ETV Bharat / state

শাহজাহানকে আড়ালের চেষ্টা! সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনে কেস ডাইরি চাইল আদালত - Sandeshkhali 3 BJP workers murder - SANDESHKHALI 3 BJP WORKERS MURDER

Cal HC on Sandeshkhali Murder: সন্দেশখালিতে 3 বিজেপি কর্মীর খুনের ঘটনায় জড়িত শেখ শাহজাহান ৷ 8 জানুয়ারি ফের সিবিআই তদন্তের দাবি জানিয়ে ফের মামলা করেন শুভেন্দু অধিকারী ৷ আজ এই মামলার শুনানিতে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আদালত ৷ তদন্তকারী অফিসারকে অরিজিনাল কেস ডাইরি আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ৷

ETV Bharat
রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট আদালত
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 2:25 PM IST

কলকাতা, 1 এপ্রিল: সন্দেশখালিতে বিজেপি কর্মী খুনের মামলা চলার মধ্যেই চার্জশিট জমা দিল রাজ্য সরকার ৷ এতে চরম ক্ষুব্ধ হল আদালত ৷ জানা গিয়েছে, রবিবার নিম্ন আদালতে সন্দেশখালির তিনজন খুনের মামলার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় রাজ্য ৷ এতে চরম ক্ষুব্ধ হাইকোর্ট প্রশ্ন তোলে, তদন্তকারী আধিকারিক রবিবার নিম্ন আদালতে কী করে চার্জশিট জমা দিলেন ? এদিন মৃতদের তরফের আইনজীবী ফের রাজ্যের বিরুদ্ধে শেখ শাহজাহানকে আড়াল করার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন ।

2019 সালে সন্দেশখালিতে খুন হন তিন বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডল ৷ এই ঘটনায় শেখ শাহজাহান এবং তাঁর বাহিনীর বিরুদ্ধে দু’টি এফআইআর দায়ের করা হয় ৷ হাইকোর্টের নির্দেশেই সেই মামলার তদন্তভার যায় সিআইডি-র হাতে ৷ তদন্তে নেমে সাক্ষীদের গোপন জবানবন্দি নেন তদন্তকারী আধিকারিকরা ৷ কিন্তু, সিআইডি মামলার চূড়ান্ত চার্জশিট জমা দেওয়ার পর দেখা যায়, সেখানে প্রধান অভিযুক্ত ও সাক্ষীদের বয়ানে সবার উপরে থাকা শেখ শাহজাহানের নাম বাদ গিয়েছে ৷ তারপরেই সিবিআই তদন্তের দাবিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত 8 জানুয়ারি একটি মামলা করেন হাইকোর্টে ৷

এই মামলার শুনানিতে এদিন বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, "হাইকোর্ট নিম্ন আদালতের ট্রায়াল-সহ যাবতীয় বিচার স্থগিত রাখার নির্দেশ দিয়েছে ৷ তার পরেও কী করে চার্জশিট জমা দিল পুলিশ !" রাজ্যের কৌশলী এই ঘটনার তদন্তকারী আধিকারিককে বিষয়টি না বোঝাতে পারার জন্য ক্ষমা চেয়ে নেন ৷ তবে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশকে ওই চার্জশিট প্রত্যাহার করার নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷ যদিও রাজ্য সরকারের দাবি, এখনও চার্জশিট জমা দেওয়া হয়নি ৷ জমা দেওয়ার আবেদন করা হয়েছে ৷ এই অবস্থায় বুধবার, 3 এপ্রিল এই মামলার অরিজিনাল কেস ডাইরি আদালতে পেশ করার নির্দেশ দেয় আদালত ৷

মৃতদের পরিবারের পক্ষে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য এদিন বলেন, "এই মামলাতে মূল অভিযুক্ত শেখ শাহজাহান ৷ এখনও কীভাবে রাজ্য পুলিশ তাকে বাঁচানোর চেষ্টা করছে, এটা তার নমুনা ৷" 2019 সালে তিন বিজেপি কর্মী খুনের মামলায় অভিযুক্তদের তালিকায় শাহজাহান শেখের নাম থাকলেও কেন পরে চার্জশিট থেকে তার নাম বাদ দেওয়া হল ? 22 মার্চের শুনানিতে এই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷ তদন্তকারী আধিকারিককে ভর্ৎসনাও করেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷

এদিন আদালতে হাজির ছিলেন এই মামলার তদন্তকারী আধিকারিক ৷ তাঁকে বিচারপতি প্রশ্ন করেন, "সাক্ষীর গোপন জবানবন্দিতে 1 নম্বর অভিযুক্তের তালিকায় শাহজাহান শেখের নাম থাকা সত্ত্বেও শাহজাহান শেখের নাম চার্জশিট থেকে বাদ দিলেন কী করে ?" যদিও তদন্তকারী অফিসার উত্তর দেন, "সাক্ষীকে বিশ্বাসযোগ্য মনে হয়নি ৷ তখন বিচারপতি বলেন, "আপনি ঠিক করবেন, কে বিশ্বাসযোগ্য আর কে বিশ্বাসযোগ্য নয় ?" মামলার পরবর্তী শুনানি 3 এপ্রিল ৷

আরও পড়ুন:

  1. বিজেপি কর্মী খুনের মামলায় চার্জশিটে নেই শাহজাহানের নাম ? সিআইডি'কে ভর্ৎসনা হাইকোর্টের
  2. শাহজাহানকে আজই সওয়া চারটের মধ্যে সিবিআইকে হস্তান্তর করতে নির্দেশ হাইকোর্টের
  3. শাহজাহান শেখের নামে খুনের অভিযোগ নিয়ে হাইকোর্টে শুভেন্দু অধিকারী

কলকাতা, 1 এপ্রিল: সন্দেশখালিতে বিজেপি কর্মী খুনের মামলা চলার মধ্যেই চার্জশিট জমা দিল রাজ্য সরকার ৷ এতে চরম ক্ষুব্ধ হল আদালত ৷ জানা গিয়েছে, রবিবার নিম্ন আদালতে সন্দেশখালির তিনজন খুনের মামলার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় রাজ্য ৷ এতে চরম ক্ষুব্ধ হাইকোর্ট প্রশ্ন তোলে, তদন্তকারী আধিকারিক রবিবার নিম্ন আদালতে কী করে চার্জশিট জমা দিলেন ? এদিন মৃতদের তরফের আইনজীবী ফের রাজ্যের বিরুদ্ধে শেখ শাহজাহানকে আড়াল করার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন ।

2019 সালে সন্দেশখালিতে খুন হন তিন বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডল ৷ এই ঘটনায় শেখ শাহজাহান এবং তাঁর বাহিনীর বিরুদ্ধে দু’টি এফআইআর দায়ের করা হয় ৷ হাইকোর্টের নির্দেশেই সেই মামলার তদন্তভার যায় সিআইডি-র হাতে ৷ তদন্তে নেমে সাক্ষীদের গোপন জবানবন্দি নেন তদন্তকারী আধিকারিকরা ৷ কিন্তু, সিআইডি মামলার চূড়ান্ত চার্জশিট জমা দেওয়ার পর দেখা যায়, সেখানে প্রধান অভিযুক্ত ও সাক্ষীদের বয়ানে সবার উপরে থাকা শেখ শাহজাহানের নাম বাদ গিয়েছে ৷ তারপরেই সিবিআই তদন্তের দাবিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত 8 জানুয়ারি একটি মামলা করেন হাইকোর্টে ৷

এই মামলার শুনানিতে এদিন বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, "হাইকোর্ট নিম্ন আদালতের ট্রায়াল-সহ যাবতীয় বিচার স্থগিত রাখার নির্দেশ দিয়েছে ৷ তার পরেও কী করে চার্জশিট জমা দিল পুলিশ !" রাজ্যের কৌশলী এই ঘটনার তদন্তকারী আধিকারিককে বিষয়টি না বোঝাতে পারার জন্য ক্ষমা চেয়ে নেন ৷ তবে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশকে ওই চার্জশিট প্রত্যাহার করার নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷ যদিও রাজ্য সরকারের দাবি, এখনও চার্জশিট জমা দেওয়া হয়নি ৷ জমা দেওয়ার আবেদন করা হয়েছে ৷ এই অবস্থায় বুধবার, 3 এপ্রিল এই মামলার অরিজিনাল কেস ডাইরি আদালতে পেশ করার নির্দেশ দেয় আদালত ৷

মৃতদের পরিবারের পক্ষে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য এদিন বলেন, "এই মামলাতে মূল অভিযুক্ত শেখ শাহজাহান ৷ এখনও কীভাবে রাজ্য পুলিশ তাকে বাঁচানোর চেষ্টা করছে, এটা তার নমুনা ৷" 2019 সালে তিন বিজেপি কর্মী খুনের মামলায় অভিযুক্তদের তালিকায় শাহজাহান শেখের নাম থাকলেও কেন পরে চার্জশিট থেকে তার নাম বাদ দেওয়া হল ? 22 মার্চের শুনানিতে এই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷ তদন্তকারী আধিকারিককে ভর্ৎসনাও করেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷

এদিন আদালতে হাজির ছিলেন এই মামলার তদন্তকারী আধিকারিক ৷ তাঁকে বিচারপতি প্রশ্ন করেন, "সাক্ষীর গোপন জবানবন্দিতে 1 নম্বর অভিযুক্তের তালিকায় শাহজাহান শেখের নাম থাকা সত্ত্বেও শাহজাহান শেখের নাম চার্জশিট থেকে বাদ দিলেন কী করে ?" যদিও তদন্তকারী অফিসার উত্তর দেন, "সাক্ষীকে বিশ্বাসযোগ্য মনে হয়নি ৷ তখন বিচারপতি বলেন, "আপনি ঠিক করবেন, কে বিশ্বাসযোগ্য আর কে বিশ্বাসযোগ্য নয় ?" মামলার পরবর্তী শুনানি 3 এপ্রিল ৷

আরও পড়ুন:

  1. বিজেপি কর্মী খুনের মামলায় চার্জশিটে নেই শাহজাহানের নাম ? সিআইডি'কে ভর্ৎসনা হাইকোর্টের
  2. শাহজাহানকে আজই সওয়া চারটের মধ্যে সিবিআইকে হস্তান্তর করতে নির্দেশ হাইকোর্টের
  3. শাহজাহান শেখের নামে খুনের অভিযোগ নিয়ে হাইকোর্টে শুভেন্দু অধিকারী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.