ETV Bharat / state

বসিরহাটে শুটআউট, গুলিবিদ্ধ শাহজাহান শেখ - Shootout at Basirhat

Shootout at Basirhat: ফের শুটআউটের ঘটনা ঘটল বসিরহাটে ৷ এবার ছাগল ব্যবসায়ীকে গুলি করে পালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে । গুলিবিদ্ধ ব্যবসায়ীকে স্থানান্তরিত করা হল কলকাতার হাসপাতালে ।

Shootout at Basirhat
বসিরহাটে গুলিবিদ্ধ ছাগল ব্যবসায়ী (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2024, 2:01 PM IST

Updated : Sep 12, 2024, 3:51 PM IST

বসিরহাট, 12 সেপ্টেম্বর: আবারও শুটআউট বসিরহাটে । সাতসকালে ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর দু'রাউন্ড গুলি চালিয়ে পালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে । একটি গুলি ব্যবসায়ীর পেট ছুঁয়ে বেরিয়ে গেলেও অপর গুলিটি লেগেছে বুকের পাঁজরে । গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম শাহজাহান শেখ ৷

বসিরহাটে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি (ইটিভি ভারত)

প্রথমে ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । শেষে ওই হাসপাতাল থেকে তাঁকে রেফার করা হয় কলকাতার হাসপাতালে । গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর অবস্থা যথেষ্ট সঙ্কটজনক বলেই খবর হাসপাতাল সূত্রে । ঘটনার নেপথ্যে ব্যবসায়িক শত্রুতা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

Shootout at Basirhat
বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে গুলিবিদ্ধ ব্যবসায়ী (ইটিভি ভারত)

বসিরহাট হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ব‍্যবসায়ী শাহজাহান শেখ বলেছেন, "বাইক নিয়ে হঠাৎই দু'জন পাশ থেকে এসে গুলি চালিয়ে পালিয়ে যাই । তাদের চিনতে পারিনি । কারও সঙ্গে কোনও শত্রুতা আছে বলে জানা নেই । হয়তো কেউ বলেছিল খুনের বরাত দিয়েছিল ওদের ! সেকারণেই হয়তো গুলি করা হয়েছে আমাকে ।"

জানা গিয়েছে, পেশায় ছাগল ব্যবসায়ী শাহজাহানের বাড়ি হাসনাবাদের নোয়াপাড়ায় । বৃহস্পতিবার সকালে তিনি বসিরহাটের পিফা গ্রামে গিয়েছিলেন এক ব্যবসায়িক বন্ধুর বাড়িতে । সেখান থেকে বাইকে করে হাসনাবাদের বাড়িতে ফিরছিলেন শাহজাহান । বসিরহাট-মালঞ্চ রোড ধরে একটু এগোতেই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে পরপর দুটি গুলি চালায় বলে অভিযোগ ।

এরপরই বাইক সমেত রাস্তার ধারে ছিটকে পড়েন তিনি । সাতসকালে গুলির শব্দে তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায় । এরপর সাহস করে এলাকার লোকজন এগিয়ে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে রয়েছেন এক ব্যক্তি । তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে । পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি হাসপাতালে ।

স্থানীয় সূত্রে খবর, ওই ব্যবসায়ীকে খুন করার উদ্দেশ্য আগে থেকেই ঘটনাস্থলে ওত পেতে বসেছিল দু'জন দুষ্কৃতী ! তাহলে কী কেউ খুনের বরাত দিয়েছিল ওই দুই দুষ্কৃতীকে? উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ । এ দিকে ব্যবসায়ীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায় ।

এই বিষয়ে ছোট্টু দাস নামে ব্যবসায়ীর এক আত্মীয় বলেন, "বাড়ি থেকে বেরনোর সময় জানতে পারি শাহজাহানকে কেউ গুলি করেছে । তবে যারাই একাজ করে থাকুক, তারা ঠিক করেনি । কারণ ওর মতো ছেলে হয় না । কোনও অন‍্যায়ের সঙ্গে যুক্ত থাকে না । তাই ওর মতো ভালো মানুষকে যারা গুলি করে খুন করার চেষ্টা করল । তাদের জন্য যথোপযুক্ত শাস্তি হয় । সেই আবেদন করছি পুলিশ প্রশাসনের কাছে ।" অন‍্যদিকে, বসিরহাটে হাসপাতালে গিয়ে ওই ব্যবসায়ীর এই বয়ান ইতিমধ্যে নথিভুক্তও করেছে স্থানীয় থানার পুলিশ ।

বসিরহাট, 12 সেপ্টেম্বর: আবারও শুটআউট বসিরহাটে । সাতসকালে ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর দু'রাউন্ড গুলি চালিয়ে পালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে । একটি গুলি ব্যবসায়ীর পেট ছুঁয়ে বেরিয়ে গেলেও অপর গুলিটি লেগেছে বুকের পাঁজরে । গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম শাহজাহান শেখ ৷

বসিরহাটে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি (ইটিভি ভারত)

প্রথমে ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । শেষে ওই হাসপাতাল থেকে তাঁকে রেফার করা হয় কলকাতার হাসপাতালে । গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর অবস্থা যথেষ্ট সঙ্কটজনক বলেই খবর হাসপাতাল সূত্রে । ঘটনার নেপথ্যে ব্যবসায়িক শত্রুতা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

Shootout at Basirhat
বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে গুলিবিদ্ধ ব্যবসায়ী (ইটিভি ভারত)

বসিরহাট হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ব‍্যবসায়ী শাহজাহান শেখ বলেছেন, "বাইক নিয়ে হঠাৎই দু'জন পাশ থেকে এসে গুলি চালিয়ে পালিয়ে যাই । তাদের চিনতে পারিনি । কারও সঙ্গে কোনও শত্রুতা আছে বলে জানা নেই । হয়তো কেউ বলেছিল খুনের বরাত দিয়েছিল ওদের ! সেকারণেই হয়তো গুলি করা হয়েছে আমাকে ।"

জানা গিয়েছে, পেশায় ছাগল ব্যবসায়ী শাহজাহানের বাড়ি হাসনাবাদের নোয়াপাড়ায় । বৃহস্পতিবার সকালে তিনি বসিরহাটের পিফা গ্রামে গিয়েছিলেন এক ব্যবসায়িক বন্ধুর বাড়িতে । সেখান থেকে বাইকে করে হাসনাবাদের বাড়িতে ফিরছিলেন শাহজাহান । বসিরহাট-মালঞ্চ রোড ধরে একটু এগোতেই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে পরপর দুটি গুলি চালায় বলে অভিযোগ ।

এরপরই বাইক সমেত রাস্তার ধারে ছিটকে পড়েন তিনি । সাতসকালে গুলির শব্দে তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায় । এরপর সাহস করে এলাকার লোকজন এগিয়ে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে রয়েছেন এক ব্যক্তি । তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে । পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি হাসপাতালে ।

স্থানীয় সূত্রে খবর, ওই ব্যবসায়ীকে খুন করার উদ্দেশ্য আগে থেকেই ঘটনাস্থলে ওত পেতে বসেছিল দু'জন দুষ্কৃতী ! তাহলে কী কেউ খুনের বরাত দিয়েছিল ওই দুই দুষ্কৃতীকে? উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ । এ দিকে ব্যবসায়ীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায় ।

এই বিষয়ে ছোট্টু দাস নামে ব্যবসায়ীর এক আত্মীয় বলেন, "বাড়ি থেকে বেরনোর সময় জানতে পারি শাহজাহানকে কেউ গুলি করেছে । তবে যারাই একাজ করে থাকুক, তারা ঠিক করেনি । কারণ ওর মতো ছেলে হয় না । কোনও অন‍্যায়ের সঙ্গে যুক্ত থাকে না । তাই ওর মতো ভালো মানুষকে যারা গুলি করে খুন করার চেষ্টা করল । তাদের জন্য যথোপযুক্ত শাস্তি হয় । সেই আবেদন করছি পুলিশ প্রশাসনের কাছে ।" অন‍্যদিকে, বসিরহাটে হাসপাতালে গিয়ে ওই ব্যবসায়ীর এই বয়ান ইতিমধ্যে নথিভুক্তও করেছে স্থানীয় থানার পুলিশ ।

Last Updated : Sep 12, 2024, 3:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.