কলকাতা, 29 নভেম্বর: অশান্তির পর ঠিক কেমন রয়েছে মুর্শিদাবাদের বেলডাঙার পরিস্থিতি, তা খতিয়ে দেখতে জেলাশাসক ও বিএসএফের বহরমপুর রেঞ্জের ডিআইজি-কে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ শুক্রবার হাইকোর্টের দুই বিচারপতি হরিশ ট্যান্ডন ও হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ আদালতের নির্দেশ, এলাকা পরিদর্শনের পর আগামী সোমবার রিপোর্ট জমা দিতে হবে মুর্শিদাবাদের জেলাশাসক ও বিএসএফের বহরমপুর রেঞ্জের ডিআইজি-কে ।
উল্লেখ্য, গত 16 নভেম্বর অশান্তি ছড়ায় মুর্শিদাবাদের বেলডাঙায় । সম্প্রীতি নষ্টের পরিস্থিতি সৃষ্টি হয়েছে দাবি করে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা মোতায়েন করার আর্জি জানিয়েছিলেন আইনজীবীরা । দু’টি জনস্বার্থ মামলা দায়ের হয় । সেই মামলাতেই এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট ।
এদিনের শুনানিতে কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী আদালতে রিপোর্ট দিয়ে জানিয়েছেন, তিন সেকশন বিএসএফ জওয়ান (33-36 জনের মতো) এলাকার পরিস্থিতির উপর নজর রাখছেন, যাতে শান্তিপূর্ণ থাকে পরিস্থিতি । কেন্দ্র রিপোর্ট দিয়ে জানিয়েছে, ওই এলাকায় একটি সম্প্রদায়ের মানুষের উপর শুধু হামলা করা হয়নি, পুলিশ আউট পোস্টের উপরও হামলা করা হয়েছে । 16 নভেম্বর থেকে 21 নভেম্বরের মধ্যে ওই এলাকায় ভাঙচুর হয়েছে ৷ কয়েকজনের নিখোঁজ থাকার অভিযোগ তারা পেয়েছে ।
মামলাকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য আদালতে জানান, ওই এলাকা বিএসএফের এক্তিয়ারের মধ্যে পড়ে । 16 নভেম্বর থেকে 21 নভেম্বরের মধ্যে ওই এলাকায় ভাঙচুর হয়েছে ৷ 12 জন নিখোঁজ থাকার খবর আছে । বিএসএফকে দায়িত্ব দেওয়া হোক যাতে এলাকায় শান্তি বজায় থাকে ।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, বিএসএফের নাকগলানো আইনসঙ্গত নয় । গত শুক্রবার ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করা হয়েছে । আর যাঁদের নিখোঁজ থাকার কথা বলা হচ্ছে, তাঁদের পুলিশ ঘরে ফিরেয়েছে ।
পাশাপাশি মামলাকারী আইনজীবী সংযুক্তা সামন্ত এদিন বলেন, "ওই এলাকার একটি ভিডিয়ো ফুটেজ থেকে দেখা গিয়েছে যে নির্দিষ্ট সম্প্রদায়ের এক ব্যক্তি উস্কানিমূলক কথা বলছেন ।"