ETV Bharat / bharat

অবুঝমাড়ের গভীর জঙ্গলে এনকাউন্টার, নিহত 7 মাওবাদী

ফের শুরু হল মাওবাদী বিরোধী এনকাউন্টার ৷ ছত্তিশগড়ের অবুঝমাড়ের গভীর জঙ্গলে গুলিযুদ্ধে মৃত্যু হয়েছে 7 জনের ৷

NAXALITES ENCOUNTER in Chhattisgarh
ছত্তিশগড়ে মাওবাদী নিকেশ অভিযান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

নারায়ণপুর, 12 ডিসেম্বর: মাওবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে এনকাউন্টার চলছে ছত্তিশগড়ের গভীর জঙ্গলে ৷ বস্তারের আইজি সুন্দররাজ পি জানিয়েছেন, দান্তেওয়াড়ার সীমানায় অবুঝমাড়ের ওর্চা ব্লকের হিতুল এবং রেকাওয়ার জঙ্গলে এই গুলিযুদ্ধ চলছে ৷ এখনও পর্যন্ত 7 জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে ৷

দান্তেওয়াড়ার এসপি গৌরব রায় জানিয়েছেন, গোপন সূত্রে খবর ছিল যে অবুঝমাড়ের দক্ষিণে পূর্ব বস্তার ডিভিশন এবং ইন্দ্রাবতী এরিয়া কমিটিতে মাওবাদীরা রয়েছে ৷ এরপর 10 ডিসেম্বর এসটিএফ এবং সিআরপিএফ-এর যৌথ দল তল্লাশি অভিযানে নামে ৷ তাদের সঙ্গে ছিল নারায়ণপুর, দান্তেওয়াড়া, বস্তার এবং কোন্দাগাঁও-এর ডিআরজি দল ৷

বৃহস্পতিবার রাত 3টে থেকে ছত্তিশগড়ের 4টি জেলায় মাওবাদী নিকেশ অভিযান চলছে ৷ নারায়ণপুর এবং দান্তেওয়াড়ার এসপি এই এনকাউন্টারের বিষয়টি নিশ্চিত করেছেন ৷ সূত্রের খবর, দক্ষিণ অবুঝমাড়ের ইন্দ্রাবতী এরিয়া কমিটি এলাকায় 50-60 জন মাওবাদী রয়েছে ৷

দান্তেওয়াড়ার এসপি গৌরব রায় আরও বলেন, "12 ডিসেম্বর রাত 3টে থেকেই নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলি বিনিময় চলছে ৷ তল্লাশি অভিযানও চলছে ৷ অভিযান সম্পূর্ণ হওয়ার পর পুরো তথ্য দেওয়া সম্ভব হবে ৷"

আগামী 15 ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বস্তার সফরে আসবেন ৷ তার আগে নিরাপত্তাবাহিনী তৎপর হয়ে ওঠে ৷ পুলিশের কাছে খবর ছিল যে মাড় এলাকায় অনেক মাওবাদীর উপস্থিতি রয়েছে ৷ এই তথ্য পেয়ে 4টি জেলা থেকে এক হাজারেরও বেশি জওয়ানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ৷

2024 সালে বস্তার ডিভিশনে এখনও পর্যন্ত বিভিন্ন এনকাউন্টারে 207 জন মাওবাদীর মৃত্যু হয়েছে ৷ পুলিশ তাদের দেহ উদ্ধার করেছে ৷ এছাড়া বেশ কিছু অত্যাধুনিক অস্ত্রও পাওয়া গিয়েছে ৷ এর মধ্যে এলএমজি, একে-47, ইনসাস, এসএলআর আছে ৷ মাওবাদীদের নিজেদের তৈরি অস্ত্রও মিলেছে ৷

নারায়ণপুর, 12 ডিসেম্বর: মাওবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে এনকাউন্টার চলছে ছত্তিশগড়ের গভীর জঙ্গলে ৷ বস্তারের আইজি সুন্দররাজ পি জানিয়েছেন, দান্তেওয়াড়ার সীমানায় অবুঝমাড়ের ওর্চা ব্লকের হিতুল এবং রেকাওয়ার জঙ্গলে এই গুলিযুদ্ধ চলছে ৷ এখনও পর্যন্ত 7 জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে ৷

দান্তেওয়াড়ার এসপি গৌরব রায় জানিয়েছেন, গোপন সূত্রে খবর ছিল যে অবুঝমাড়ের দক্ষিণে পূর্ব বস্তার ডিভিশন এবং ইন্দ্রাবতী এরিয়া কমিটিতে মাওবাদীরা রয়েছে ৷ এরপর 10 ডিসেম্বর এসটিএফ এবং সিআরপিএফ-এর যৌথ দল তল্লাশি অভিযানে নামে ৷ তাদের সঙ্গে ছিল নারায়ণপুর, দান্তেওয়াড়া, বস্তার এবং কোন্দাগাঁও-এর ডিআরজি দল ৷

বৃহস্পতিবার রাত 3টে থেকে ছত্তিশগড়ের 4টি জেলায় মাওবাদী নিকেশ অভিযান চলছে ৷ নারায়ণপুর এবং দান্তেওয়াড়ার এসপি এই এনকাউন্টারের বিষয়টি নিশ্চিত করেছেন ৷ সূত্রের খবর, দক্ষিণ অবুঝমাড়ের ইন্দ্রাবতী এরিয়া কমিটি এলাকায় 50-60 জন মাওবাদী রয়েছে ৷

দান্তেওয়াড়ার এসপি গৌরব রায় আরও বলেন, "12 ডিসেম্বর রাত 3টে থেকেই নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলি বিনিময় চলছে ৷ তল্লাশি অভিযানও চলছে ৷ অভিযান সম্পূর্ণ হওয়ার পর পুরো তথ্য দেওয়া সম্ভব হবে ৷"

আগামী 15 ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বস্তার সফরে আসবেন ৷ তার আগে নিরাপত্তাবাহিনী তৎপর হয়ে ওঠে ৷ পুলিশের কাছে খবর ছিল যে মাড় এলাকায় অনেক মাওবাদীর উপস্থিতি রয়েছে ৷ এই তথ্য পেয়ে 4টি জেলা থেকে এক হাজারেরও বেশি জওয়ানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ৷

2024 সালে বস্তার ডিভিশনে এখনও পর্যন্ত বিভিন্ন এনকাউন্টারে 207 জন মাওবাদীর মৃত্যু হয়েছে ৷ পুলিশ তাদের দেহ উদ্ধার করেছে ৷ এছাড়া বেশ কিছু অত্যাধুনিক অস্ত্রও পাওয়া গিয়েছে ৷ এর মধ্যে এলএমজি, একে-47, ইনসাস, এসএলআর আছে ৷ মাওবাদীদের নিজেদের তৈরি অস্ত্রও মিলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.