ETV Bharat / state

শেখ শাহজাহানকে কলকাতা হাইকোর্টে তলবের ভাবনা প্রধান বিচারপতির - Sk Shahjahan

Calcutta High Court: সন্দেশখালিতে ইডি আক্রান্ত হওয়ার পর কেটে গিয়েছে প্রায় দেড় মাস ৷ তার পরও অধরা সেখানকার প্রভাবশালী তৃণমূল নেতা শেখ শাহজাহান ৷ তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষ ক্ষোভ উগড়ে দিচ্ছেন গত কয়েকদিন ধরে ৷ সেই পরিস্থিতিতে শাহজাহানকেই হাইকোর্টে তলবের ভাবনা প্রধান বিচারপতির ৷

Calcutta High Court
Calcutta High Court
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 1:37 PM IST

Updated : Feb 20, 2024, 5:04 PM IST

আইনজীবী বিল্বদল ভট্টাচার্যের বক্তব্য

কলকাতা, 20 ফেব্রুয়ারি: এবার শেখ শাহজাহানকে কলকাতা হাইকোর্টে তলবের ভাবনা প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের । মঙ্গলবার সন্দেশখালি সংক্রান্ত একটি মামলার প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন প্রধান বিচারপতি । এ দিন ওই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ৷ সেখানে সন্দেশখালির সামগ্রিক পরিস্থিতি নিয়ে আদালত রাজ্যের পুলিশ ও প্রশাসনকে তীব্র ভর্ৎসনাও করে ৷

প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানান, যেদিন তলব করা হবে শেখ শাহজাহানকে, সেদিন আদালতে রাজ্য পুলিশ, সিবিআই এবং ইডি সবাই উপস্থিত থাকবে । যাঁর জন্য এই সব ঘটনা ঘটছে, রাজ্য তাঁকে সমর্থন করতে পারে না । তিনি নির্বাচিত জনপ্রতিনিধি, মানুষের প্রতি তিনি কোনও কর্তব্য পালন করেছেন বলে মনে হয় না । যদি পুলিশ তাঁকে ধরতে না পারে, তাহলে এটা মনে করতে হবে যে তিনি রাজ্যের বাইরে আছেন ।

প্রধান বিচারপতি আরও বলেন, ‘‘পুলিশ তাঁকে নিরাপত্তা দিতে পারে না । মূল অভিযুক্ত যদি ঘুরে বেড়ান, তাহলে 144 ধারা জারি করে কী হবে ? সাধারণ মানুষের হয়রানি বাড়বে । রাজ্যের বিভিন্ন পদক্ষেপে বাড়ছে সমস্যা । 19 দিনের ওপর হয়ে গেল ৷ কিন্তু এখনও যার কারণে সমস্যার সূত্রপাত, তাঁকে ধরতে পারল না পুলিশ ! তিনি পালিয়ে বেড়াচ্ছেন ? আমি বিস্মিত ।’’ এছাড়া জমি দখলের অভিযোগ শোনার জন্য যেহেতু রাজ্য সরকার আলাদা ব্যবস্থা করেছে । তাই প্রাথমিক ভাবে আদালত মনে করছে যে এলাকাবাসীর অভিযোগের সত্যতা আছে ।

উল্লেখ্য, বিচারপতি কৌশিক চন্দ সোমবার শুভেন্দু অধিকারীকে সন্দেশখালিতে যাওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য ৷ সেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, কাঁথি থেকে সকাল 6টায় যাত্রা শুরু করেছেন শুভেন্দু ৷ সকাল 10টায় তিনি সন্দেশখালি পৌঁছে যাবেন । তিনি সেখানে এর আগে বিচারপতি জয় সেনগুপ্তর দেওয়া নির্দেশও চ্যালেঞ্জ করেন ৷ সেখানে 144 ধারা তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ অ্যাডভোকেট জেনারেল আবেদন করেন, যতক্ষণ না পর্যন্ত মামলা শোনা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মৌখিক নির্দেশ দিয়ে শুভেন্দু অধিকারীর সন্দেশখালি যাত্রার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হোক ।

তখন আবেদনকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, ধামাখালিতে শুভেন্দু অধিকারীকে আটকানো হয়েছে । যা শুনে প্রধান বিচারপতির মন্তব্য করেন, ‘‘যদি আপনাদের দু’জনকে দেখে আপনাদের অনুগামীরা আসে, তখন কী হবে ? কোনও উপযুক্ত কারণ না দেখিয়ে 144 ধারা জারি করা হয়েছে । এটাই সিঙ্গল বেঞ্চের নির্দেশ । আজকে আপনারা (রাজ্য) ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন, যতক্ষণ না পর্যন্ত এই মামলায় আমরা কোনও নির্দেশ দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল আছে । তাই আপনারা কাউকে আটকাতে পারেন না ।’’

প্রধান বিচারপতি আরও বলেন, ‘‘এটা করলে নতুন সমস্যা তৈরি হবে । শর্তসাপেক্ষে তাঁকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে । তাঁকে আটকালে পরিস্থিতি দুই নেতার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে । স্থানীয় মানুষরা এই দুই নেতার বক্তব্যকে সমর্থন করতে পারেন । সাতদিন পর সিঙ্গল বেঞ্চে ফের মামলা আছে, সেখানে নিজেদের বক্তব্য পেশ করতে পারবেন । 2 ঘণ্টার মধ্যে এমনিতেও সব মিটে যাবে ।’’

এর পর শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দেন প্রধান বিচারপতি । তিনি নির্দেশ দেন, শুভেন্দু অধিকারী ও শঙ্কর ঘোষ সন্দেশখালি যেতে পারবেন । নিরাপত্তা আধিকারিকরা ছাড়া কোনও সমর্থক বা দলীয় কর্মী যেন তাদের সঙ্গে না যায়, সেটা নিশ্চিত করতে হবে । এলাকায় যেন কোনও শান্তি ভঙ্গ না হয়, সেটা দেখবে রাজ্য পুলিশ ।

অন্যদিকে কিশোর দত্ত আদালতে জানান, সোমবারের পর আরও তিনটি জায়গায় 144 ধারা প্রত্যাহার করা হয়েছে । প্রধান বিচারপতি বলেন, ‘‘কিছু বিধিবদ্ধ কেন্দ্রীয় টিমকে আটকানো হচ্ছে । এটা করে সমস্যা বাড়ছে । প্রাথমিক অভিযোগ হল যে জমি দখল করে মাছের ভেড়ি তৈরি করা হয়েছে । আর এটা যাঁর মস্তিষ্ক প্রসূত, তিনি পালিয়ে বেড়াচ্ছেন !’’ অন্যদিকে সন্দেশখালি নিয়ে বিচারপতি অপূর্ব সিনহা রায়ের করা স্বতঃপ্রণোদিত মামলায় রাজ্য, সিবিআই, ইডি-সহ সবপক্ষকে নোটিশ জারি করল আদালত । আগামী সোমবার শুনানি ।

আরও পড়ুন:

  1. পুলিশি বাধার পর হাইকোর্টের অনুমতিতে সন্দেশখালিতে শুভেন্দু
  2. সন্দেশখালিতে আগামী সাতদিনের জন্য 144 ধারা স্থগিতাদেশের নির্দেশ হাইকোর্টের
  3. সন্দেশখালি নিয়ে জনস্বার্থ মামলার জরুরি শুনানির আবেদন, খারিজ হাইকোর্টে

আইনজীবী বিল্বদল ভট্টাচার্যের বক্তব্য

কলকাতা, 20 ফেব্রুয়ারি: এবার শেখ শাহজাহানকে কলকাতা হাইকোর্টে তলবের ভাবনা প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের । মঙ্গলবার সন্দেশখালি সংক্রান্ত একটি মামলার প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন প্রধান বিচারপতি । এ দিন ওই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ৷ সেখানে সন্দেশখালির সামগ্রিক পরিস্থিতি নিয়ে আদালত রাজ্যের পুলিশ ও প্রশাসনকে তীব্র ভর্ৎসনাও করে ৷

প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানান, যেদিন তলব করা হবে শেখ শাহজাহানকে, সেদিন আদালতে রাজ্য পুলিশ, সিবিআই এবং ইডি সবাই উপস্থিত থাকবে । যাঁর জন্য এই সব ঘটনা ঘটছে, রাজ্য তাঁকে সমর্থন করতে পারে না । তিনি নির্বাচিত জনপ্রতিনিধি, মানুষের প্রতি তিনি কোনও কর্তব্য পালন করেছেন বলে মনে হয় না । যদি পুলিশ তাঁকে ধরতে না পারে, তাহলে এটা মনে করতে হবে যে তিনি রাজ্যের বাইরে আছেন ।

প্রধান বিচারপতি আরও বলেন, ‘‘পুলিশ তাঁকে নিরাপত্তা দিতে পারে না । মূল অভিযুক্ত যদি ঘুরে বেড়ান, তাহলে 144 ধারা জারি করে কী হবে ? সাধারণ মানুষের হয়রানি বাড়বে । রাজ্যের বিভিন্ন পদক্ষেপে বাড়ছে সমস্যা । 19 দিনের ওপর হয়ে গেল ৷ কিন্তু এখনও যার কারণে সমস্যার সূত্রপাত, তাঁকে ধরতে পারল না পুলিশ ! তিনি পালিয়ে বেড়াচ্ছেন ? আমি বিস্মিত ।’’ এছাড়া জমি দখলের অভিযোগ শোনার জন্য যেহেতু রাজ্য সরকার আলাদা ব্যবস্থা করেছে । তাই প্রাথমিক ভাবে আদালত মনে করছে যে এলাকাবাসীর অভিযোগের সত্যতা আছে ।

উল্লেখ্য, বিচারপতি কৌশিক চন্দ সোমবার শুভেন্দু অধিকারীকে সন্দেশখালিতে যাওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য ৷ সেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, কাঁথি থেকে সকাল 6টায় যাত্রা শুরু করেছেন শুভেন্দু ৷ সকাল 10টায় তিনি সন্দেশখালি পৌঁছে যাবেন । তিনি সেখানে এর আগে বিচারপতি জয় সেনগুপ্তর দেওয়া নির্দেশও চ্যালেঞ্জ করেন ৷ সেখানে 144 ধারা তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ অ্যাডভোকেট জেনারেল আবেদন করেন, যতক্ষণ না পর্যন্ত মামলা শোনা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মৌখিক নির্দেশ দিয়ে শুভেন্দু অধিকারীর সন্দেশখালি যাত্রার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হোক ।

তখন আবেদনকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, ধামাখালিতে শুভেন্দু অধিকারীকে আটকানো হয়েছে । যা শুনে প্রধান বিচারপতির মন্তব্য করেন, ‘‘যদি আপনাদের দু’জনকে দেখে আপনাদের অনুগামীরা আসে, তখন কী হবে ? কোনও উপযুক্ত কারণ না দেখিয়ে 144 ধারা জারি করা হয়েছে । এটাই সিঙ্গল বেঞ্চের নির্দেশ । আজকে আপনারা (রাজ্য) ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন, যতক্ষণ না পর্যন্ত এই মামলায় আমরা কোনও নির্দেশ দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল আছে । তাই আপনারা কাউকে আটকাতে পারেন না ।’’

প্রধান বিচারপতি আরও বলেন, ‘‘এটা করলে নতুন সমস্যা তৈরি হবে । শর্তসাপেক্ষে তাঁকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে । তাঁকে আটকালে পরিস্থিতি দুই নেতার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে । স্থানীয় মানুষরা এই দুই নেতার বক্তব্যকে সমর্থন করতে পারেন । সাতদিন পর সিঙ্গল বেঞ্চে ফের মামলা আছে, সেখানে নিজেদের বক্তব্য পেশ করতে পারবেন । 2 ঘণ্টার মধ্যে এমনিতেও সব মিটে যাবে ।’’

এর পর শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দেন প্রধান বিচারপতি । তিনি নির্দেশ দেন, শুভেন্দু অধিকারী ও শঙ্কর ঘোষ সন্দেশখালি যেতে পারবেন । নিরাপত্তা আধিকারিকরা ছাড়া কোনও সমর্থক বা দলীয় কর্মী যেন তাদের সঙ্গে না যায়, সেটা নিশ্চিত করতে হবে । এলাকায় যেন কোনও শান্তি ভঙ্গ না হয়, সেটা দেখবে রাজ্য পুলিশ ।

অন্যদিকে কিশোর দত্ত আদালতে জানান, সোমবারের পর আরও তিনটি জায়গায় 144 ধারা প্রত্যাহার করা হয়েছে । প্রধান বিচারপতি বলেন, ‘‘কিছু বিধিবদ্ধ কেন্দ্রীয় টিমকে আটকানো হচ্ছে । এটা করে সমস্যা বাড়ছে । প্রাথমিক অভিযোগ হল যে জমি দখল করে মাছের ভেড়ি তৈরি করা হয়েছে । আর এটা যাঁর মস্তিষ্ক প্রসূত, তিনি পালিয়ে বেড়াচ্ছেন !’’ অন্যদিকে সন্দেশখালি নিয়ে বিচারপতি অপূর্ব সিনহা রায়ের করা স্বতঃপ্রণোদিত মামলায় রাজ্য, সিবিআই, ইডি-সহ সবপক্ষকে নোটিশ জারি করল আদালত । আগামী সোমবার শুনানি ।

আরও পড়ুন:

  1. পুলিশি বাধার পর হাইকোর্টের অনুমতিতে সন্দেশখালিতে শুভেন্দু
  2. সন্দেশখালিতে আগামী সাতদিনের জন্য 144 ধারা স্থগিতাদেশের নির্দেশ হাইকোর্টের
  3. সন্দেশখালি নিয়ে জনস্বার্থ মামলার জরুরি শুনানির আবেদন, খারিজ হাইকোর্টে
Last Updated : Feb 20, 2024, 5:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.