ETV Bharat / state

'মুখ্যমন্ত্রীকে প্রাতিষ্ঠানিক চোরের সিলমোহর দিয়েছে সুপ্রিমকোর্ট', কটাক্ষ সুকান্তের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Sukanta Majumder: রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে তৃণমূল সরকারকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর কথায়, "এতদিন বিজেপি শুধু চোর বলত । সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট ভাবে বলেছেন 'সিস্টেমিক ফ্রড'।"

Sukanta Majumder
সুকান্ত মজুমদার
author img

By ETV Bharat Bangla Team

Published : May 8, 2024, 4:30 PM IST

নির্বাচনী প্রচারে সুকান্ত মজুমদার

বোলপুর, 8 মে : "মুখ্যমন্ত্রী একজন প্রাতিষ্ঠানিক চোর ৷ তাতে সিলমোহর দিয়েছে সুপ্রিমকোর্ট ৷" বুধবার বোলপুরে এসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "এতদিন বিজেপি শুধু চোর বলত । সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট ভাবে বলেছেন 'সিস্টেমিক ফ্রড' । বাংলা কী হয়? প্রাতিষ্ঠানিক চোর । এসএসসি রাজ্য সরকারের অন্তর্গত। সুতরাং, এসএসসি-র মাথা কে? মুখ্যমন্ত্রী । এবার মুখ্যমন্ত্রী প্রাতিষ্ঠানিক চোর, তাতে সিলমোহর দিল সুপ্রিমকোর্ট ।"

মঙ্গলবার রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে 'অন্তর্বর্তী স্থগিতাদেশ' দেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ ৷ সম্পূর্ণ প্রক্রিয়াটিকে 'পরিকল্পিত জালিয়াতি' বলে আখ্যা দিয়ে আদালতের তরফে সাফ জানান হয়, যোগ্য-অযোগ্য প্রার্থীদের মধ্যে বিভাজন করা গেলে প্যানেল বাতিল করা ন্যায় সংগত নয় ৷ সুতরাং, এখনই চাকরি বাতিল হচ্ছে না কারও ৷ 16 জুলাই এই মামলায় চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত ৷ এদিন নির্বাচনী প্রচারে এসে সেই প্রসঙ্গে তৃণমূল সরকারকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি ৷

এদিন প্রথমে বোলপুরের জাম্বুনীতে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করেন সুকান্ত ৷ সঙ্গে ছিলেন বিজেপির বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পিয়া সাহা ও সাংগঠনিক জেলা সভাপতি অষ্টম মণ্ডল ৷ এরপর বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহার সমর্থনে রোড শো করেন তিনি ৷ বোলপুরের কাছারিপট্টী থেকে লজের মোর, প্রায় কিলোমিটার রোড শো করেন তিলি ৷

তৃণমূলকে আক্রমণ করে সুকান্ত বলেন, "তৃণমূল ভোট এলেই বাঙালি বাঙালি করে ৷ বাঙালির জন্য কিছু করে না ৷ বিজেপি বাঙালির জন্য ভাবে ৷ বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, এখানে কতবার সুকান্ত মজুমদার এসেছে? আর রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে দেখুন তৃণমূলের নেতারা গিয়ে ওয়েবকুপার মিটিং করেন ৷"

আরও পড়ুন:

নির্বাচনী প্রচারে সুকান্ত মজুমদার

বোলপুর, 8 মে : "মুখ্যমন্ত্রী একজন প্রাতিষ্ঠানিক চোর ৷ তাতে সিলমোহর দিয়েছে সুপ্রিমকোর্ট ৷" বুধবার বোলপুরে এসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "এতদিন বিজেপি শুধু চোর বলত । সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট ভাবে বলেছেন 'সিস্টেমিক ফ্রড' । বাংলা কী হয়? প্রাতিষ্ঠানিক চোর । এসএসসি রাজ্য সরকারের অন্তর্গত। সুতরাং, এসএসসি-র মাথা কে? মুখ্যমন্ত্রী । এবার মুখ্যমন্ত্রী প্রাতিষ্ঠানিক চোর, তাতে সিলমোহর দিল সুপ্রিমকোর্ট ।"

মঙ্গলবার রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে 'অন্তর্বর্তী স্থগিতাদেশ' দেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ ৷ সম্পূর্ণ প্রক্রিয়াটিকে 'পরিকল্পিত জালিয়াতি' বলে আখ্যা দিয়ে আদালতের তরফে সাফ জানান হয়, যোগ্য-অযোগ্য প্রার্থীদের মধ্যে বিভাজন করা গেলে প্যানেল বাতিল করা ন্যায় সংগত নয় ৷ সুতরাং, এখনই চাকরি বাতিল হচ্ছে না কারও ৷ 16 জুলাই এই মামলায় চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত ৷ এদিন নির্বাচনী প্রচারে এসে সেই প্রসঙ্গে তৃণমূল সরকারকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি ৷

এদিন প্রথমে বোলপুরের জাম্বুনীতে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করেন সুকান্ত ৷ সঙ্গে ছিলেন বিজেপির বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পিয়া সাহা ও সাংগঠনিক জেলা সভাপতি অষ্টম মণ্ডল ৷ এরপর বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহার সমর্থনে রোড শো করেন তিনি ৷ বোলপুরের কাছারিপট্টী থেকে লজের মোর, প্রায় কিলোমিটার রোড শো করেন তিলি ৷

তৃণমূলকে আক্রমণ করে সুকান্ত বলেন, "তৃণমূল ভোট এলেই বাঙালি বাঙালি করে ৷ বাঙালির জন্য কিছু করে না ৷ বিজেপি বাঙালির জন্য ভাবে ৷ বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, এখানে কতবার সুকান্ত মজুমদার এসেছে? আর রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে দেখুন তৃণমূলের নেতারা গিয়ে ওয়েবকুপার মিটিং করেন ৷"

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.