কোচবিহার, 12 জুলাই: সরকারি জমিতে বেড়া দেওয়া নিয়ে তুমুল বচসা ৷ মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে। ঘটনায় আহত মহিলা বর্তমানে চিকিৎসাধীন মাথাভাঙা মহকুমা হাসপাতালে। ঘটনাটি মাথাভাঙার পূর্ব খাটেরবাড়ি এলাকার। ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে ৷
জানা গিয়েছে, অভিযোগকারিণী গৃহবধূ সরকারি জমিতে বাস করছিলেন । প্রশাসন নাকি সেই জায়গা খালি করে দেয়। তবে বৃহস্পতিবার এক ব্যবসায়ী ওই সরকারি জমি ঘিরতে যায় বলে অভিযোগ ৷ তারপরেই গৃহবধূ বাধা দেন ৷ তিনি জানান, যেহেতু জমিটি প্রশাসনের দখলে রয়েছে তাই প্রশাসনিক সমস্যা না মেটা পর্যন্ত জমিতে বেড়া দেওয়া যাবে না ৷ অভিযোগ যিনি বেড়া দিতে যাচ্ছিলেন তিনি কিছু না বললেও মাথাভাঙা 1 নং ব্লকের হাজরাহাট 2 নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসেম আলির ভাই এরশাদ আলি পুলিশের সামনেই গৃহবধূর উপর হামলা চালায় ৷ তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।পাশাপাশি এলাকার মহিলারাও নাকি তাঁকে মারধর করে বলে অভিযোগ।
এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ। আহত মহিলা বলেন, "যেভাবে আমাকে মারধর করেছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। কেউ লাথি মেরেছে কেউ আবার ধারালো অস্ত্র দিয়ে হাতে আঘাত করেছে ৷" যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন হাজরাহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসেম আলি। তিনি বলেন "মহিলাদের মধ্যে ঝামেলা থেকে হাতাহাতি হয় ৷ আমার ভাই তাঁদের রুখতে গেলে দুজনে পড়ে যায়। মারধরের কোনও ঘটনা ঘটেনি। মিথ্যা অভিযোগ করছেন ওই মহিলা।" বিজেপির কোচবিহার জেলা সম্পাদক বিরাজ বোস জানান, এরাজ্যে মহিলারা যে নিরাপদ নন তা এই ঘটনা থেকে ফের একবার প্রমাণিত হল। তৃণমুল মুখপাত্র পার্থপ্রতীম রায় জানান, দল এধরণের ঘটনা সমর্থন করে না। পাশাপাশি এই ঘটনায় দলের সঙ্গে কেউ জড়িত নন।