ETV Bharat / state

15 বছরের মেয়াদ উত্তীর্ণ বাস কি বাতিলই হচ্ছে ? পরিবহণ দফতরকে বড় নির্দেশ হাইকোর্টের

15 বছরের মেয়াদ উত্তীর্ণ বাস রাস্তায় নামানো যাবে না বলে বিজ্ঞপ্তি দিয়েছিল পরিবহণ দফতর ৷ মালিকপক্ষের মামলায় সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷

Calcutta High Court
15 বছরের মেয়াদ উত্তীর্ণ বাস বাতিল (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2024, 5:37 PM IST

কলকাতা, 4 নভেম্বর: জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মতো 15 বছরের মেয়াদ উত্তীর্ণ বাস রাস্তায় কি আর নামাতে পারবেন না বাস মালিকরা ? এ ব্যাপারে পরিবহণ দফতর যে বিজ্ঞপ্তি জারি করেছে তা পুনর্বিবেচনা করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । পরিবহণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে আদালতের নির্দেশ, 4 সপ্তাহের মধ্যে তারা নিজেদের জারি করা বিজ্ঞপ্তি পুনর্বিবেচনা করবে ।

উল্লেখ্য, শহর ও শহরতলির বিভিন্ন রুটে 15 বছরের মেয়াদ উত্তীর্ণ হচ্ছে কয়েক হাজার বাসের । জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মতো সেই বাস বাতিলের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য ৷ সেই নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বাস মালিকরা । সেই মামলায় বিচারপতি রাই চট্টোপাধ্যায় পরিবহণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে পুরনো বাস বাতিল নিয়ে রাজ্যের জারি করা বিজ্ঞপ্তি আগামী 4 সপ্তাহের মধ্যে পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছেন । মেয়াদ শেষ হওয়ার আগেই প্রিন্সিপাল সেক্রেটারিকে এই নির্দেশ দিলেন বিচারপতি ।

সম্প্রতি জাতীয় পরিবেশ আদালত নির্দেশ দিয়েছে, 15 বছরের মেয়াদ উত্তীর্ণ বাস রাস্তায় নামানো যাবে না । হাইকোর্ট সূত্রে জানা যাচ্ছে, সেই নির্দেশ মতো পরিবহণ দফতর বিজ্ঞপ্তি জারি করে । বেসরকারি বাস মালিকদের সংগঠন নিজেরা বৈঠকের পর সিদ্ধান্ত নেয় যে, তারা এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে । এরপর 50টির বেশি রুটের মালিকরা একযোগে হাইকোর্টের কাছে আবেদন জানান, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ।

বাস মালিকদের দাবি, কোভিড পরিস্থিতিতে বিভিন্ন বেসরকারি বাসের মালিকরা তাঁদের বাস চালাতে পারেননি । দীর্ঘদিন ভাড়া না বৃদ্ধি হওয়ায় তাঁদের ব্যবসায় মন্দা দেখা দিয়েছে । এই পরিস্থিতিতে তাঁদের বাস কেনার সামর্থ্যও নেই । একইসঙ্গে আগের তুলনায় রাস্তায় কম বাস চলে ৷ ফলে দূষণ তেমন হয় না বলেই দাবি বাস মালিকদের ।

মামলাকারীদের তরফে বলা হয়, 24 নম্বর রুটে প্রায় 39টি বাস রাজ্য সরকারের জারি করা নির্দেশিকার ভিত্তিতে এ মাসেই বাতিল হওয়ার কথা । এরকম আরও একাধিক রুট রয়েছে । অতিমারিতে দু'বছর সেইভাবে বাস চালানো সম্ভব হয়নি । তাই অতিরিক্ত সময় বা মেয়াদ বাড়ানো হোক ।

কলকাতা, 4 নভেম্বর: জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মতো 15 বছরের মেয়াদ উত্তীর্ণ বাস রাস্তায় কি আর নামাতে পারবেন না বাস মালিকরা ? এ ব্যাপারে পরিবহণ দফতর যে বিজ্ঞপ্তি জারি করেছে তা পুনর্বিবেচনা করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । পরিবহণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে আদালতের নির্দেশ, 4 সপ্তাহের মধ্যে তারা নিজেদের জারি করা বিজ্ঞপ্তি পুনর্বিবেচনা করবে ।

উল্লেখ্য, শহর ও শহরতলির বিভিন্ন রুটে 15 বছরের মেয়াদ উত্তীর্ণ হচ্ছে কয়েক হাজার বাসের । জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মতো সেই বাস বাতিলের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য ৷ সেই নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বাস মালিকরা । সেই মামলায় বিচারপতি রাই চট্টোপাধ্যায় পরিবহণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে পুরনো বাস বাতিল নিয়ে রাজ্যের জারি করা বিজ্ঞপ্তি আগামী 4 সপ্তাহের মধ্যে পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছেন । মেয়াদ শেষ হওয়ার আগেই প্রিন্সিপাল সেক্রেটারিকে এই নির্দেশ দিলেন বিচারপতি ।

সম্প্রতি জাতীয় পরিবেশ আদালত নির্দেশ দিয়েছে, 15 বছরের মেয়াদ উত্তীর্ণ বাস রাস্তায় নামানো যাবে না । হাইকোর্ট সূত্রে জানা যাচ্ছে, সেই নির্দেশ মতো পরিবহণ দফতর বিজ্ঞপ্তি জারি করে । বেসরকারি বাস মালিকদের সংগঠন নিজেরা বৈঠকের পর সিদ্ধান্ত নেয় যে, তারা এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে । এরপর 50টির বেশি রুটের মালিকরা একযোগে হাইকোর্টের কাছে আবেদন জানান, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ।

বাস মালিকদের দাবি, কোভিড পরিস্থিতিতে বিভিন্ন বেসরকারি বাসের মালিকরা তাঁদের বাস চালাতে পারেননি । দীর্ঘদিন ভাড়া না বৃদ্ধি হওয়ায় তাঁদের ব্যবসায় মন্দা দেখা দিয়েছে । এই পরিস্থিতিতে তাঁদের বাস কেনার সামর্থ্যও নেই । একইসঙ্গে আগের তুলনায় রাস্তায় কম বাস চলে ৷ ফলে দূষণ তেমন হয় না বলেই দাবি বাস মালিকদের ।

মামলাকারীদের তরফে বলা হয়, 24 নম্বর রুটে প্রায় 39টি বাস রাজ্য সরকারের জারি করা নির্দেশিকার ভিত্তিতে এ মাসেই বাতিল হওয়ার কথা । এরকম আরও একাধিক রুট রয়েছে । অতিমারিতে দু'বছর সেইভাবে বাস চালানো সম্ভব হয়নি । তাই অতিরিক্ত সময় বা মেয়াদ বাড়ানো হোক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.