কলকাতা, 31 জানুয়ারি: গাফিলতির জেরে বেশ কিছু পড়ুয়া মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড না পাওয়ায় তিন স্কুলকে আর্থিক জরিমানা করল কলকাতা হাইকোর্ট । বিচারপতি বিশ্বজিৎ বসু সোমবার স্কুলের প্রধান শিক্ষকদের জরিমানা নিয়ে আদালতে আসার নির্দেশ দিয়েছিলেন । না হলে পুলিশ দিয়ে আদালতে নিয়ে আসার কথা বলেছিলেন বিচারপতি ।
প্রথম ঘটনাটি ছিল হাওড়ার ৷ রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে ফর্ম ফিলাপ করলেও শুধু স্বাক্ষর না করায় ছাত্রকে ড্রপ আউট দেখিয়ে পর্ষদের কাছে নথি পাঠায় স্কুল । যার জন্য ওই ছাত্রের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়নি । স্কুলের এই গাফিলতির জন্য হাওড়ার শ্যামপুরের শসাটি নহলা রাখালদহ অবিনাশ হাইস্কুলের দুই ক্লার্ককে 10 হাজার টাকা করে জরিমানার নির্দেশ দেন বিচারপতি । এছাড়াও আগামিকাল বুধবারের মধ্যেই স্কুল ও পর্ষদকে অ্যাডমিট কার্ড পাওয়ার সমস্ত প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে আদালত ।
সমস্ত পরীক্ষায় বসে, রেজিস্ট্রেশন ফি স্কুলে জমা দেওয়ার পরও মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড আসেনি হাওড়ার শ্যামপুরের শসাটি নহলা রাখালদহ অবিনাশ হাই স্কুলের ছাত্র সন্তাম করের । মঙ্গলবার সেই মামলার শুনানিতে নিজেদের দোষ স্বীকার করে নেন স্কুলের প্রধান শিক্ষক । তিনি জানান, স্কুলের মোট ছাত্র সংখ্যা 1900, শিক্ষক 33 জন এবং দু'জন ক্লার্ক রয়েছেন । ক্লার্করাই গোটা বিষয়টি দেখেছে ।
সমস্ত কিছু শুনে বিচারপতি বিশ্বজিৎ বসু স্কুলের দুই ক্লার্ককে 10 হাজার টাকা করে আর্থিক জরিমানার নির্দেশ দেন । পাশাপাশি 31 জানুয়ারির মধ্যে ওই ছাত্রের অ্যাডমিট কার্ড পাওয়ার সমস্ত ব্যবস্থা স্কুল কর্তৃপক্ষ ও পর্ষদকে করার নির্দেশ দিয়েছেন বিচারপতি ।
দ্বিতীয় ঘটনাটি মুর্শিদাবাদের । স্কুলের গাফিলতিতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রওশনারা মেমোরিয়াল হাইস্কুলের 8 ছাত্রী এখনও মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড পায়নি । ছাত্রীদেরপক্ষের আইনজীবীর অভিযোগ, তারা স্কুলের অভ্যন্তরীণ পরীক্ষায় বসেছে ৷ মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপ ও সই করেছে ৷ এমনকি রেজিস্ট্রেশন ফিও জমা দিয়েছে । কিন্তু সেই নথি পর্ষদকে পাঠাতেই ভুলে গিয়েছিল স্কুল । স্কুলের এই গাফিলতির কথা শুনে প্রধান শিক্ষককে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি বিশ্বজিৎ বসু । সেই সঙ্গে স্কুলের প্রধান শিক্ষককে 50 হাজার টাকা আর্থিক জরিমানা করেন । পাশাপাশি ওই 8 ছাত্রীর অ্যাডমিট কার্ড পাওয়ার প্রক্রিয়া আগামিকালের মধ্যেই শেষ করতে স্কুল ও পর্ষদকে নির্দেশ দিয়েছেন বিচারপতি ।
তৃতীয় ঘটনা বাগুইআটি জ্যাংড়া আদর্শ বিদ্যালয়ের ৷ এখানেও স্কুলের গাফিলতিতে বেশ কিছু ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড না পাওয়ার মামলায় স্কুলের প্রধান শিক্ষককে 10 হাজার টাকা আর্থিক জরিমানা করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু । পাশাপাশি, ওই সমস্ত ছাত্র-ছাত্রীর অ্যাডমিট কার্ড পাওয়ার প্রক্রিয়া আজ অথবা আগামিকালের মধ্যেই শেষ করে তাদের হাতে অ্যাডমিট কার্ড তুলে দেওয়ার জন্য স্কুল ও পর্ষদকে নির্দেশ দিয়েছেন তিনি ।
আরও পড়ুন :