কলকাতা, 25 এপ্রিল: বাম আমলের আটশোরও বেশি প্রার্থীকে প্রাথমিক শিক্ষকের চাকরি দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, আগামী 2 মাসের মধ্যে নিয়োগ করতে হবে ৷
2009 সালের উত্তর 24 পরগনা জেলার পরীক্ষার্থীদের মধ্যে আবেদনকারীদের হিসাব অনুযায়ী মোট 837টি শূন্যপদ ছিল । কিন্তু জেলা প্রাথমিক শিক্ষা সংসদের বক্তব্য মোট 437টি শূন্যপদ ছিল । আদালতের নির্দেশ, বুধবার পর্যন্ত যারা আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁদের সবাইকে চাকরি দিতে হবে । বিচারপতি রাজাশেখর মান্থা এদিন প্রাথমিক শিক্ষা সংসদকে বলেন, "কি চান তদন্ত হোক ? না বোর্ড চাকরি দেবে ?"
এই বিষয়ে প্রাথমিক শিক্ষা সংসদ জানায়, তারা চাকরি দিতে প্রস্তুত । তারপরই বিচারপতি নির্দেশ দেন, আগামী 2 মাসের মধ্যে এদের চাকরিতে নিয়োগ করতে হবে ।
এর আগে গত 9 এপ্রিল বিচারপতি মান্থা হাওড়া জেলার প্রায় 400 জনকে চাকরিতে নিযুক্ত করার নির্দেশ দিয়েছিলেন । 2009 সালে রাজ্যের মোট চারটি জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল জেলা প্রাথমিক শিক্ষা সংসদ । চার জেলার মধ্যে ছিল হাওড়া, মালদা আর দুই 24 পরগনা । এর মধ্যে হাওড়া আর উত্তর 24 পরগনার সমস্যা মিটল বলা যায় । তবে আরও দুটি জেলার বিষয় আদালতে বিচারাধীন । আগামিকাল শুক্রবার মালদা জেলার বিষয়টি বিচারপতি মান্থার বেঞ্চে শুনানির জন্য উঠবে । তবে বলা যায় 15 বছর পরে 800টির বেশি শূন্যপদে নিয়োগ হতে চলেছে উত্তর 24 পরগনা জেলায় ।
উল্লেখ্য, 2010 সালে ওই নিয়োগ প্রক্রিয়া শুরু হয় । পরের বছর অর্থাৎ, 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল । নতুন সরকার বাম আমলের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয় । তারা ফের পরীক্ষা নেয় 2015 সালে । কিন্তু সেই পরীক্ষা নিয়ে মামলা হয় আদালতে । হাইকোর্ট শেষ পর্যন্ত 2022 সালে সেই প্যানেল প্রকাশ করার নির্দেশ দেয় । কিন্তু প্যানেল নিয়েও একাধিক অভিযোগ দায়ের হয় আদালতে ।
আরও পড়ুন :