কলকাতা, 26 জুন: পোর্ট ট্রাস্টের জমি দখলমুক্ত করার জন্য কলকাতা পুলিশকে আরও একদিন সময় দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ৷ বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে তাঁর নির্দেশ, বৃহস্পতিবারের মধ্যে জায়গা দখলমুক্ত করে আদালতের নির্দেশ কার্যকর করতে হবে ৷ আদালতের নির্দেশ যে কার্যকর হয়েছে, সেই সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে শুক্রবার ৷
মাঝেরহাটের হেলেন কেলার সরণিতে থাকা জমিতে একটি হাসপাতাল তৈরি করতে চায় পোর্ট ট্রাস্ট ৷ কিন্তু বেআইনি দখলদার থাকায়, তারা সেই জমিতে হাসপাতাল তৈরি করতে পারছে না বলে অভিযোগ ৷ এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তারা ৷ আদালতে তারা জানায়, ওই এলাকায় পোর্ট ট্রাস্টের একটি হাসপাতালের জমি রয়েছে । তা ছাড়া হাসপাতালের জমি সংলগ্ন বিস্তৃত জমিও কলকাতা পোর্ট ট্রাস্টেরই । কিন্তু একটি রাজনৈতিক দল সেই জমির একাংশ বেআইনি ভাবে দখল করে নিজেদের দলীয় কার্যালয় তৈরি করেছে । এর ফলে অসুবিধা তৈরি হচ্ছে যাওয়া আসার রাস্তায়, যা কখনোই কাম্য নয় ।
সেই মামলার শুনানিতে গত 20 জুন বিচারপতি অমৃতা সিনহা বেআইনি নির্মাণ ভেঙে ফেলার জন্য নির্দেশ দেন কলকাতা পুলিশকে ৷ নির্দেশে তিনি জানিয়েছিলেন, ওই পার্টি অফিস ভাঙতে যদি অতিরিক্ত বাহিনীর প্রয়োজন হয়, তবে তারও ব্যবস্থা করতে হবে স্থানীয় থানার ওসিকে । ছ’দিনের মধ্যে পার্টি অফিসটি ভাঙা হল কি না সে ব্যাপারে রিপোর্ট দিয়ে আদালতকে জানাবে রাজ্য । 26 জুন তারাতলা থানার ওসি আদালতে রিপোর্ট দেবেন বিচারপতির নির্দেশ মতো কাজ হয়েছে কি না ৷
কিন্তু সেই নির্দেশ এখনও কার্যকর হয়নি ৷ ফলে এ দিন মামলার শুনানিতে বিষয়টি সামনে আসে ৷ রাজ্যের তরফে আরও কয়েকদিন সময় চাওয়া হয় আদালতের কাছে । যদিও হাইকোর্ট আর একদিন সময় দেয় কলকাতা পুলিশকে । অন্যদিকে এ দিন দখলদারদের তরফে মামলায় যুক্ত হওয়ার আবেদন করা হয় । কিছু নথিও দেখানো হয় । কিন্তু আদালত তাতে আমল না দিয়ে তাদের আবেদন খারিজ করে দেয় ।
তবে যে কার্যালয় ভাঙার নির্দেশ দিয়েছেন বিচারপতি, ঘটনাচক্রে তারাতলার হেলেন কেলার রোডের সেই ঠিকানায় শাসক দল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস রয়েছে । যদিও বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়ার সময় বিচারপতি কোনও রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি ।