চাপড়া, 17 ফেব্রুয়ারি: বিএসএফের গাড়ির ধাক্কায় সাত বছরের শিশুকন্যার মৃত্য়ু ৷ মৃতের নাম আরোহী সিংহ হাজারী ৷ মৃতের মা বিএসএফের কর্মী ৷ শুক্রবার রাতে নদিয়ার চাপড়া হৃদয়পুর সীমান্ত এলাকায় এই ঘটনাটি ঘটে ৷ মৃতের পরিবারের তরফে চাপড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ এই নিয়ে বিএসএফের তরফে কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷
মৃতের পরিবারের তরফে জানা গিয়েছে, শুক্রবার রাতে ঠাকুমার সঙ্গে সরস্বতী ঠাকুর দেখতে বেরিয়েছিল আরোহী সিংহ হাজারী নামে ওই শিশুকন্যা ৷ সেই সময় চাপড়ায় রাজ্য সড়কে উলটোদিক থেকে বিএসএফের গাড়ি আসছিল ৷ সেই গাড়িটি ধাক্কা মারে ওই শিশুকে ৷
গাড়ির ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে যায় আরোহী । এরপরই তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় আরোহীকে উদ্ধার করে চাপড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে । খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ওই শিশুকন্যার পরিবারের অন্যান্য সদস্যরা । মৃতের মায়ের নাম রিংকু সিংহ হাজারী ৷ তিনি বিএসএফের 82 নম্বর ব্যাটালিয়নে কর্মরত ৷
মৃত আরোহীর বাবা অমিতাভ সিংহ হাজারী বলেন, ‘‘বিএসএফের গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল । সেই কারণেই তার গতি নিয়ন্ত্রণে ছিল না । আমরা চাইছি এর পূর্ণাঙ্গ তদন্ত হোক ও উপযুক্ত শাস্তি দেওয়া হোক ওই গাড়ির চালককে ।’’ মৃতের পরিবারের তরফে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ । অন্যদিকে এই ঘটনার কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা ।
আরও পড়ুন: