কলকাতা, 11 সেপ্টেম্বর: নিম্ন আদালতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে ফের ক্ষোভ ব্যক্ত করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম । প্রধান বিচারপতি বুধবার বলেন, "নিম্ন আদালতগুলিতে লাখ লাখ মামলা বিচারাধীন হয়ে পড়ে রয়েছে ।"
রাজ্যের নিম্ন আদালতগুলির পরিকাঠামো নিয়ে ক্ষুব্ধ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম । তিনি বলেন, "নিম্ন আদালতগুলিতে নতুন করে কোনও নিয়োগ হচ্ছে না ৷ শুধুমাত্র পদোন্নতি ও চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হচ্ছে । বিগত বছরে উত্তর 24 পরগনায় শুধুমাত্র 48 লাখ টাকা খরচ হয়েছে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন দিতে । চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করলে আদালতের কাজের গোপনীয়তা বজায় রাখা কঠিন ৷ একইসঙ্গে দায়িত্বশীলতারও অভাব দেখা যায় ।"
প্রধান বিচারপতির আরও মন্তব্য, "নিম্ন আদালতে যাঁরা বিচারকের নির্দেশ লেখেন (স্টেনো) কেন তাঁরা চুক্তিভিত্তিক কর্মী হিসাবে নিয়োগ হবেন !" নিম্ন আদালতে একটি মামলার দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা । সেই মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতি এই মন্তব্য করেন । প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানান, "নিম্ন আদালতগুলির যা পরিস্থিতি তাতে তিনি কোনও নির্দেশ দেবেন না বিচারককে । তবে মামলাকারীকে তিনি নির্দেশ দিয়েছেন বিচারকের কাছে তাঁদের আবেদন জানাতে, যাতে তাঁদের মামলার দ্রুত নিষ্পত্তি করা হয় ।"
উল্লেখ্য, রাজ্য আগেই জানিয়েছিল কোষাগারে অর্থাভাবের জন্যই চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের সিদ্ধান্ত সরকারের । গত সপ্তাহে নিম্ন আদালতে কর্মী নিয়োগ সংক্রান্ত মামলায় নিম্ন আদালতগুলিতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি । ক্ষুব্ধ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মন্তব্য করেছিলেন, "রাজ্যের সব ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হচ্ছে, আদালত চালানোর ক্ষেত্রেও উপযুক্ত স্থায়ী কর্মী দিয়ে সহযোগিতা করছে না রাজ্য ৷"
প্রধান বিচারপতি আরও বলেন, "এই রাজ্যে সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে সব চুক্তিভিত্তিক নিয়োগ হয় । রাজ্য চুক্তিভিত্তিক কর্মী দিয়ে সব দফতর চালাচ্ছে । এমনকি হাইকোর্টের কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রস্তাব পাঠানো হলেও তার কোন প্রতিফলন দেখা যাচ্ছে না ।" এ দিন ফের অন্য একটি মামলায় নিম্ন আদালতগুলির পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ।