানুয়ারি: আইন কলেজই মানে না আইন ৷ নিয়ম মেনে আইন কলেজের রেজিস্ট্রেশনের নবীকরণ হয়নি ৷ এই অবস্থায় আইন পাশ করা ছাত্র-ছাত্রীরা তাঁদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন ৷ এই ঘটনায় শুক্রবার বিস্ময় প্রকাশ করল কলকাতা হাইকোর্ট ৷ রাজ্যের আইন কলেজগুলি নিয়ে বার কাউন্সিলের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট ৷ এই মামলার পরবর্তী শুনানি আগামী 26 ফেব্রুয়ারি ৷ এর মধ্যে আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷
আবেদনকারী অর্ক বিশ্বাস-সহ কয়েকজন আইন পড়ুয়ার দাবি, 2014 সালেই রবীন্দ্র শিক্ষা সম্মিলনী আইন কলেজের বার কাউন্সিল অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশনের বৈধতার মেয়াদ শেষ হয়েছে ৷ এরপর নতুন রেজিস্ট্রেশন করেনি কলেজ ৷ তারপরও রমরমিয়ে চলছে আইন কলেজ ৷ এদিকে পুনরায় রেজিস্ট্রেশন না-করার ফলে বর্তমানে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারছেন না ৷ সমস্যায় পড়েছেন তাঁরা ৷
বিচারপতি জয় সেনগুপ্তের বক্তব্য, "বছরের পর বছর পরিদর্শন ও পর্যবেক্ষণ না হয়েও কীভাবে কলেজগুলি চলছে ? কেনই বা ব্যবস্থা নিচ্ছে না বার কাউন্সিল ? কী অবস্থায় আছে কলেজের পরিকাঠামো ? হলফনামা দিয়ে জানাতে হবে বার কাউন্সিলকে ৷
এই বিষয়ে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, "একজন আইনজীবী কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ৷ তাঁর বিদেশে যাওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়েছে ৷ তাঁকে জানানো হয়, তিনি যে কলেজ থেকে পাশ করেছেন সেই কলেজের কোনও বৈধতা নেই ৷ তাজ্জব ওই আইনজীবী জানান, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার থেকে প্র্যাকটিস করার প্রয়োজনীয় শংসাপত্র পেয়েছেন তিনি ৷ কিন্তু ওয়েবসাইটে দেখা যাচ্ছে কলেজের যে রিনিউয়াল তা হয়নি ৷ কলকাতা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একাধিক কলেজে এই পরিস্থিতি ৷" এরপর বিচারপতি জানতে চান, কেন বার কাউন্সিল কোনও পদক্ষেপ করেনি ? তাছাড়া বিশ্ববিদ্যালয়ই বা কেন নবীকরণ করেনি, তাতেও বিস্মিত হন বিচারপতি ৷
এর আগে বিচারপতি জয় সেনগুপ্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় নিয়ে একইরকম একটি মামলায় প্রশ্ন তুলেছিলেন, আইনের কলেজগুলিতে খুবই উদ্বেগজনক পরিস্থিতি ৷ আইনের কলেজগুলি কেন নবীকরণের টাকা দিচ্ছে না ? কেন বার কাউন্সিল অফ ইন্ডিয়া নজরদারি করছে না ৷ এই মামলার ফলে একাধিক প্রশ্ন উত্থাপিত হয়েছে ৷