ETV Bharat / state

সিআইডির ‘রাশিয়ান বিষ’ থেকে বাঁচতে বিশেষ চশমা নিয়ে ভবানী ভবনে অর্জুন সিং - BHATPARA SCAM CASE

ভাটপাড়া পুরসভার দুর্নীতির মামলায় সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি অর্জুন সিং ৷ তিনি পুরপ্রধান থাকার সময় এই দুর্নীতি হয় বলে অভিযোগ ৷

BHATPARA SCAM CASE
সিআইডির ‘রাশিয়ান বিষ’ থেকে বাঁচতে বিশেষ চশমা নিয়ে ভবানী ভবনে অর্জুন সিং (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2024, 5:08 PM IST

ভাটপাড়া (উত্তর 24 পরগনা), 28 নভেম্বর: রাসায়নিক বিষ থেকে বাঁচতে সিআইডি দফতরে বিশেষ এক ধরনের চশমা সঙ্গে নিয়ে গেলেন বিজেপি নেতা অর্জুন সিং । সঙ্গে রেখেছেন জলের বোতলও ।

ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় বৃহস্পতিবার ফের ভবানী ভবনে তলব করা হয় ব‍্যারাকপুরের প্রাক্তন সাংসদকে । সেই তলবে সাড়া দিয়ে বৃহস্পতিবার ভাটপাড়ার বাড়ি থেকে সিআইডি দফতরের দিকে রওনা দেন বিজেপি নেতা অর্জুন সিং ।

সিআইডির ‘রাশিয়ান বিষ’ থেকে বাঁচতে বিশেষ চশমা নিয়ে ভবানী ভবনে অর্জুন সিং (ইটিভি ভারত)

তার আগে মজদুর ভবনের সামনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিআইডি-র রাসায়নিক স্প্রে শরীরে ঠেকাতে বিশেষ এই পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি । সেই সঙ্গে নিজের প্রাণনাশের আশঙ্কাও শোনা গিয়েছে ব‍্যারাকপুরের প্রাক্তন সাংসদের গলায় । খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে ষড়যন্ত্র করছেন বলে দাবি অর্জুন সিংয়ের ।

প্রসঙ্গত, 2010 থেকে 2019 সাল পর্যন্ত অর্জুন ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন । ওই সময় বিভিন্ন প্রকল্পে টেন্ডারের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে । সিআইডি ভাটপাড়া পরসভার আর্থিক দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করে । সিআইডির প্রাথমিক অনুমান, পুরসভায় মোট চার কোটি টাকার টেন্ডার দুর্নীতি হয়েছে ।

BHATPARA SCAM CASE
বিশেষ চশমা নিয়ে ভবানী ভবনে অর্জুন সিং (নিজস্ব চিত্র)

2019 সালের লোকসভা নির্বাচনের মুখে অর্জুন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন । 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে সিআইডি তাঁকে ভবানী ভবনে ডেকে পাঠিয়েছিল । সম্প্রতি রাজ্য গোয়েন্দা সংস্থা ওই মামলার তদন্তের জাল গোটাতে শুরু করেছে । রাজ্যের ছয় কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের পরের দিন 14 নভেম্বর অর্জুন সিং ভবানী ভবনে হাজিরা দিতে গিয়েছিলেন । যাওয়ার আগে সেদিন সিআইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তিনি ।

অর্জুন বলেন, "তাঁকে ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাসায়নিক বিষ প্রয়োগ করে রাজ্য সরকার হত্যার চক্রান্ত করেছে । এজন্য রাশিয়া থেকে বিশেষ এক ধরনের রাসায়নিক আনা হয়েছে ।" যা শরীরের সংস্পর্শে আসলে ছ'মাসের মধ্যে মাল্টি অরগান ফেলিওর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি । সেদিন তৃণমূল নেতা তথা জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম অর্জুনকে কটাক্ষ করে বলেছিলেন, "তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন । তাই ভুল বকছেন ।"

বৃহস্পতিবার সকালে ভবানী ভবনে হাজিরা দিতে যাওয়ার আগে অর্জুন ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁকে হত‍্যার ষড়যন্ত্রের অভিযোগ তোলেন । এই বিষয়ে ফের এদিন তিনি বলেন, "রাসায়নিক বিষ করার আশঙ্কা তো রয়েছেই ৷ তাই বিশেষ এক ধরনের চশমা সঙ্গে করে নিয়ে যাচ্ছি । ভবানী ভবনে কোনও কিছু স্পর্শ করার প্রশ্নই আসে না । আতঙ্ক নেই মনে । কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গেলে সবরকমের প্রস্তুতি নিতেই হবে ।"

BHATPARA SCAM CASE
বিশেষ চশমা নিয়ে ভবানী ভবনে অর্জুন সিং (নিজস্ব চিত্র)

অর্জুন সিংয়ের দাবি, "বহুদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে হত‍্যার ষড়যন্ত্র করছেন । এখন আমার সঙ্গে বিরোধী দলনেতাকেও তিনি মেরে ফেলার চক্রান্ত করছেন । গাড়ি দুর্ঘটনা অথবা বিভিন্ন রকম অঘটন ঘটানোর ষড়যন্ত্র চলছে । তবে, এনিয়ে মোটেই আশঙ্কিত নই আমি ।"

যদিও তৃণমূলের বক্তব্য, অর্জুন সিং পুরপ্রধান থাকাকালীন ভাটপাড়া পুরসভায় বিরাট অংকের আর্থিক দুর্নীতি হয়েছে । সিআইডির হাতে সে সব তথ্য রয়েছে । অর্জুনের জেলযাত্রার পথ ক্রমশ চওড়া হচ্ছে ।

BHATPARA SCAM CASE
বিশেষ চশমা নিয়ে ভবানী ভবনে অর্জুন সিং (নিজস্ব চিত্র)

এদিকে, সিআইডি সূত্রে জানা গিয়েছে যে 2010 থেকে 2019 সাল পর্যন্ত ভাটপাড়া পুরসভায় আর্থিক দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তার বেশ কিছু তথ্য উঠে এসেছে তাঁদের হাতে ।

ভাটপাড়া (উত্তর 24 পরগনা), 28 নভেম্বর: রাসায়নিক বিষ থেকে বাঁচতে সিআইডি দফতরে বিশেষ এক ধরনের চশমা সঙ্গে নিয়ে গেলেন বিজেপি নেতা অর্জুন সিং । সঙ্গে রেখেছেন জলের বোতলও ।

ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় বৃহস্পতিবার ফের ভবানী ভবনে তলব করা হয় ব‍্যারাকপুরের প্রাক্তন সাংসদকে । সেই তলবে সাড়া দিয়ে বৃহস্পতিবার ভাটপাড়ার বাড়ি থেকে সিআইডি দফতরের দিকে রওনা দেন বিজেপি নেতা অর্জুন সিং ।

সিআইডির ‘রাশিয়ান বিষ’ থেকে বাঁচতে বিশেষ চশমা নিয়ে ভবানী ভবনে অর্জুন সিং (ইটিভি ভারত)

তার আগে মজদুর ভবনের সামনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিআইডি-র রাসায়নিক স্প্রে শরীরে ঠেকাতে বিশেষ এই পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি । সেই সঙ্গে নিজের প্রাণনাশের আশঙ্কাও শোনা গিয়েছে ব‍্যারাকপুরের প্রাক্তন সাংসদের গলায় । খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে ষড়যন্ত্র করছেন বলে দাবি অর্জুন সিংয়ের ।

প্রসঙ্গত, 2010 থেকে 2019 সাল পর্যন্ত অর্জুন ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন । ওই সময় বিভিন্ন প্রকল্পে টেন্ডারের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে । সিআইডি ভাটপাড়া পরসভার আর্থিক দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করে । সিআইডির প্রাথমিক অনুমান, পুরসভায় মোট চার কোটি টাকার টেন্ডার দুর্নীতি হয়েছে ।

BHATPARA SCAM CASE
বিশেষ চশমা নিয়ে ভবানী ভবনে অর্জুন সিং (নিজস্ব চিত্র)

2019 সালের লোকসভা নির্বাচনের মুখে অর্জুন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন । 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে সিআইডি তাঁকে ভবানী ভবনে ডেকে পাঠিয়েছিল । সম্প্রতি রাজ্য গোয়েন্দা সংস্থা ওই মামলার তদন্তের জাল গোটাতে শুরু করেছে । রাজ্যের ছয় কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের পরের দিন 14 নভেম্বর অর্জুন সিং ভবানী ভবনে হাজিরা দিতে গিয়েছিলেন । যাওয়ার আগে সেদিন সিআইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তিনি ।

অর্জুন বলেন, "তাঁকে ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাসায়নিক বিষ প্রয়োগ করে রাজ্য সরকার হত্যার চক্রান্ত করেছে । এজন্য রাশিয়া থেকে বিশেষ এক ধরনের রাসায়নিক আনা হয়েছে ।" যা শরীরের সংস্পর্শে আসলে ছ'মাসের মধ্যে মাল্টি অরগান ফেলিওর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি । সেদিন তৃণমূল নেতা তথা জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম অর্জুনকে কটাক্ষ করে বলেছিলেন, "তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন । তাই ভুল বকছেন ।"

বৃহস্পতিবার সকালে ভবানী ভবনে হাজিরা দিতে যাওয়ার আগে অর্জুন ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁকে হত‍্যার ষড়যন্ত্রের অভিযোগ তোলেন । এই বিষয়ে ফের এদিন তিনি বলেন, "রাসায়নিক বিষ করার আশঙ্কা তো রয়েছেই ৷ তাই বিশেষ এক ধরনের চশমা সঙ্গে করে নিয়ে যাচ্ছি । ভবানী ভবনে কোনও কিছু স্পর্শ করার প্রশ্নই আসে না । আতঙ্ক নেই মনে । কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গেলে সবরকমের প্রস্তুতি নিতেই হবে ।"

BHATPARA SCAM CASE
বিশেষ চশমা নিয়ে ভবানী ভবনে অর্জুন সিং (নিজস্ব চিত্র)

অর্জুন সিংয়ের দাবি, "বহুদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে হত‍্যার ষড়যন্ত্র করছেন । এখন আমার সঙ্গে বিরোধী দলনেতাকেও তিনি মেরে ফেলার চক্রান্ত করছেন । গাড়ি দুর্ঘটনা অথবা বিভিন্ন রকম অঘটন ঘটানোর ষড়যন্ত্র চলছে । তবে, এনিয়ে মোটেই আশঙ্কিত নই আমি ।"

যদিও তৃণমূলের বক্তব্য, অর্জুন সিং পুরপ্রধান থাকাকালীন ভাটপাড়া পুরসভায় বিরাট অংকের আর্থিক দুর্নীতি হয়েছে । সিআইডির হাতে সে সব তথ্য রয়েছে । অর্জুনের জেলযাত্রার পথ ক্রমশ চওড়া হচ্ছে ।

BHATPARA SCAM CASE
বিশেষ চশমা নিয়ে ভবানী ভবনে অর্জুন সিং (নিজস্ব চিত্র)

এদিকে, সিআইডি সূত্রে জানা গিয়েছে যে 2010 থেকে 2019 সাল পর্যন্ত ভাটপাড়া পুরসভায় আর্থিক দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তার বেশ কিছু তথ্য উঠে এসেছে তাঁদের হাতে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.