কলকাতা, 12 ডিসেম্বর: রাজ্যে পর্ন ভিডিয়োর বাড়বাড়ন্ত নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট । রাজ্যের সব পর্নোগ্রাফি সংক্রান্ত মামলার হার্ডওয়্যার ও সফটওয়্যার তলব করলেন বিচারপতি জয়মাল্য বাগচী । রাজ্য পুলিশের ডিজির কাছে রাজ্যের সব পর্নোগ্রাফি মামলার তথ্য চেয়েছে আদালত ।
কৃষ্ণনগর মুরুটিয়া এলাকার বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁর মোবাইল থেকে একাধিক পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া হয়েছে ৷ এই অভিযোগ দায়ের হওয়ার পর কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন প্রসেনজিৎ বিশ্বাস । সেই মামলায় আগেই রাজ্যের ডিজির থেকে রিপোর্ট তলব করেছিল কলকাতা হাইকোর্ট । আজ সেই রিপোর্ট পেশ করেছেন ডিজি ৷
সেই রিপোর্টে খুশি হলেও, সারা রাজ্যে পর্নোগ্রাফি ভিডিয়ো সংক্রান্ত যে অভিযোগ উঠছে, তা নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট । তাই সারা রাজ্যের পর্নোগ্রাফি মামলার হার্ডওয়্যার ও সফটওয়্যার তলব করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী । পাশাপাশি প্রসেনজিতের আগাম জামিনের আবেদন খারিজ করেছে হাইকোর্ট ।
পর্নোগ্রাফি ছড়ানোর মামলায় রাজ্য পুলিশের গাইডলাইন কী ? এ বিষয়েও ফের রাজ্য পুলিশের ডিজির রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট । এর আগে, হাইকোর্টের নির্দেশে আজ এই সংক্রান্ত রিপোর্ট দেন রাজ্য পুলিশের ডিজি । সেই রিপোর্টে সাইবার ক্রাইম থানাগুলির দায়িত্বপ্রাপ্ত অফিসারদের প্রশিক্ষণ কীভাবে দেওয়া হচ্ছে, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয় । সেই রিপোর্ট দেখেছে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ ৷ তবে নদিয়ার মুরুটিয়া থানার মামলায় কৃষ্ণনগর সাইবার থানার তদন্তের ত্রুটির অভিযোগে আদালত আগেই ডিজির যে রিপোর্ট তলব করেছিল, সেই মামলার প্রসঙ্গ উত্থাপন করেন বিচারপতি ।
বিচারপতি বাগচীর বক্তব্য, সোশাল মিডিয়ায় ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো যদি ছড়িয়ে দেওয়া হয়ে থাকে, তবে সেখানে তদন্তে কী কী তথ্য উঠে এসেছে, আর সেই তথ্যের ভিত্তিতে তদন্তকারী কোন পথে এগিয়েছেন, সেই তথ্য দেখতে চায় হাইকোর্ট । একইসঙ্গে, গোটা রাজ্যে এমন পর্নোগ্রাফি সংক্রান্ত কত মামলা আছে, আদালত তারও রিপোর্ট তলব করেছে । এক সপ্তাহ পরে ফের রিপোর্ট দিতে হবে ডিজিকে ।