ETV Bharat / state

রেশন দুর্নীতির কালো টাকা বাংলাদেশের ব্যবসায় বিনিয়োগ শেখ শাহজাহানের, দাবি ইডির

Sheikh Shahjahan: রেশন দুর্নীতি মামলায় এবার নয়া তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, দুর্নীতির কালো টাকার অধিকাংশটাই আমদানি-রফতানি ব্যবসায় বিনিয়োগ করেছিলেন শেখ শাহজাহান ৷ যেখানে তাঁকে সাহায্য করেছিল, রেশন দুর্নীতি মামলায় প্রথম গ্রেফতার হওয়ার বাকিবুর রহমান ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2024, 10:58 AM IST

Updated : Feb 23, 2024, 11:47 AM IST

কলকাতা, 23 ফেব্রুয়ারি: সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান এখনও অধরা ৷ রেশন দুর্নীতি মামলায় এখনও ইডি ও রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের নাগালের বাইরে তিনি ৷ তারই মধ্যে নয়া তথ্য উঠে এল ইডির তদন্তে ৷ সূত্রের খবর, রেশন দুর্নীতির কোটি কোটি কালো টাকা বাংলাদেশের বিভিন্ন ব্যবসাতে ঢেলেছে শাহজাহান ৷ এমনকি বাকিবুর রহমানের সঙ্গে মিলে অন্যান্য একাধিক ব্যবসায় খাটানো হয়েছে ৷ এভাবেই এই কালো টাকা সাদা করেছেন শেখ শাহজাহান ৷ ইডি সূত্রে খবর, সেই টাকা চলে গিয়েছে বিভিন্ন প্রভাবশালীদের ব্যাংক অ্যাকাউন্টে ৷

তদন্তকারীরা ইতিমধ্যেই জানতে পেরেছেন, রেশন দুর্নীতির বিপুল পরিমাণ কালো টাকা শেখ শাহজাহান খাটিয়েছিল তার আমদানি-রফতানির ব্যবসায় ৷ আর এভাবে যে এদেশের প্রভাবশালীরা এর লভ্যাংশ নিয়েছে, তেমনটা নয় ৷ বরং, দেশের বাইরেও একাধিক ব্যবসায়ী এতে লাভবান হয়েছে বলে মনে করছে ইডির তদন্তকারীরা ৷ আর এই সূত্রে সন্দেশখালির একদা বেতাজ বাদশার বিরুদ্ধে একটি নতুন অভিযোগ দায়ের করল ইডি ৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, শেখ শাহজাহানের বিরুদ্ধে তদন্তে নামার আগে বাকিবুর রহমানের একাধিক জমি, বাড়ি ও ব্যবসার অফিসে তল্লাশি অভিযানে বেশকিছু নথি উদ্ধার করা হয়েছিল ৷ তার মধ্যে উল্লেখযোগ্য ছিল একটি ডায়েরি ৷ সেখান থেকেই তদন্তকারীরা জানতে পারে, বাকিবুর রহমানের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল সন্দেশখালির শেখ শাহজাহানের ৷ কোন মাসে, কত টাকা কোন-কোন ব্যবসায় খাটানো হয়েছে, তার প্রাথমিক একটা হিসাবে তদন্তকারী ইতিমধ্যে পেয়েছে বলে জানা গিয়েছে ৷

বৃহস্পতিবার রাতে ই-মেইল মারফত শেখ শাহজাহানকে চতুর্থবার হাজিরার নোটিশ পাঠিয়েছিল ইডি ৷ তারপর আজ সকালে রেশন দুর্নীতি মামলায় ফের তল্লাশি অভিযান শুরু করেছে ইডি ৷ সকাল 7টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে দু’টি গাড়ির একটি রওনা দেয় হাওড়ার হালদার পাড়ায় ৷ আর অপরটি যায় দক্ষিণ কলকাতার বিজয়গড়ে । সূত্রের খবর, পরবর্তী সময়ে আরও একটি গাড়িতে ইডি আধিকারিকরা উত্তর 24 পরগনার উদ্দেশে রওনা দিয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 6টি জায়গায় এই তল্লাশি অভিযান শুরু হয়েছে ৷

আরও পড়ুন:

  1. শাহজাহানকে ফের নোটিশ, সকাল থেকে শহরের একাধিক জায়গায় নতুন করে তল্লাশি ইডির
  2. এখনও ফেরার! রেশন দুর্নীতি কাণ্ডে শেখ শাহজাহানকে চতুর্থবার তলব ইডি'র
  3. শংকরকে দিয়ে জবরদস্তি একাধিক নথিতে সইয়ের অভিযোগ, 20 ফেব্রুয়ারি জবাব ইডির

কলকাতা, 23 ফেব্রুয়ারি: সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান এখনও অধরা ৷ রেশন দুর্নীতি মামলায় এখনও ইডি ও রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের নাগালের বাইরে তিনি ৷ তারই মধ্যে নয়া তথ্য উঠে এল ইডির তদন্তে ৷ সূত্রের খবর, রেশন দুর্নীতির কোটি কোটি কালো টাকা বাংলাদেশের বিভিন্ন ব্যবসাতে ঢেলেছে শাহজাহান ৷ এমনকি বাকিবুর রহমানের সঙ্গে মিলে অন্যান্য একাধিক ব্যবসায় খাটানো হয়েছে ৷ এভাবেই এই কালো টাকা সাদা করেছেন শেখ শাহজাহান ৷ ইডি সূত্রে খবর, সেই টাকা চলে গিয়েছে বিভিন্ন প্রভাবশালীদের ব্যাংক অ্যাকাউন্টে ৷

তদন্তকারীরা ইতিমধ্যেই জানতে পেরেছেন, রেশন দুর্নীতির বিপুল পরিমাণ কালো টাকা শেখ শাহজাহান খাটিয়েছিল তার আমদানি-রফতানির ব্যবসায় ৷ আর এভাবে যে এদেশের প্রভাবশালীরা এর লভ্যাংশ নিয়েছে, তেমনটা নয় ৷ বরং, দেশের বাইরেও একাধিক ব্যবসায়ী এতে লাভবান হয়েছে বলে মনে করছে ইডির তদন্তকারীরা ৷ আর এই সূত্রে সন্দেশখালির একদা বেতাজ বাদশার বিরুদ্ধে একটি নতুন অভিযোগ দায়ের করল ইডি ৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, শেখ শাহজাহানের বিরুদ্ধে তদন্তে নামার আগে বাকিবুর রহমানের একাধিক জমি, বাড়ি ও ব্যবসার অফিসে তল্লাশি অভিযানে বেশকিছু নথি উদ্ধার করা হয়েছিল ৷ তার মধ্যে উল্লেখযোগ্য ছিল একটি ডায়েরি ৷ সেখান থেকেই তদন্তকারীরা জানতে পারে, বাকিবুর রহমানের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল সন্দেশখালির শেখ শাহজাহানের ৷ কোন মাসে, কত টাকা কোন-কোন ব্যবসায় খাটানো হয়েছে, তার প্রাথমিক একটা হিসাবে তদন্তকারী ইতিমধ্যে পেয়েছে বলে জানা গিয়েছে ৷

বৃহস্পতিবার রাতে ই-মেইল মারফত শেখ শাহজাহানকে চতুর্থবার হাজিরার নোটিশ পাঠিয়েছিল ইডি ৷ তারপর আজ সকালে রেশন দুর্নীতি মামলায় ফের তল্লাশি অভিযান শুরু করেছে ইডি ৷ সকাল 7টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে দু’টি গাড়ির একটি রওনা দেয় হাওড়ার হালদার পাড়ায় ৷ আর অপরটি যায় দক্ষিণ কলকাতার বিজয়গড়ে । সূত্রের খবর, পরবর্তী সময়ে আরও একটি গাড়িতে ইডি আধিকারিকরা উত্তর 24 পরগনার উদ্দেশে রওনা দিয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 6টি জায়গায় এই তল্লাশি অভিযান শুরু হয়েছে ৷

আরও পড়ুন:

  1. শাহজাহানকে ফের নোটিশ, সকাল থেকে শহরের একাধিক জায়গায় নতুন করে তল্লাশি ইডির
  2. এখনও ফেরার! রেশন দুর্নীতি কাণ্ডে শেখ শাহজাহানকে চতুর্থবার তলব ইডি'র
  3. শংকরকে দিয়ে জবরদস্তি একাধিক নথিতে সইয়ের অভিযোগ, 20 ফেব্রুয়ারি জবাব ইডির
Last Updated : Feb 23, 2024, 11:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.