কলকাতা, 26 জুলাই: রাজ্যে বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার পথে নামল বিজেপি ৷ বৃহস্পতিবার এই মিছিলের নেতৃত্ব দেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বৃষ্টিভেজা এই মিছিল শুরু হয় মুরুলীধর সেন লেন থেকে এবং পৌঁছয় ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসে ৷ শুভেন্দু অধিকারী এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, "আগামী 15 অগস্টের মধ্যে যদি বিদ্যুতের বর্ধিত বিল প্রত্যাহার করা না-হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথেই হাঁটবে বিজেপি ৷"
বিজেপি নেতা শুভেন্দুর আরও দাবি, কেন্দ্রের বিদ্যুৎমন্ত্রী তাঁকে কথা দিয়েছেন, অতি দ্রুত মডেল ইলেকট্রিসিটি বিল পাশ হতে চলেছে ৷ যার ফলে কোনও একটি সংস্থার হাতে বিদুৎ সাপ্লাই করার একচ্ছত্র আধিপত্য থাকবে না ৷ এদিনের মিছিলে উপস্থিত ছিলেন, বিজেপি নেতা তাপস রায়, উত্তর কলকাতার জেলা সভাপতি সজল ঘোষ, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল, বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা ৷
মিছিলের পাশাপাশি এদিন একটি সভাও হয় ৷ শুভেন্দু অধিকারী মঞ্চ থেকে এদিন বলেন, "সবার অলক্ষ্যে চুপিসাড়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে এরাজ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুমোদন সাপেক্ষে লোকসভা নির্বাচনের সময় এই বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে।" তিনি আরও বলেন, "সম্প্রতি যখন রাজ্যে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খট্টর এসেছিলেন, তখন তিনি আমায় আশ্বাস দিয়েছিলেন, ইলেকট্রিক বিল খুব দ্রুত লাগু হবে ৷ তখন আর বিদ্যুৎ সাপ্লাইয়ের ক্ষেত্রে কেউ একচ্ছত্র ব্যবসা করতে পারবে না ৷ তাই গ্রাহকের যাকে পছন্দ হবে, তার থেকে বিদ্যুৎ নেবে এবং সবথেকে কম যে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে তার কাছেই গ্রাহকরা যাবেন ৷"
আজ সঞ্জীব গোয়েঙ্কার উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, "বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার না-করলে বিজেপি আবার আদালতের অনুমতি নিয়ে লাগাতার পাঁচদিন অর্থাৎ আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই ভিক্টোরিয়া হাউসের সামনে ধরনায় বসবে বিজেপি ৷ প্রয়োজনে বিদুৎ ভবন অভিযান কর্মসূচির ডাক দেব আমরা ৷ আজ এই মঞ্চ থেকে আপনাকে বর্ধিত বিল প্রত্যাহার করার জন্য 15 অগস্ট পর্যন্ত সময় দিয়ে গেলাম। না-হলে বৃহত্তর আন্দোলনের পথেই হাঁটবে বিজেপি ৷"
বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদ-মিছিলে নিরুত্তর পুলিশ, হাইকোর্টের দ্বারস্থ বিজেপি