ETV Bharat / state

অবশেষে রাজভবনের সামনে শুভেন্দুকে ধর্নায় অনুমতি হাইকোর্টের - Calcutta High Court

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 3, 2024, 2:40 PM IST

Updated : Jul 3, 2024, 2:49 PM IST

Calcutta High Court: অবশেষে রাজভবনের সামনে শুভেন্দু অধিকারীকে ধর্নায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ৷ আদালতের নির্দেশে আগামী 14 জুলাই রাজভবনের সামনে সকাল 10 টা থেকে চার ঘণ্টা ধরনা দেবে বিজেপি ৷ তবে এ ব্যাপারে বিচারপতি অমৃতা সিনহা বেশ কিছু শর্ত আরোপ করেছেন ৷

ETV BHARAT
রাজভবনের সামনে শুভেন্দুকে ধর্নায় অনুমতি হাইকোর্টের (ফাইল চিত্র)

কলকাতা, 3 জুলাই: অবশেষে রাজভবনের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধরনার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট । তবে এ ব্যাপারে কিছু শর্তও আরোপ করেছেন বিচারপতি অমৃতা সিনহা ।

আগামী 14 জুলাই রাজভবনের সামনে সকাল 10 টা থেকে চার ঘণ্টার জন্য ধরনা কর্মসূচি পালন করতে পারে ভারতীয় জনতা পার্টি । বুধবার কলকাতা হাইকোর্টে একথা জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল । তারপরই বিচারপতি সিনহার নির্দেশ, ভারতীয় জনতা পার্টি ভোট পরবর্তী হিংসার ঘটনায় যে ধরনা করতে আবেদন জানিয়েছিল, তাতে অনুমতি দেওয়া হচ্ছে ।

তবে এই ধরনা কর্মসূচি করার অনুমতি দেওয়া হলেও কিছু শর্ত আরোপ করেছে আদালত ৷ বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, ধরনা কর্মসূচি হতে হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ । কোনও রকম আগ্নেয়াস্ত্র সেখানে ব্যবহার করা যাবে না । 300 জনের বেশি কর্মী সমর্থক সেখানে হাজির থাকতে পারবেন না । রাজভবনের নর্থ গেটে 10 মিটার জায়গা ছেড়ে করতে হবে ধরনা ।

উল্লেখ্য, গত 13 জুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন যে, ভোট পরবর্তী হিংসার ঘটনার প্রতিবাদে তাঁরা রাজভবনের সামনে শান্তিপূর্ণ একটা ধরনা কর্মসূচি পালন করতে চান । কিন্তু পুলিশের তরফে জানানো হয়, ওই এলাকায় 144 ধারা জারি থাকে, ফলে সেখানে কোনও রকম জমায়েত বা কোনও কর্মসূচি করা যাবে না । এর বিরুদ্ধে বিরোধী দলনেতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । তাঁর যুক্তি ছিল, গত বছর 5 অক্টোবর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনের সামনে টানা পাঁচদিন ধরনা করেছিল শাসকদল ।

একথা শুনে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, পুলিশ তখন কীভাবে অনুমতি দিয়েছিল ? যদি তারা পুলিশের কথা অমান্য করে থাকে, তাহলে পুলিশ কী পদক্ষেপ করেছিল ? একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, ভবিষ্যতে কোনও রাজনৈতিক দল যাতে রাজভবনের সামনে কিছু কর্মসূচি না-করতে পারে সেই মর্মে নির্দেশ দেবেন তিনি । তারপরই বিরোধী দলনেতার আবেদনে সাড়া দেয় রাজ্য সরকার । রাজভবনের নর্থ গেটের সামনে 14 জুলাই চার ঘণ্টা ধরনা কর্মসূচি করা যাবে বলে রাজ্যের তরফে জানানোর পরই আদালতও তাতে শিলমোহর দেয় ৷

কলকাতা, 3 জুলাই: অবশেষে রাজভবনের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধরনার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট । তবে এ ব্যাপারে কিছু শর্তও আরোপ করেছেন বিচারপতি অমৃতা সিনহা ।

আগামী 14 জুলাই রাজভবনের সামনে সকাল 10 টা থেকে চার ঘণ্টার জন্য ধরনা কর্মসূচি পালন করতে পারে ভারতীয় জনতা পার্টি । বুধবার কলকাতা হাইকোর্টে একথা জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল । তারপরই বিচারপতি সিনহার নির্দেশ, ভারতীয় জনতা পার্টি ভোট পরবর্তী হিংসার ঘটনায় যে ধরনা করতে আবেদন জানিয়েছিল, তাতে অনুমতি দেওয়া হচ্ছে ।

তবে এই ধরনা কর্মসূচি করার অনুমতি দেওয়া হলেও কিছু শর্ত আরোপ করেছে আদালত ৷ বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, ধরনা কর্মসূচি হতে হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ । কোনও রকম আগ্নেয়াস্ত্র সেখানে ব্যবহার করা যাবে না । 300 জনের বেশি কর্মী সমর্থক সেখানে হাজির থাকতে পারবেন না । রাজভবনের নর্থ গেটে 10 মিটার জায়গা ছেড়ে করতে হবে ধরনা ।

উল্লেখ্য, গত 13 জুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন যে, ভোট পরবর্তী হিংসার ঘটনার প্রতিবাদে তাঁরা রাজভবনের সামনে শান্তিপূর্ণ একটা ধরনা কর্মসূচি পালন করতে চান । কিন্তু পুলিশের তরফে জানানো হয়, ওই এলাকায় 144 ধারা জারি থাকে, ফলে সেখানে কোনও রকম জমায়েত বা কোনও কর্মসূচি করা যাবে না । এর বিরুদ্ধে বিরোধী দলনেতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । তাঁর যুক্তি ছিল, গত বছর 5 অক্টোবর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনের সামনে টানা পাঁচদিন ধরনা করেছিল শাসকদল ।

একথা শুনে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, পুলিশ তখন কীভাবে অনুমতি দিয়েছিল ? যদি তারা পুলিশের কথা অমান্য করে থাকে, তাহলে পুলিশ কী পদক্ষেপ করেছিল ? একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, ভবিষ্যতে কোনও রাজনৈতিক দল যাতে রাজভবনের সামনে কিছু কর্মসূচি না-করতে পারে সেই মর্মে নির্দেশ দেবেন তিনি । তারপরই বিরোধী দলনেতার আবেদনে সাড়া দেয় রাজ্য সরকার । রাজভবনের নর্থ গেটের সামনে 14 জুলাই চার ঘণ্টা ধরনা কর্মসূচি করা যাবে বলে রাজ্যের তরফে জানানোর পরই আদালতও তাতে শিলমোহর দেয় ৷

Last Updated : Jul 3, 2024, 2:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.