কলকাতা, 8 ডিসেম্বর: বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ির সামনে বোমাবাজি ৷ গভীর রাতে আচমকাই বোমার শব্দে কেঁপে ওঠে এলাকা ৷ যার জেরে তীব্র আতঙ্কের সৃষ্টি হয় ৷ খবর পেয়েই ঘটনাস্থলে যায় ঠাকুরপুকুর থানার পুলিশ ৷
শনিবার রাত বারোটা নাগাদ কয়েকজন দুষ্কৃতী বিজেপি নেত্রী বৈশাখী ডালমিয়া বাড়ির গেটের সামনে আচমকা বোমা ছোড়ে বলে অভিযোগ ৷ তীব্র শব্দ আতঙ্কিত হয়ে পড়েন এলাকবাসীরা ৷ অনেকেই ভেবেছিলেন যে, কোনও বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে গিয়েছে ৷ এক প্রতিবেশীর কথায়, "রাতের বেলায় তখন ঘুমোতে যাচ্ছি ৷ তখনই প্রচণ্ড জোরে একটা শব্দ হয় ৷ মনে হয় যেন কোনও বাড়ির গ্যাসের সিলিন্ডার বার্স্ট করেছে ৷ তখনই বাড়ির বাইরে এসে দেখি প্রচুর লোকজনের ভিড় ৷"
এলাকাবাসীরা যখন বুঝতে পারেন যে সেখানে বোমাবাজি চলেছে, তখন তাঁরা পুলিশে খবর দেন ৷ ঘটনাস্থলে পৌঁছয় ঠাকুরপুকুর থানার পুলিশ ৷ পুলিশ ঘটনাস্থল থেকে বোমার সুতলি ও স্টোনচিপ উদ্ধার করেছে ৷ বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা ৷ এ ব্যাপারে এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ তবে কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে ৷ দুষ্কৃতীদের খোঁজ পেতে এলাকার সিসিটিভিগুলি খতিয়ে দেখা হচ্ছে ৷
এবিষয়ে বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়া কলকাতার সুরক্ষা ব্যবস্থা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, "এই বোমার আগুন আমার জানলা দিয়ে ঘরে ঢুকতে পারত ৷ তাহলে ঘটনাস্থলেই মৃত্যু হত ৷ গাড়ি নিয়ে এখান দিয়ে যাতায়াত করি ৷ সেখানেও তো হামলা হতে পারে ৷ আমার বাড়িতে বোমাবাজি হয়েছে, তার মানে আমাকেই নিশানা করা হয়েছিল ৷"
স্থানীয় বাসিন্দা চন্দনা সরকার বলেন, "রাতে ভীষণ জোরে আওয়াজ হয় ৷ সঙ্গে ছিল আগুনের ঝলকানি ৷ সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম ৷ এখনও সেই আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে ৷ কে বা কারা এসব করল, কেন করল, কিছুই বুঝতে পারছি না ৷"