ETV Bharat / state

বাড়ি ফিরুক ঘরছাড়া-রা, হাইকোর্টের নির্দেশে রাজ্যে মেয়াদ বাড়ল কেন্দ্রীয় বাহিনীর - High Court on Post Poll Violence - HIGH COURT ON POST POLL VIOLENCE

High Court on Post Poll Violence: এখনই রাজ্য থেকে চলে যাচ্ছে না কেন্দ্রীয় বাহিনী ৷ বাহিনীর সময়সীমা বাড়ানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ একই সঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের বক্তব্যেও অষন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট ৷

High Court on Post Poll Violence
ভোট পরবর্তী হিংসায় কড়া হাইকোর্ট (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 21, 2024, 7:16 PM IST

Updated : Jun 21, 2024, 7:29 PM IST

কলকাতা, 21 জুন: ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া বার্তা দিল হাইকোর্ট ৷ রাজ্যে বাড়ল কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ ৷ আগামী বুধবার অর্থাৎ 26 জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে ৷ শুক্রবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ৷ এছাড়া এদিন ঘরছাড়া কর্মীদের বাড়ি ফেরানোর নির্দেশ দিয়েছে বেঞ্চ ৷ আগামী বুধবার ফের এই মামলার শুনানি হবে ৷

ভোট পরবর্তী হিংসায় কড়া হাইকোর্ট (ইটিভি ভারত)

এদিন শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে সওয়াল করেন, "হাইকোর্টের নির্দেশ মতো অভিযোগ জানাতে রাজ্য পুলিশের ডিজি'র দু'টি ইমেইল আইডি দেওয়া হয়েছিল ৷ 18 জুন পর্যন্ত সেখানে 859 টি মেইল মারফত অভিযোগ এসেছে ৷ এর মধ্যে 204টি এফআইআর হয়েছে ৷ অর্থাৎ সেগুলি ভোট পরবর্তী হিংসার সঙ্গেই যুক্ত ৷"

একই সঙ্গে তিনি এও জানান, 175টি মামলার ক্ষেত্রে ধর্তব্যযোগ্য অপরাধ নয় ৷ 176টি ক্ষেত্রে কোনও অপরাধ কিছু খুঁজে পাওয়া যায়নি ৷ 45টি অভিযোগ পোস্ট পোল ভায়োলেন্সের সঙ্গে যুক্ত নয় বলেও দাবি করেছেন রাজ্যের আইনজীবী ৷ অ্যাডভোটেক জেনারেল বলেন, "219টি অভিযোগ ভুয়ো ৷ 26টি অভিযোগ অসম্পূর্ণ এবং 14টি এখনও খতিয়ে দেখা হচ্ছে ৷"

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার ব্যাপারে বলেন, "রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্র প্রয়োজন মনে করলে বাহিনী মোতায়েন রাখতে পারে সর্বোচ্চ দু'বছর পর্যন্ত ৷ কিন্তু রাজ্যের করা মূল্যায়ন কেন্দ্র পুরোপুরি খারিজ করে দিতে পারে না ৷ কিছু অভিযোগ আসছে মানেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, তা বলা যায় না ৷" যার পালটা বিচারপতি হরিশ ট্যান্ডন বলেন, "আপনাদের হিসাব মতোই 200টিরও বেশি এফআইআর দায়ের হয়েছে ৷ এগুলো একেবারেই কাম্য নয় ৷"

কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী জানান, আদালত নির্দেশ দিলে কেন্দ্রীয় বাহিনী রাখতে আপত্তি নেই ৷ যদিও এর বিরোধিতা করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, "কেন্দ্র এটা বলতে পারে না যে তাদের আদালতের অনুমতি প্রয়োজন ৷ আইন অনুয়ায়ী তাদের ক্ষমতা থাকলে আছে, না থাকলে নেই ৷ তারা বলতে পারে না আদালত নির্দশ দিলে তারা বাহিনী রাখতে পারে ।"

লোকসভা ভোটের পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত হিংসার ঘটনার কথা শোনা যাচ্ছে ৷ এ নিয়েই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে ৷ সেই মামলার শুনানিতে এদিন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার সময়সীমা বাড়ানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ এর আগে হাইকোর্ট 21 জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল ৷

কলকাতা, 21 জুন: ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া বার্তা দিল হাইকোর্ট ৷ রাজ্যে বাড়ল কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ ৷ আগামী বুধবার অর্থাৎ 26 জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে ৷ শুক্রবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ৷ এছাড়া এদিন ঘরছাড়া কর্মীদের বাড়ি ফেরানোর নির্দেশ দিয়েছে বেঞ্চ ৷ আগামী বুধবার ফের এই মামলার শুনানি হবে ৷

ভোট পরবর্তী হিংসায় কড়া হাইকোর্ট (ইটিভি ভারত)

এদিন শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে সওয়াল করেন, "হাইকোর্টের নির্দেশ মতো অভিযোগ জানাতে রাজ্য পুলিশের ডিজি'র দু'টি ইমেইল আইডি দেওয়া হয়েছিল ৷ 18 জুন পর্যন্ত সেখানে 859 টি মেইল মারফত অভিযোগ এসেছে ৷ এর মধ্যে 204টি এফআইআর হয়েছে ৷ অর্থাৎ সেগুলি ভোট পরবর্তী হিংসার সঙ্গেই যুক্ত ৷"

একই সঙ্গে তিনি এও জানান, 175টি মামলার ক্ষেত্রে ধর্তব্যযোগ্য অপরাধ নয় ৷ 176টি ক্ষেত্রে কোনও অপরাধ কিছু খুঁজে পাওয়া যায়নি ৷ 45টি অভিযোগ পোস্ট পোল ভায়োলেন্সের সঙ্গে যুক্ত নয় বলেও দাবি করেছেন রাজ্যের আইনজীবী ৷ অ্যাডভোটেক জেনারেল বলেন, "219টি অভিযোগ ভুয়ো ৷ 26টি অভিযোগ অসম্পূর্ণ এবং 14টি এখনও খতিয়ে দেখা হচ্ছে ৷"

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার ব্যাপারে বলেন, "রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্র প্রয়োজন মনে করলে বাহিনী মোতায়েন রাখতে পারে সর্বোচ্চ দু'বছর পর্যন্ত ৷ কিন্তু রাজ্যের করা মূল্যায়ন কেন্দ্র পুরোপুরি খারিজ করে দিতে পারে না ৷ কিছু অভিযোগ আসছে মানেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, তা বলা যায় না ৷" যার পালটা বিচারপতি হরিশ ট্যান্ডন বলেন, "আপনাদের হিসাব মতোই 200টিরও বেশি এফআইআর দায়ের হয়েছে ৷ এগুলো একেবারেই কাম্য নয় ৷"

কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী জানান, আদালত নির্দেশ দিলে কেন্দ্রীয় বাহিনী রাখতে আপত্তি নেই ৷ যদিও এর বিরোধিতা করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, "কেন্দ্র এটা বলতে পারে না যে তাদের আদালতের অনুমতি প্রয়োজন ৷ আইন অনুয়ায়ী তাদের ক্ষমতা থাকলে আছে, না থাকলে নেই ৷ তারা বলতে পারে না আদালত নির্দশ দিলে তারা বাহিনী রাখতে পারে ।"

লোকসভা ভোটের পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত হিংসার ঘটনার কথা শোনা যাচ্ছে ৷ এ নিয়েই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে ৷ সেই মামলার শুনানিতে এদিন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার সময়সীমা বাড়ানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ এর আগে হাইকোর্ট 21 জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল ৷

Last Updated : Jun 21, 2024, 7:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.