ভাটপাড়া (উত্তর 24 পরগনা), 28 নভেম্বর: রাসায়নিক বিষ থেকে বাঁচতে সিআইডি দফতরে বিশেষ এক ধরনের চশমা সঙ্গে নিয়ে গেলেন বিজেপি নেতা অর্জুন সিং । সঙ্গে রেখেছেন জলের বোতলও ।
ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় বৃহস্পতিবার ফের ভবানী ভবনে তলব করা হয় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে । সেই তলবে সাড়া দিয়ে বৃহস্পতিবার ভাটপাড়ার বাড়ি থেকে সিআইডি দফতরের দিকে রওনা দেন বিজেপি নেতা অর্জুন সিং ।
তার আগে মজদুর ভবনের সামনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিআইডি-র রাসায়নিক স্প্রে শরীরে ঠেকাতে বিশেষ এই পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি । সেই সঙ্গে নিজের প্রাণনাশের আশঙ্কাও শোনা গিয়েছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের গলায় । খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে ষড়যন্ত্র করছেন বলে দাবি অর্জুন সিংয়ের ।
প্রসঙ্গত, 2010 থেকে 2019 সাল পর্যন্ত অর্জুন ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন । ওই সময় বিভিন্ন প্রকল্পে টেন্ডারের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে । সিআইডি ভাটপাড়া পরসভার আর্থিক দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করে । সিআইডির প্রাথমিক অনুমান, পুরসভায় মোট চার কোটি টাকার টেন্ডার দুর্নীতি হয়েছে ।
2019 সালের লোকসভা নির্বাচনের মুখে অর্জুন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন । 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে সিআইডি তাঁকে ভবানী ভবনে ডেকে পাঠিয়েছিল । সম্প্রতি রাজ্য গোয়েন্দা সংস্থা ওই মামলার তদন্তের জাল গোটাতে শুরু করেছে । রাজ্যের ছয় কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের পরের দিন 14 নভেম্বর অর্জুন সিং ভবানী ভবনে হাজিরা দিতে গিয়েছিলেন । যাওয়ার আগে সেদিন সিআইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তিনি ।
অর্জুন বলেন, "তাঁকে ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাসায়নিক বিষ প্রয়োগ করে রাজ্য সরকার হত্যার চক্রান্ত করেছে । এজন্য রাশিয়া থেকে বিশেষ এক ধরনের রাসায়নিক আনা হয়েছে ।" যা শরীরের সংস্পর্শে আসলে ছ'মাসের মধ্যে মাল্টি অরগান ফেলিওর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি । সেদিন তৃণমূল নেতা তথা জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম অর্জুনকে কটাক্ষ করে বলেছিলেন, "তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন । তাই ভুল বকছেন ।"
বৃহস্পতিবার সকালে ভবানী ভবনে হাজিরা দিতে যাওয়ার আগে অর্জুন ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তোলেন । এই বিষয়ে ফের এদিন তিনি বলেন, "রাসায়নিক বিষ করার আশঙ্কা তো রয়েছেই ৷ তাই বিশেষ এক ধরনের চশমা সঙ্গে করে নিয়ে যাচ্ছি । ভবানী ভবনে কোনও কিছু স্পর্শ করার প্রশ্নই আসে না । আতঙ্ক নেই মনে । কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গেলে সবরকমের প্রস্তুতি নিতেই হবে ।"
অর্জুন সিংয়ের দাবি, "বহুদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে হত্যার ষড়যন্ত্র করছেন । এখন আমার সঙ্গে বিরোধী দলনেতাকেও তিনি মেরে ফেলার চক্রান্ত করছেন । গাড়ি দুর্ঘটনা অথবা বিভিন্ন রকম অঘটন ঘটানোর ষড়যন্ত্র চলছে । তবে, এনিয়ে মোটেই আশঙ্কিত নই আমি ।"
যদিও তৃণমূলের বক্তব্য, অর্জুন সিং পুরপ্রধান থাকাকালীন ভাটপাড়া পুরসভায় বিরাট অংকের আর্থিক দুর্নীতি হয়েছে । সিআইডির হাতে সে সব তথ্য রয়েছে । অর্জুনের জেলযাত্রার পথ ক্রমশ চওড়া হচ্ছে ।
এদিকে, সিআইডি সূত্রে জানা গিয়েছে যে 2010 থেকে 2019 সাল পর্যন্ত ভাটপাড়া পুরসভায় আর্থিক দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তার বেশ কিছু তথ্য উঠে এসেছে তাঁদের হাতে ।