ETV Bharat / state

বিজেপি এজেন্টদেরকে বুথে বসতে না-দেওয়ার অভিযোগ মনোজ টিগ্গার - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: আলিপুরদুয়ারে বিজেপি এজেন্টদেরকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ প্রার্থী মনোজ টিগ্গার ৷ অভিযোগের তির দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারেরে দিকে ৷ তিনি যদিওবা এই অভিযোগ মানতে নারাজ ৷

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 2:06 PM IST

বিজেপি এজেন্টদেরকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ

আলিপুরদুয়ার, 19 এপ্রিল: প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে বিজেপি এজেন্টদের বুথে বসতে না দেওয়ার অভিযোগ উঠল আলিপুরদুয়ারে ৷ এই অভিযোগ করলেন খোদ আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা । আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তুলসিপাড়া চা বাগানের চারটি বুথে বিজেপি এজেন্টদের বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ । যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন প্রিসাইডিং অফিসার।

মনোজ টিগ্গা বলেন, "আমাদের মণ্ডল সভাপতি লঙ্কাপাড়া থেকে পোলিং এজেন্টদের এনে এখানে বসাতে চেয়েছিল ৷ কিন্তু প্রিসাইডিং অফিসার বাধা দেন ৷ তিনি আমাদের এজেন্টদেরকে বসতে দেননি বুথে ৷ কিন্তু লোকসভা নির্বাচনের ক্ষেত্রে নিয়ম আছে যেকোনও বিধানসভা থেকে পোলিং এজেন্ট এনে বুথে বসানো যেতে পারে ৷ আমি এই নিয়ে এসডিও সাহেবের সঙ্গেও কথা বলেছি ৷ এরকম কঠিন কোনও নিয়ম নেই যে পোলিং এজেন্ট বসতে পারবে না ৷ 21,22,23,24 এই চারটি বুথে আমাদের পোলিং এজেন্টদেরকে বসতে দেওয়া হয়নি ৷ এটি সন্ত্রাস কবলিত এলাকা ৷ প্রিসাইডিং অফিসারকে হয়তো ভয় দেখানো হয়েছে ৷ তাই তিনি এজেন্টদের বসার অনুমতি দেননি ৷"

লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ চলঠে আজ ৷ সকাল 7টা থেকে রাজ্যের তিন জেলা আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে শুরু হয়েছে ভোটগ্রহণ ৷ ভোট শুরুর সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তৃণমূলের অস্থায়ী নির্বাচন কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার পুলিশ । ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ-2 ব্লকের বারকোদালি-1 গ্রাম পঞ্চায়েতের হরিরহাট এলাকায় । অন্যদিকে সিআরপিএফ জওয়ান ও বিজেপি নেতাদের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ৷ বিজেপিকে ভোট দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ ৷ এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনির চুয়াপাড়ার 85 নম্বর বুথে ৷

আরও পড়ুন:

  1. সরাসরি: বেলা 11টা পর্যন্ত তিন কেন্দ্রে ভোট পড়ল 33.56 শতাংশ
  2. লোকসভা নির্বাচন প্রসঙ্গে ইটিভি ভারতের সঙ্গে সরাসরি জলপাইগুড়ির বিজেপি প্রার্থী
  3. সরাসরি: ভোট দিতে 2 ঘণ্টারও বেশি অপেক্ষা করতে হল মুখ্যমন্ত্রী সাংমাকে, সকাল 11টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল ?

বিজেপি এজেন্টদেরকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ

আলিপুরদুয়ার, 19 এপ্রিল: প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে বিজেপি এজেন্টদের বুথে বসতে না দেওয়ার অভিযোগ উঠল আলিপুরদুয়ারে ৷ এই অভিযোগ করলেন খোদ আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা । আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তুলসিপাড়া চা বাগানের চারটি বুথে বিজেপি এজেন্টদের বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ । যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন প্রিসাইডিং অফিসার।

মনোজ টিগ্গা বলেন, "আমাদের মণ্ডল সভাপতি লঙ্কাপাড়া থেকে পোলিং এজেন্টদের এনে এখানে বসাতে চেয়েছিল ৷ কিন্তু প্রিসাইডিং অফিসার বাধা দেন ৷ তিনি আমাদের এজেন্টদেরকে বসতে দেননি বুথে ৷ কিন্তু লোকসভা নির্বাচনের ক্ষেত্রে নিয়ম আছে যেকোনও বিধানসভা থেকে পোলিং এজেন্ট এনে বুথে বসানো যেতে পারে ৷ আমি এই নিয়ে এসডিও সাহেবের সঙ্গেও কথা বলেছি ৷ এরকম কঠিন কোনও নিয়ম নেই যে পোলিং এজেন্ট বসতে পারবে না ৷ 21,22,23,24 এই চারটি বুথে আমাদের পোলিং এজেন্টদেরকে বসতে দেওয়া হয়নি ৷ এটি সন্ত্রাস কবলিত এলাকা ৷ প্রিসাইডিং অফিসারকে হয়তো ভয় দেখানো হয়েছে ৷ তাই তিনি এজেন্টদের বসার অনুমতি দেননি ৷"

লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ চলঠে আজ ৷ সকাল 7টা থেকে রাজ্যের তিন জেলা আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে শুরু হয়েছে ভোটগ্রহণ ৷ ভোট শুরুর সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তৃণমূলের অস্থায়ী নির্বাচন কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার পুলিশ । ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ-2 ব্লকের বারকোদালি-1 গ্রাম পঞ্চায়েতের হরিরহাট এলাকায় । অন্যদিকে সিআরপিএফ জওয়ান ও বিজেপি নেতাদের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ৷ বিজেপিকে ভোট দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ ৷ এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনির চুয়াপাড়ার 85 নম্বর বুথে ৷

আরও পড়ুন:

  1. সরাসরি: বেলা 11টা পর্যন্ত তিন কেন্দ্রে ভোট পড়ল 33.56 শতাংশ
  2. লোকসভা নির্বাচন প্রসঙ্গে ইটিভি ভারতের সঙ্গে সরাসরি জলপাইগুড়ির বিজেপি প্রার্থী
  3. সরাসরি: ভোট দিতে 2 ঘণ্টারও বেশি অপেক্ষা করতে হল মুখ্যমন্ত্রী সাংমাকে, সকাল 11টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.