কলকাতা, 22 জুলাই: কলকাতা হাইকোর্টের এক আইনজীবীকে নির্মমভাবে মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে কর্মবিরতি আইনজীবীদের। ওই পুলিশ আধিকারিককে শো-কজ করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ আইনজীবীকে মারধরের ঘটনায় সোমবার সকাল থেকেই কলকাতা হাইকোর্টের আইনজীবীরা প্রতিবাদে কাজে যোগ না দেওয়ার কথা ঘোষণা করেন।
পাশপাশি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের তরফে এদিন সকালেই সহসভাপতি শঙ্কর দলপতি বিজ্ঞপ্তি জারি করে জানান, জরুরি বৈঠকের ভিত্তিতে ঠিক হয়েছে সারাদিন আইনজীবীরা আদালতের শুনানির কাজে অংশগ্রহণ করবেন না। সেই মতো এদিন সকালে প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম-সহ অন্যান্য বিচারপতিরা এজলাসে এলেও কিছুক্ষণের মধ্যেই আইনজীবীরা শুনানিতে অংশগ্রহণ না করায় উঠে যান।
আইনজীবীরা অবিলম্বে ওই পুলিশ আধিকারিককে বরখাস্ত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে, প্রধান বিচারপতির চেম্বারে গিয়ে সাক্ষাৎ করে ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিন হাইকোর্টের প্রধান বিচারপতি, এমনও আর্জি জানিয়েছেন আইনজীবীরা। হাইকোর্ট সুত্রে জানা গিয়েছে, আইনজীবী সৌরভ মণ্ডল বিষ্ণুপুরে থাকেন। রবিবার বিকেল পাঁচটা নাগাদ বিষ্ণুপুর থানার নেপালগঞ্জ এলাকায় সুদীপ্ত স্যানাল নামে এক এসআইয়ে হাতে আক্রান্ত হন।
অভিযোগ, নির্মমভাবে মারা হয় ওই আইনজীবীকে । আঘাত গুরুতর হওয়ায় আমতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। অভিযোগ, সাব ইন্সপেক্টর সুদীপ্ত স্যানাল সম্পূর্ণ মিথ্যা অভিযোগে তাঁকে মারধর করে। একই সঙ্গে আইনজীবীকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেন ওই পুলিশ অফিসার ৷ আইনজীবী পরে চিকিৎসা সংক্রান্ত নথি-সহ নেপালগঞ্জ আউট পোস্টে লিখিত অভিযোগ দায়ের করেন। থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার আর্জিও জানান৷ তবে ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যাবস্থা কেন নেওয়া হয়নি বলেই আইনজীবীরা কর্মবিরতির ডাক দেন এদিন সকালেই।